Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




১ বংশাবলি 20:1 - পবিএ বাইবেল CL Bible (BSI)

1 রাজারা সাধারণতঃ যে সময় দিগ্বিজয়ে বার হতেন সেই মত যোয়াবও পরের বছর বসন্তকালে সসৈন্যে আম্মোনীদের দেশ আক্রমণ করলেন। তাঁরা রব্বা অবরোধ ও আক্রমণ করে নগরটি ধ্বংস করে ফেললেন। দাউদ কিন্তু জেরুশালেমেই রয়ে গেলেন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

1 পরে যখন বছর ফিরে এল, সেই সময়ে অর্থাৎ রাজন্যবর্গের যুদ্ধে যাবার সময়ে যোয়াব সৈন্যবল নিয়ে গিয়ে অম্মোনীয়দের দেশ উৎচ্ছন্ন করলেন আর রব্বাতে গিয়ে তা অবরোধ করলেন, কিন্তু দাউদ জেরুশালেমে থাকলেন। পরে যোয়াব রব্বাকে আঘাত করে ভূমিসাৎ করলেন।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

1 বসন্তকালে, রাজারা সাধারণত যখন যুদ্ধে যেতেন, সেইরকমই এক সময় যোয়াব সশস্ত্র সৈন্যদলকে নেতৃত্ব দিলেন। তিনি অম্মোনীয়দের দেশটিতে লুটপাট চালিয়েছিলেন এবং রব্বায় গিয়ে সেটি অবরোধ করলেন, কিন্তু দাউদ জেরুশালেমেই থেকে গেলেন। যোয়াব রব্বায় আক্রমণ চালিয়ে সেটি ধ্বংসস্তূপে পরিণত করলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

1 পরে যখন বৎসর ফিরিয়া আসিল, সেই সময়ে অর্থাৎ রাজবর্গের যুদ্ধে গমন সময়ে যোয়াব সৈন্যবল লইয়া গিয়া অম্মোন-সন্তানদের দেশ উৎসন্ন করিলেন, আর রব্বাতে গিয়া তাহা অবরোধ করিলেন, কিন্তু দায়ূদ যিরূশালেমে থাকিলেন। পরে যোয়াব রব্বাকে আঘাত করিয়া ভূমিসাৎ করিলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

1 বসন্তের সময় যোয়াবের নেতৃত্বে ইস্রায়েলের সেনাবাহিনী আবার যুদ্ধ করতে বেরোল। সচরাচর এসময়ই রাজা-মহারাজারা যুদ্ধযাত্রা করলেও দায়ূদ কিন্তু জেরুশালেমেই থাকলেন। ইস্রায়েলীয় সেনাবাহিনী অম্মোনে গিয়ে অম্মোন ধ্বংস করে রব্বা শহর চারপাশ থেকে অবরোধ করে সেখানে শিবির গাড়লো। এইভাবে রব্বা অবরোধ করে শেষ পর্যন্ত যোয়াবের নেতৃত্বে ইস্রায়েলীয় বাহিনী যুদ্ধ করে রব্বাও ধ্বংস করল।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

1 বসন্তকালে যখন রাজারা সাধারণত: যুদ্ধ করতে বের হন তখন যোয়াব সৈন্যদল নিয়ে বের হলেন। তিনি অম্মোনীয়দের দেশটাকে ধ্বংস করে দিয়ে রব্বাতে গিয়ে সেটা ঘেরাও করলেন। দায়ূদ কিন্তু যিরূশালেমেই রয়ে গেলেন। যোয়াব রব্বা আক্রমণ করে সেটা ধ্বংস করে দিলেন।

অধ্যায় দেখুন কপি




১ বংশাবলি 20:1
15 ক্রস রেফারেন্স  

পরের বছর বসন্তকালে রাজাদের যুদ্ধযাত্রার মরশুম এলে দাউদ তাঁর সেনাপতি যোয়াবকে সসৈন্যে আম্মোনীদের বিরুদ্ধে যুদ্ধে পাঠালেন। তাঁরা অম্মোনীদের ধ্বংস করে রব্বা শহর অবরোধ করলেন। দাউদ নিজে কিন্তু যুদ্ধে না গিয়ে জেরুশালেমেই থাকলেন।


তাই রব্বার প্রাচীরে আমি অগ্নি নিক্ষেপ করব সেই অগ্নি গ্রাস করবে তার প্রতিটি প্রাসাদ। সেই যুদ্ধের দিনে উঠবে রণহুঙ্কার,ঘূর্ণিঝড়ের মত বয়ে যাবে যুদ্ধের ধ্বংসলীলা।


(রফায়িমদের শেষ বংশধর একমাত্র বাশানের রাজা ওগ্‌ই অবশিষ্ট ছিলেন। তাঁর পালঙ্কটি ছিল লোহার। মানুষের হাতের মাপে সেটি ছিল নয় হাত লম্বা ও চার হাত চওড়া। আম্মোনীদের নগর রব্বায় সেটি এখনও আছে।)


আমি রব্বা নগরীকে উটের আস্তানায় পর্যবসিত করব এবং সমগ্র আম্মোন দেশকে করব মেঘের চারণভূমি, যাতে তোমরা জানতে পার যে আমিই প্রভু পরমেশ্বর।


এই পথ নির্দেশক রাজাকে দেখিয়ে দেবে রব্বার আম্মোন নগরীর পথ, দেখিয়ে দেবে যিহুদীয়ার প্রাচীর বেষ্টিত নগরী জেরুশালেমের পথ।


আমি সৃষ্টি করেছি কর্মকারকে, যে প্রজ্বলিত অঙ্গারের সাহায্যে অস্ত্র গড়ে, সেই অস্ত্র দিয়ে যুদ্ধ করে যে সৈনিক, সেও আমারই সৃষ্টি।


আমি জিজ্ঞাসা করলাম, হে প্রভু পরমেশ্বর, কতদিন এ অবস্থা চলবে? তিনি বললেন, যতদিন না নগর-জনপদ বিধ্বস্ত ও জনশূন্য হয়, যতদনি না সমস্ত বাসগৃহ বসতিশূন্য হয়, যতদিন না এদেশ পরিত্যক্ত, নির্জন হয়।


ইলিশায়ের মৃত্যু হল। লোকেরা তাঁকে সমাধি দিল। প্রতি বছর মোয়াবী হানাদার দস্যুরা দল বেঁধে ইসরায়েল রাজ্যে এসে লুঠপাঠ করত।


বসন্তকাল এলে বেন-হদদ তাঁর সৈন্য সামন্তদের নিয়ে ইসরায়েলীদের আক্রমণ করার জন্য অফেক-এ গেলেন।


নবী রাজা আহাবের কাছে গিয়ে বললেন, আপনি ফিরে গিয়ে আপনার সৈন্যদলকে নতুনভাবে সংগঠন করুন এবং ভেবেচিন্তে যুদ্ধের পরিকল্পনা তৈরী করুন। কারণ আগামী বসন্তে সিরিয়ার রাজা আবার আপনার বিরুদ্ধে অভিযান করবেন।


দাউদ মহনায়িমে আসার পর আম্মোন দেশের রব্বা শহরনিবাসী নাহশের পুত্র শোবি, লো-দেবারের আম্মিয়েলের পুত্র মাখীব এবং গিলিয়দ দেশের রোগেলিম নিবাসী বর্সিল্লয়ের সঙ্গে দাউদের দেখা হল।


হদ্‌দেষরের অধীন রাজারা যখন দেখলেন যে তাঁরা ইসরায়েলীদের কাছে পরাস্ত হয়েছেন তখন তাঁরা দাউদের সঙ্গে সন্ধি করলেন এবং তাঁর অধীনতা স্বীকার করলেন। এরপর সিরীয়রা আর কোনদিন আম্মোনীদের সাহায্য করতে চায় নি।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন