Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




১ বংশাবলি 2:9 - পবিএ বাইবেল CL Bible (BSI)

9 হিষ্‌রোণের তিন পুত্রঃ যিরহ্‌মেল, রাম ও কালেব।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

9 আর হিষ্রোণের ঔরসজাত পুত্র যিরহমেল, রাম ও কালুবায়।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

9 হিষ্রোণের যে ছেলেরা জন্মেছিলেন, তারা হলেন: যিরহমেল, রাম এবং কালেব।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

9 আর হিষ্রোণের ঔরসজাত পুত্র যিরহমেল, রাম, ও কালুবায়।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

9 হিষ্রোণের পুত্রদের নাম: যিরহমেল, রাম আর কালুবায়।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

9 হিষ্রোণের ছেলেরা হল যিরহমেল, রাম ও কালুবায়।

অধ্যায় দেখুন কপি




১ বংশাবলি 2:9
10 ক্রস রেফারেন্স  

যিহুদার পুত্র পেরস ও সেরহ, তামরের গর্ভজাত, পেরসের পুত্র হিষরোণ, হিষরোণের পুত্র রাম;


যিরহমিলের ভাই কালেবের জ্যেষ্ঠ পুত্র মেশা। মেশার পুত্র সিফ্‌। সিফের পুত্র মারেশাহ্। মারেশাহ্‌র পুত্র হিব্রোণ।


তখন তিনি জর্ডন নদীর তীরবর্তী অঞ্চলে গিয়ে প্রচার করতে লাগলেন, হৃদয় পরিবর্তন করে বাপ্তিষ্ম গ্রহণ কর, তাহলে ঈশ্বর তোমাদের পাপ ক্ষমা করবেন।


হিষ্‌রোণের মৃত্যুর পর তাঁর পুত্র কালেব পিতা হিষ্‌রোণের বিধবা পত্নী এফাৎ-কে বিবাহ করেন। তাঁর গর্ভে অসহুরের জন্ম হয়। ইনিই তেকোয়া নামক জনপদের প্রতিষ্ঠাতা।


আখিশ যখন জিজ্ঞাসা করতেন, আজ কাদের উপর তোমরা হামলা করলে? দাউদ বলতেন, যিহুদীয়া অঞ্চলে অথবা যিরহমেলিদের অঞ্চলে অথবা কেনী উপজাতিদের অঞ্চলে।


এথনের একটি মাত্র পুত্র, নাম অসরিয়।


রামের পুত্র অম্মিনাদব। অম্মিনাদবের পুত্র নহশোন। ইনি যিহুদাকুলের বিখ্যাত পুরুষ।


হিষ্‌রোণের জ্যেষ্ঠপুত্র যিরহ্‌মিলের পাঁচটি পুত্র: জ্যেষ্ঠ পুত্র রাম, তারপর বুনাহ্, ওরন, ওৎসম ও অহিয়।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন