Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




১ বংশাবলি 2:4 - পবিএ বাইবেল CL Bible (BSI)

4 পুত্রবধূ তামরের গর্ভে যিহুদার আরও দুটি পুত্রের জন্ম হয়। তাদের নাম পেরস ও সেরহ্।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

4 পরে এহুদার পুত্রবধূ তামর তার ঔরসে পেরস ও সেরহকে প্রসব করলো; সবসুদ্ধ এহুদার পাঁচ পুত্র।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

4 যিহূদার পুত্রবধূ তামর যিহূদার ঔরসে পেরস ও সেরহকে জন্ম দিলেন। যিহূদার ছেলেদের সংখ্যা মোট পাঁচজন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

4 পরে যিহূদার পুত্রবধূ তামর তাঁহার ঔরসে পেরসকে ও সেরহকে প্রসব করিল; সর্ব্বশুদ্ধ যিহূদার পাঁচ পুত্র।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

4 যিহূদার পুত্রবধূ তামর ও যিহূদার মিলনের ফলে পেরস ও সেরহর জন্ম হয়। অর্থাৎ‌ সব মিলিয়ে যিহূদার সন্তান সংখ্যা ছিল পাঁচ।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

4 যিহূদার ছেলের স্ত্রী তামরের গর্ভে যিহূদার ঔরসে পেরস ও সেরহ দুই ছেলের জন্ম হয়েছিল। যিহূদার মোট পাঁচটি ছেলে ছিল।

অধ্যায় দেখুন কপি




১ বংশাবলি 2:4
14 ক্রস রেফারেন্স  

যিহুদার পুত্র পেরস ও সেরহ, তামরের গর্ভজাত, পেরসের পুত্র হিষরোণ, হিষরোণের পুত্র রাম;


নহশোন অম্মীনাদবের পুত্র, অম্মীনাদব অদমানের পুত্র, অদমান অর্ণির পুত্র, অর্ণি হিষ্‌রোণের পুত্র, হিষ্‌রোণ পেরসের পুত্র, পেরস যিহুদার পুত্র,


যিহুদার সন্তান সেরহের বংশধরদের মধ্যে অন্যতম মশেষাবেলের পুত্র পথাহিয় পারস্যের রাজদরবারে ইসরায়েলীদের প্রতিনিধিত্ব করতেন এবং প্রজাসংক্রান্ত সব বিষয়ে রাজার পরামর্শদাতা ছিলেন।


অপর পক্ষে যিহুদীয়া এবং বিন্যামীন উভয় স্থানের লোকেরা জেরুশালেমে বাস কর। উষিয়ের পুত্র অথায়, উষিয় সখরিয়ের পুত্র, সখরিয় অসরিয়ের পুত্র, অসরিয় শফটিয়ের পুত্র, শফটিয় মহলেলের পুত্র, মহলেল পেরসের সন্তানদের মধ্যে একজন।


যিহুদা গোষ্ঠীর ছয় শো নব্বইটি পরিবার জেরুশালেমে গিয়ে বসতি স্থাপন করেছিল। যিহুদার পুত্র পেরেসের বংশধরদের নেতা ছিলেন উথয়। ইনি অম্মিহুদের পুত্র ও অম্রির পৌত্র। ইমরি ও বানি ছিলেন তাঁর পূর্ব পুরুষ। যিহুদার পুত্র শেলার বংশধরদের নেতা ছিলেন অসায়। তিনিই ছিলেন গোষ্ঠীর প্রধান ব্যক্তি। যিহুদার অপর পুত্র সেরাহর বংশধরদের নেতা ছিলেন যুয়েল।


পেরস থেকে দাউদ পর্যন্ত বংশধারা এইরূপ-পেরস, হিষ্‌রোণ, রাম, অম্মীনাদব, নহশোন, সল্‌মোন, বোয়স, ওবেদ, যিশয়, দাউদ।


প্রভু পরমেশ্বর এই তরুণী নারীর মাধ্যমে যে সব সন্তান দেবেন তারা যেন যিহুদা এবং তামরের পুত্র পেরসের বংশের সন্তানদের মত হয়।


সেরাহ-র পরিবারভুক্ত সেরাহ গোষ্ঠী, শৌল-এর পরিবারভুক্ত শৌল গোষ্ঠী—


যিহুদা তখন তাঁর পুত্রবধূ তামরকে বললেন, যতদিন আমার পুত্র শেলা বড় না হয় ততদিন তুমি তোমার পিতৃগৃহে বৈধব্য পালন কর। যিহুদা ভেবেছিলেন তাঁর এই পুত্রটিও হয়তো তার ভাইদের মতই মারা যাবে। তামর তাই তার পিতৃগৃহে গিয়ে বাস করতে লাগল।


পেরসের দুটি পুত্র—হিষ্‌রোণ ও হামুল।


যিহুদার পুত্রদের তালিকা: পেরস, হিষ্‌রোণ, কর্মি, হুর ও শোবল।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন