Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




১ বংশাবলি 2:20 - পবিএ বাইবেল CL Bible (BSI)

20 হুর-এর পুত্রের নাম উরি এবং উরির পুত্র বৎসলেল।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

20 হূরের পুত্র ঊরি, ঊরির পুত্র বৎসলেল।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

20 হূর ঊরির বাবা ছিলেন, এবং ঊরি ছিলেন বৎসলেলের বাবা।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

20 হূরের পুত্র ঊরি, ঊরির পুত্র বৎসলেল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

20 হূরের পুত্রের নাম ঊরি আর পৌত্রের নাম বৎসলেল ছিল।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

20 হূরের ছেলে ঊরি ও ঊরির ছেলে বৎসলেল।

অধ্যায় দেখুন কপি




১ বংশাবলি 2:20
7 ক্রস রেফারেন্স  

দেখ, আমি যিহুদা গোষ্ঠীকে হুরের পৌত্র এবং উরির পুত্র বৎসলেলকে বিশেষ ভাবে মনোনীত করেছি।


হুরের পৌত্র এবং উরির পুত্র বৎসলেল যে ব্রোঞ্জের বেদীটি নির্মাণ করেছিলেন, সেটি গিবিয়োনে প্রভু পরমেশ্বরের সম্মিলন শিবিরের সামনে রাখা ছিল। রাজা শলোমন তাঁর সমস্ত প্রজাবৃন্দকে নিয়ে সেখানে উপাসনার জন্য উপস্থিত হলেন।


প্রভু পরমেশ্বর মোশিকে যে নির্দেশ দিয়েছিলেন সেই অনুযায়ী যিহুদা গোষ্ঠীর হুরের পৌত্র ও উরের পুত্র বৎসলেল সব কিছুই তৈরী করেছিলেন।


বৎসলেল শিটিম কাঠের একটি সিন্দুক তৈরী করলেন। এটি ছিল আড়াই হাত লম্বা, দেড় হাত চওড়া এবং দেড় হাত উঁচু।


অসুরার মৃত্যু হলে কালেব ইফ্রাৎকে বিবাহ করেন। তাঁদের একটি পুত্র জন্মে। তার নাম হুর।


পরবর্তীকালে হিষ্‌রোণ ষাট বৎসর বয়সে গিলিয়দের পিতা মাখিরের কনাকে বিবাহ করেন। তাঁর গর্ভে সগূবের জন্ম হয়।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন