Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




১ বংশাবলি 2:2 - পবিএ বাইবেল CL Bible (BSI)

2 দান, যোষেফ, বিন্যামীন, নপ্তালি, গাদ ও আশের।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

2 দান, ইউসুফ ও বিন্‌ইয়ামীন, নপ্তালি, গাদ ও আশের।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

2 দান, যোষেফ, বিন্যামীন, নপ্তালি, গাদ এবং আশের।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

2 যোষেফ ও বিন্যামীন, নপ্তালি, গাদ ও আশের।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

2 দান, যোষেফ, বিন্যামীন, নপ্তালি, গাদ ও আশের।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

2 দান, যোষেফ, বিন্যামীন, নপ্তালি, গাদ ও আশের।

অধ্যায় দেখুন কপি




১ বংশাবলি 2:2
8 ক্রস রেফারেন্স  

যাকোবের পুত্রসন্তানদের তালিকা: রূবেণ, শিমিয়োন, লেবী, যিহুদা, ইষাখর, সবুলুন,


যিহুদার মোট পাঁচটি পুত্র ছিল। যিহুদার কনানী স্ত্রী বাথশুয়া, এর, ওনন ও শেলার মাতা। যিহুদার জ্যেষ্ঠ পুত্র ছিল অত্যন্ত অসৎ। তাই প্রভু পরমেশ্বর তাকে সংহার করেন।


সেই অঞ্চলে ইসরায়েল যখন বাস করছিলেন, তখন রূবেণ তার পিতার উপপত্নী বিল্‌হার শয্যাসঙ্গী হল। ইসরায়েল এ কথা জানতে পারলেন।


গাদের পুত্র: সিফিয়েল, হাগ্‌গি, শুনি, এসবোন, এরি, আরোদি এবং আরেলি।


আশেরের পুত্র: ইম্‌না, ইশবাহ্, ইশবিহ্, বেরিয়াহ্ এবং তাদের বোন সেরাহ্। বেরিয়াহ্-এর পুত্র হেবের ও মেল্‌কিয়েল। এরা সিল্‌পার সন্তান সন্ততি। লাবণ তাঁর কন্যা লেয়াকে এই দাসীটি দিয়েছিলেন।


যাকোবের স্ত্রী রাহেলের পুত্র: যোষেফ ও বিন্যামীন। যোষেফের দুই পুত্র মনঃশি ও ইফ্রয়িম মিশরে জন্মগ্রহণ করেছিল। ওনের পুরোহিত পোটিফেরার কন্যা আসেনাৎ তাদের জননী।


দানের পুত্র: হুশিম। নপ্তালির পুত্র: যাহ্‌সেল, গুনি, যেসার ও শিল্লেম।


এরা বিল্‌হার সন্তান-সন্ততি।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন