Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




১ বংশাবলি 2:13 - পবিএ বাইবেল CL Bible (BSI)

13 যিশয়ের সাতটি পুত্র ছিল। তাঁদের নাম ইলিয়াব, অবিনাদব, শম্ম,

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

13 ইয়াসির জ্যেষ্ঠ পুত্র ইলীয়াব, দ্বিতীয় অবীদানব, তৃতীয়, শম্ম,

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

13 যিশয় তাঁর বড়ো ছেলে ইলীয়াবের বাবা ছিলেন; তাঁর দ্বিতীয় ছেলে অবীনাদব, তৃতীয়জন শম্ম,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

13 যিশয়ের জ্যেষ্ঠ পুত্র ইলীয়াব, দ্বিতীয় অবীনাদব, তৃতীয় শম্ম,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

13 যিশয়ের বড় ছেলের নাম ইলীয়াব, দ্বিতীয় পুত্রের নাম অবীদানব, তৃতীয় পুত্রের নাম শম্ম,

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

13 যিশয়ের বড় ছেলে হল ইলীয়াব, দ্বিতীয় অবীনাদব, তৃতীয় শম্ম,

অধ্যায় দেখুন কপি




১ বংশাবলি 2:13
10 ক্রস রেফারেন্স  

যিশয়ের পুত্রদের মধ্যে বড় তিনজন শৌলের সঙ্গে যুদ্ধে গিয়েছিল। এই তিনজনের মধ্যে বড়টির নাম ইলিয়াব, দ্বিতীয়ের নাম অবিনাদব এবং তৃতীয়ের নাম শাম্মা।


যে ইসরায়েলীদের গালাগালি করায় দাউদের ভাই শিমিয়ের পুত্র যোনাথন তাকে বধ করেন।


ঐ লোকগুলির সঙ্গে দাউদের যেসব কথাবার্তা হচ্ছিল সবই তার বড় ভাই ইলিয়াব শুনলেন। তিনি দাউদের উপর রেগে গিয়ে বললেন, তুই কেন এখানে এসেছিস? মাঠের মধ্যে ভেড়াগুলিকে কার কাছে রেখে এলি?


দাউদের পিতা যিশয় ছিলে যিহুদীয়া প্রদেশের বেথলেহেমের অধিবাসী। তিনি ইফ্রয়িম বংশের লোক। তাঁর ছিল আট পুত্র। শৌলের আমলে তিনি বৃদ্ধ হয়ে পড়েছিলেন। তাঁর সমকালীন লোকজনের মধ্যে তিনিই ছিলেন বয়সে সবচেয়ে প্রবীণ।


বোয়াসের পুত্র ওবেদ। ওবেদের পুত্র যিশয়।


তাঁরা অসাহেলের মৃতদেহ নিয়ে গিয়ে বেথলেহেমে তাঁর পিতার কবরে কবর দিলেন, তারপর তাঁরা রওনা হলেন। সারারাত হেঁটে সকালবেলায় হিব্রোণে পৌঁছালেন।


দাউদের ভাই শিমিয়র পুত্র যোনাদব ছিল অম্‌নোনের বন্ধু। দারুণ ধূর্ত সে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন