Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




১ বংশাবলি 19:4 - পবিএ বাইবেল CL Bible (BSI)

4 হানুন তখন দাউদের দূতদের ধরে তাদের এক গালের দাড়ি কামিয়ে, নিতম্ব পর্যন্ত পরণের কাপড় কেটে নিয়ে বিদায় দিলেন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

4 তখন হানূন দাউদের গোলামদেরকে ধরে তাদেরকে দাড়ি কামিয়ে দিলেন ও পোশাকের অর্ধেক অর্থাৎ নিতম্ব দেশ পর্যন্ত কেটে তাদেরকে বিদায় করলেন।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

4 অতএব হানূন দাউদের পাঠানো প্রতিনিধিদের ধরে তাদের চুল-দাড়ি কামিয়ে, নিতম্বদেশ পর্যন্ত তাদের জামাকাপড় কেটে দিয়ে তাদের ফেরত পাঠিয়ে দিলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

4 তখন হানূন দায়ূদের দাসগণকে ধরিয়া তাহাদিগকে ক্ষৌরি করাইয়া দিলেন, ও বস্ত্রের অর্দ্ধেক অর্থাৎ নিতম্ব দেশ পর্য্যন্ত কাটিয়া তাহাদিগকে বিদায় করিলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

4 হানূন তখন দায়ূদের কর্মচারীদের গ্রেপ্তার করে তাদের দাড়ি কেটে পরণের পোশাক ছিঁড়ে তাদের ফেরত পাঠিয়ে দিলেন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

4 হানূন তখন দায়ূদের লোকদের ধরে তাদের দাড়ি কামিয়ে দিলেন এবং লম্বা জামার অর্ধেকটা, অর্থাৎ কোমর পর্যন্ত কেটে দিয়ে তাদের বিদায় করে দিলেন।

অধ্যায় দেখুন কপি




১ বংশাবলি 19:4
14 ক্রস রেফারেন্স  

তিনি আবার তাদের কাছে অন্য একটি ভৃত্যকে পাঠালেন। একেও তারা খুব অপমান করল, মেরে মাথা ভেঙ্গে দিল।


তারা সকলে শোকে চুল-দাড়ি কেটে ফেলেছে, নিজেদের হাতে ক্ষত সৃষ্টি করেছে এবং চট পরেছে।


শেখেম, শীলোহ্‌ এবং শমরিয়া থেকে আশীজন লোক সেখানে এল। তারা দাড়ি কামিয়ে, তাদের পরণের কাপড় ছিঁড়ে, নিজেদের দেহ ক্ষত বিক্ষত করে মন্দিরে আসছিল শস্য-নৈবেদ্য ও ধূপ উৎসর্গ করার জন্য।


আসিরিয়ার সম্রাট এই দুই দেশ থেকে বন্দীদের বিবস্ত্র অবস্থায় নিয়ে যাবে। যুবা-বৃদ্ধ সকলকেই নগ্ন পদে বিবস্ত্র অবস্থায় পথ চলতে হবে, তাদের অনাবৃত নিতম্ব মিশরের লজ্জার কারণ হবে।


মোয়াবের মানুষ নবো ও মেদবার জন্য শোকে হাহাকার করছে। তারা মস্তক মুণ্ডন করেছে, দাড়ি ক্ষৌরি করেছে।


উপকারের প্রতিদানে ওরা করেছে আমার অপকার, আমি আজ পরিত্যক্ত, নিমজ্জিত হতাশায়।


কিন্তু তারা তাঁর সংবাদবাহক নবীদের উপহাস করত, তাঁদের কথা তুচ্ছ করে তাঁদের বিদ্রূপ করত। এইভাবে শেষ পর্যন্ত অবস্থা চরমে পৌঁছালে প্রভু পরমেশ্বরের প্রডণ্ড ক্রোধের হাত থেকে তাঁর প্রজাদের মুক্তির কোন পথ থাকল না।


তোমরা মাথার চারপাশের চুল কামাবে না বা দাড়ির অগ্রভাগ ছাঁটবে না।


আম্মোনী নেতারা হানুনকে গিয়ে বললেন, আপনি কি ভেবেছেন, দাউদ আপনার পিতার প্রতি সম্মান দেখাবার জন্য আপনাকে সমবেদনা জানাতে দূত পাঠিয়েছেন? মোটেই তা নয়। দাউদ আপনার কাছে লোক পাঠিয়েছেন আমাদের আক্রমণ করার জন্য রাজ্যের সমস্ত সুলুক-সন্ধান নিতে।


লজ্জায় তারা বাড়ী ফিরতে পারছিল না। দাউদ এ ঘটনার কথা শুনে লোক দিয়ে তাদের বলে পাঠালেন যে, তাদের দাড়ি না বাড়া পর্যন্ত যেন তারা যিরিহোতেই থাকে। তারপর ফিরে আসবে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন