১ বংশাবলি 18:7 - পবিএ বাইবেল CL Bible (BSI)7 হদ্দেষরের সেনাপতিদের সোনার ঢালগুলিও দাউদ নিয়ে নিলেন এবং জেরুশালেমে আনলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস7 আর দাউদ হদদেষরের গোলামদের সোনার ঢালগুলো খুলে জেরুশালেমে আনলেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ7 হদদেষরের কর্মকর্তারা সোনার যে ঢালগুলি বহন করত, দাউদ সেগুলি দখল করে জেরুশালেমে নিয়ে এলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)7 আর দায়ূদ হদরেষরের দাসদের স্বর্ণঢাল সকল খুলিয়া যিরূশালেমে আনিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল7 হদরেষরের সেনাবাহিনীর থেকে সোনার ঢালগুলি দায়ূদ জেরুশালেমে এনেছিলেন। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী7 হদরেষরের লোকদের সোনার ঢালগুলো দায়ূদ যিরূশালেমে নিয়ে আসলেন। অধ্যায় দেখুন |