Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




১ বংশাবলি 18:16 - পবিএ বাইবেল CL Bible (BSI)

16 অহীটুবের পুত্র সাদোক ও অবিয়াথারের পুত্র অহিমেলেক ছিলেন যাজক। সরায় ছিলেন রাজসভার প্রধান সচিব,

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

16 আর অহীটূবের পুত্র সাদোক ও অবিয়াথরের পুত্র আবিমালেক ইমাম ছিলেন এবং শব্‌শ লেখক ছিলেন।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

16 অহীটূবের ছেলে সাদোক ও অবিয়াথরের ছেলে অহীমেলক ছিলেন যাজক; শবশ ছিলেন সচিব;

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

16 আর অহীটূবের পুত্র সাদোক ও অবিয়াথরের পুত্র অবীমেলক যাজক ছিলেন; এবং শব্‌শ লেখক ছিলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

16 অহীটূবের পুত্র সাদোক আর অবিয়াথরের পুত্র অবীমেলক যাজক ছিলেন। শব্শ ছিলেন লেখক।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

16 অহীটূবের ছেলে সাদোক ও অবিয়াথরের ছেলে অবীমেলক ছিলেন যাজক আর শব্‌শ ছিলেন রাজার লেখক।

অধ্যায় দেখুন কপি




১ বংশাবলি 18:16
9 ক্রস রেফারেন্স  

অহীটুবের পুত্র সাদোক ও অবিয়াথারের পুত্র অহিমেলক যাজক এবং সরায় ছিলেন রাজসভা প্রধান সচিব।


শেবা ছিলেন রাজ সভার সচিব, সাদোক ও অবিয়াথর ছিলেন পুরোহিত


পুরোহিত সাদোকের পুত্র অসরিয় ছিলেন পঞ্জিকা নির্মাতা। শিসার পুত্র ইলিহোরফ ও অহিয় ছিলেন তাঁর সচিব। অহিলুদের পুত্র যিহোশাফট ছিলেন নথিপত্রের রক্ষক।


ইলিয়াসর ও ইথামরের বংশধরেরা লটারি করে নিজেদের পালা নির্ধারণ করেছিলেন, তারপর লেবীয় বংশের নথনেলের পুত্র লিপিকার শময়িয় তাদের নাম তালিকাভুক্ত করেন। রাজা, অমাত্যবৃন্দ, পুরোহিত সাদোক ও অবিয়াথরের পুত্র অহিমেলক এবং পুরোহিত ও লেবীয়দের নেতৃস্থানীয় ব্যক্তিরা এর সাক্ষী ছিলেন।


রাজা যোয়াবের বদলে যিহোয়াদার পুত্র বনায়কে সেনাপতি এবং অবিয়াথারের বদলে সাদোককে পুরোহিত নিযুক্ত করলেন।


সরূয়ার পুত্র যোয়াব ছিলেন প্রধান সেনাপতি। অহীলুদের পুত্র যিহোশাফট ছিলেন তথ্য বিভাগের অধিকর্তা এবং


যিহোয়াদার পুত্র বনায় ছিলেন দাউদের দেহরক্ষীদলের অধ্যক্ষ এবং দাউদের পুত্রেরা ছিলেন তাঁর পারিষদ।


কিন্তু অহিটুবের পুত্র অহিমেলকের পুত্রদের মধ্যে একজন কোনক্রমে রক্ষা পেয়ে দাউদের কাছে পালিয়ে গেল।


দাউদ হারোণ বংশীয় পুরোহিতদের কাজের ভিত্তিতে কয়েকটি দলে ভাগ করে দেন। এই কাজে ইলিয়াসরের বংশধর সাদোক এবং ইথামরের বংশধর অহিমেলক তাঁকে সাহায্য করেছিলেন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন