Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




১ বংশাবলি 16:8 - পবিএ বাইবেল CL Bible (BSI)

8 কৃতজ্ঞতা নিবেদন কর প্রভু পরমেশ্বরের কাছে,জপ কর তাঁর মহানাম, প্রচার কর মানুষের কাছে তাঁর মহান কীর্তির কথা।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

8 মাবুদের প্রশংসা-গজল কর, তাঁর নামে ডাক, জাতিদের মধ্যে তাঁর সমস্ত কাজের কথা জানাও।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

8 সদাপ্রভুর প্রশংসা করো, তাঁর নাম ঘোষণা করো; জাতিদের জানাও তিনি কী করেছেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

8 সদাপ্রভুর স্তব কর, তাঁহার নামে ডাক, জাতিগণের মধ্যে তাঁহার ক্রিয়া সকল জানাও।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

8 প্রভুর প্রশংসা কর আর তাঁর নাম নাও। তিনি যে সমস্ত মহান কাজ করেছেন সবাইকে সে কথা বলো।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

8 “সদাপ্রভুকে ধন্যবাদ দাও, তাঁর গুণের কথা ঘোষণা কর; তাঁর কাজের কথা অন্যান্য জাতিদের জানাও।

অধ্যায় দেখুন কপি




১ বংশাবলি 16:8
13 ক্রস রেফারেন্স  

সেইদিন প্রজাবৃন্দ গাইবে: কৃতজ্ঞতা নিবেদন কর প্রভুর চরণে! সাহায্য চাও তাঁর, ডাক তাঁকে! ঘোষণা কর জাতিবৃন্দের কাছে তাঁর মহান কীর্তির কথা! জানাও তাদের—কত মহান তিনি!


এখন হে আমাদের আরাধ্য প্রভু পরমেশ্বর, সেনাখেরিবের হাত থেকে আমাদের উদ্ধার কর যেন জগতের সমস্ত জাতি জানতে পারে যে, একমাত্র তুমিই প্রভু, তুমিই পরমেশ্বর।


করিন্থ নগরের ঈশ্বরের মণ্ডলী এবং খ্রীষ্ট যীশুর নামে পবিত্রীকৃত আহূত ভক্তবৃন্দ, যারা খ্রীষ্ট যীশুর মাধ্যমে ঈশ্বরের সঙ্গে যুক্ত এবং সর্বস্থানে যারা আমাদেরই মত প্রভু যীশু খ্রীষ্টের উপাসক, তাদের সকলের কাছে আমাদের এই নিবেদন।


ইষ্রাকৃতজ্ঞতা নিবেদন কর পরমেশ্বরের চরণে কারণ তিনি মঙ্গলময়, চিরস্থায়ী তাঁর অবিচল প্রেম।


আর এখানে যারা আপনার উপাসনা করে, তাদের গ্রেপ্তার করে নিয়ে যাবার জন্য পুরোহিত নেতৃবর্গের কাছ থেকে পরোয়ানা সে পেয়েছে।


তুমি তারও প্রার্থনা শুনো। স্বর্গে, যেখানে তোমার বাস, সেখান থেকে তার প্রার্থনা পূরণ করো। তাহলে সারা বিশ্ববাসী জানবে তোমার কথা, তোমার প্রজা ইসরায়েলীদের মতই মান্য করবে তোমায়। তারা জানবে যে আমার নির্মিত এই মন্দির তোমারই আরাধনার স্থান।


প্রভু পরমেশ্বরের স্তবগান কর মঙ্গলময় তিনি, তাঁর অবিচল প্রেম অনন্তকাল স্থায়ী।


কিন্তু এবার তুমি এই সমস্ত স্থানে আবার শুনবে বিবাহ-উৎসবের আনন্দ ও উল্লাসধ্বনি। আমার মন্দিরে তারা আবার আমার কাছে আনবে কৃতজ্ঞতার উপহার। তুমি শুনতে পাবে তাদের সঙ্গীতধ্বনি। তারা বলবে: সর্বাধিপতি প্রভুর চরণে নিবেদন কর কৃতজ্ঞতা, তিনি মঙ্গলময়, তাঁর প্রেম অনন্তকাল স্থায়ী। এ দেশকে আমি আগের মতই সুসমৃদ্ধ ও ঐশ্বর্যশালী করে তুলব। আমি প্রভু পরমেশ্বর এই কথা বললাম।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন