Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




১ বংশাবলি 16:7 - পবিএ বাইবেল CL Bible (BSI)

7 দাউদই প্রথম প্রভু পরমেশ্বরের উদ্দেশ্যে স্তবস্তূতি নিবেদন করার জন্য আসফ ও তাঁর সঙ্গী লেবীয়দের নিযুক্ত করেছিলেন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

7 আর সেদিন দাউদ মাবুদের উদ্দেশে প্রশংসা-গজল করার ভার আসফের ও তাঁর ভাইদের হাতে প্রথমে অর্পণ করলেন।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

7 সেদিন দাউদ এইভাবে সদাপ্রভুর উদ্দেশে প্রশংসা জানানোর জন্য প্রথমেই আসফ ও তাঁর সঙ্গীসাথীদের নিযুক্ত করলেন:

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

7 আর সেই দিন দায়ূদ সদাপ্রভুর উদ্দেশে স্তবগান করিবার ভার আসফের ও তাঁহার ভ্রাতাদের হস্তে প্রথমে সমর্পণ করিলেন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

7 সেই দিন দায়ূদ প্রথমে সদাপ্রভুর উদ্দেশ্যে ধন্যবাদের এই গান গাইবার ভার আসফ ও তাঁর ভাইদের উপর দিলেন:

অধ্যায় দেখুন কপি




১ বংশাবলি 16:7
7 ক্রস রেফারেন্স  

1 যেদিন প্রভু পরমেশ্বর শৌল ও অন্যান্য শত্রুদের হাত থেকে দাউদকে উদ্ধার করেছিলেন, সেদিন তিনি প্রভু পরমেশ্বরের উদ্দেশে এই স্তব নিবেদন


হে প্রভু পরমেশ্বর তুমিই আমার শক্তির আধার, তোমাকেই আমি ভালবাসি।


হে প্রভু পরমেশ্বর উদ্ধার কর আমাদের নিশ্চিহ্ন তোমার সকল ভক্ত, মানব সমাজ থেকে সততা অন্তর্হিত।


লেবীয়দের নেতা হশবিয়, শেরেবিয়, কদমীয়েলের পুত্র যেশূয়ের পরিচালনায় লেবীয়রা দুইদলে বিভক্ত হয় ঈশ্বরভক্ত দাউদের নির্দেশ অনুসারে উত্তর প্রত্যুত্তরে প্রশংসা ও ধন্যবাদ জ্ঞাপনের সময় পরস্পর বিপরীত দিকে দাঁড়াতেন।


রাজা এবং ইসরায়েলীদের নেতৃবৃন্দ রাজা দাউদ ও প্রবক্তা নবী আসফের লেখা প্রংশসা গীতি ও স্তবগান লেবীয়দের গাইতে বললেন। তখন সকলে মহানন্দে প্রশংসাগীতি গাইতে লাগল এবং নতজানু হয়ে ঈশ্বরের কাছে প্রণাম নিবেদন করল।


পুরোহিত বনায় ও যহষিয়েল চুক্তি সিন্দুকের সামনে নিয়মিত তুরী বাজাতেন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন