| ১ বংশাবলি 16:16 - পবিএ বাইবেল CL Bible (BSI)16 যে চুক্তি তিনি করেছিলেন অব্রাহামের সাথে, ইস্হাককে দিয়েছিলেন যে প্রতিশ্রুতি,অধ্যায় দেখুন আরো সংস্করণকিতাবুল মোকাদ্দস16 সেই নিয়ম তিনি ইব্রাহিমের সঙ্গে করলেন, সেই শপথ ইস্হাকের কাছে করলেন;অধ্যায় দেখুন বাংলা সমকালীন সংস্করণ16 যে নিয়ম তিনি অব্রাহামের সাথে স্থাপন করলেন, যে শপথ তিনি ইস্হাকের কাছে করলেন।অধ্যায় দেখুন পবিত্র বাইবেল O.V. (BSI)16 সেই নিয়ম তিনি অব্রাহামের সহিত করিলেন, সেই শপথ ইস্হাকের কাছে করিলেন;অধ্যায় দেখুন পবিত্র বাইবেল16 অব্রাহামের সঙ্গে তাঁর যে চুক্তি হয়েছিল সেটি এবং ইস্হাককে করা তাঁর প্রতিশ্রুতি মনে রেখো।অধ্যায় দেখুন ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী16 সেই নিয়ম তিনি অব্রাহামের জন্য স্থাপন করেছিলেন আর ইস্হাকের কাছে শপথ করেছিলেন।অধ্যায় দেখুন |