| ১ বংশাবলি 16:12 - পবিএ বাইবেল CL Bible (BSI)12-13 হে প্রভুর সেবক অব্রাহামের বংশ। প্রভুর মনোনীত যাকোবের বংশ। স্মরণ কর তাঁর কীর্তিরাজি,তাঁর অলৌকিক কার্যাবলী, স্মরণ কর তাঁর বিচারের বাণী।অধ্যায় দেখুন আরো সংস্করণকিতাবুল মোকাদ্দস12 স্মরণ কর তাঁর কৃত অলৌকিক সমস্ত কাজ, তাঁর অদ্ভুত লক্ষণ ও তাঁর মুখের সমস্ত শাসন;অধ্যায় দেখুন বাংলা সমকালীন সংস্করণ12 মনে রেখো তাঁর করা আশ্চর্য কাজগুলি, তাঁর অলৌকিক কার্যাবলি ও তাঁর ঘোষণা করা শাস্তি,অধ্যায় দেখুন পবিত্র বাইবেল O.V. (BSI)12 স্মরণ কর তাঁহার কৃত আশ্চর্য্য কর্ম্ম সকল, তাঁহার অদ্ভুত লক্ষণ ও তাঁহার মুখের শাসন সকল;অধ্যায় দেখুন পবিত্র বাইবেল12 তিনি যে সব অলৌকিক কাজ করেছেন সেই সব মনে রেখো। মনে রেখো তাঁর সমস্ত সিদ্ধান্ত আর তাঁর দ্বারা কৃত চমৎকার!অধ্যায় দেখুন ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী12 তাঁর আশ্চর্য্য কাজগুলোর কথা মনে রেখো; তাঁর আশ্চর্য্য কাজ ও মুখনির্গত আদেশ সব।অধ্যায় দেখুন |