Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




১ বংশাবলি 14:3 - পবিএ বাইবেল CL Bible (BSI)

3 হিব্রোণ থেকে জেরুশালেমে আসার পর দাউদ আরও অনেক পত্নী ও উপপত্নী গ্রহণ করেছিলেন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

3 আর দাউদ জেরুশালেমে আরও কয়েকজন স্ত্রী গ্রহণ করলেন এবং দাউদ আরও পুত্রকন্যার জন্ম দিলেন।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

3 জেরুশালেমে গিয়ে দাউদ আরও কয়েকজন মহিলাকে বিয়ে করলেন ও আরও অনেক ছেলেমেয়ের বাবা হলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

3 আর দায়ূদ যিরূশালেমে আরও কতকগুলি স্ত্রী গ্রহণ করিলেন; এবং দায়ূদ আরও পুত্রকন্যার জন্ম দিলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

3 দায়ূদ জেরুশালেম শহরে অনেককে বিয়ে করেন এবং তাঁর বহু পুত্রকন্যা হয়।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

3 দায়ূদ যিরূশালেমে আরও স্ত্রী গ্রহণ করলেন এবং তাঁর আরও ছেলেমেয়ের জন্ম হল।

অধ্যায় দেখুন কপি




১ বংশাবলি 14:3
13 ক্রস রেফারেন্স  

যীশু বললেন, তোমাদের হৃদয় কঠিন বলেই মোশি তোমাদের স্ত্রী ত্যাগ করার অনুমতি দিয়েছিলেন। কিন্তু প্রথমে এ রকম ছিল না।


তোমরা জানতে চাও, কেন তিনি গ্রাহ্য করেন না? কারণ যৌবনে যাকে তুমি বিবাহ করেছিলে সে তোমার সঙ্গিনী ও বিধান সম্মত পত্নী। প্রভু পরমেশ্বর তার সাক্ষী। তা সত্ত্বেও তোমরা বিবাহের সেই প্রতিশ্রুতি ভঙ্গ করেছ।


ঈশ্বরের দেওয়া এই পার্থিব জীবনের রহস্য বুঝতে না পারলেও, তুমি প্রিয়জনকে নিয়ে আনন্দে কাল কাটাও। কারণ জীবনের যত দুঃখকষ্ট ও পরিশ্রমের মাঝে এইটুকুই তোমার প্রাপ্য।


শলোমন সাতশো রাজকন্যাকে বিবাহ করেছিলেন এবং তিনশো জন উপপত্নী রেখেছিলেন। তারাই তাঁকে ঈশ্বরের কাছ থেকে বিপথে নিয়ে গিয়েছিল।


হিব্রোণ থেকে জেরুশালেমে আসার পর দাউদ আরও অনেক পত্নী ও উপপত্নী গ্রহণ করেছিলেন এবং আরও অনেক পুত্র-কন্যা লাভ করেছিলেন।


রাজা বহুপত্নী গ্রহণ করবে না, অন্যথায় তার চিত্ত বিপথগামী হবে। সে নিজের জন্য অধিক পরিমাণে রূপো কিম্বা সোনা সংগ্রহ করবে না।


দাউদ বুঝলেন, প্রভু পরমেশ্বর তাঁকে ইসরায়েলের রাজা হিসাবে প্রতিষ্ঠিত করছেন এবং তাঁর প্রজা ইসরায়েলীদের জন্য তাঁর রাজ্যের শ্রীবৃদ্ধি করেছেন।


জেরুশালেমে তাঁর যে সব পুত্রের জন্ম হয়েছিল,তাদের নাম: শাম্মুয়, শোবব, নাথন, শলোমন,


তিনি আমাকে বহু পুত্র দান করেছেন এবং তাদের মধ্যে থেকে তিনি তাঁর রাজ্য ইসরায়েলের শাসন পরিচালনা করার জন্য শলোমনকে মনোনীত করেছেন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন