১ বংশাবলি 13:4 - পবিএ বাইবেল CL Bible (BSI)4 সকলেই এই প্রস্তাবে সানন্দে সম্মতি দিল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস4 তখন সমস্ত সমাজ বললো, আমরা তা করবো; কেননা সব লোকের দৃষ্টিতে এই কথা ন্যায্য মনে হল। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ4 সমগ্র জনসমাবেশ এতে একমত হল, কারণ সব লোকজনের কাছে একথাটি ঠিক বলে মনে হল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)4 তখন সমস্ত সমাজ কহিল, আমরা তাহা করিব; কেননা সকল লোকের দৃষ্টিতে এই কথা নায্য বোধ হইল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল4 দায়ূদের সঙ্গে ইস্রায়েলের সমস্ত লোকরা এক মত হল এবং তারা সকলে ভাবল এটিই তাদের করা উচিৎ। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী4 তখন গোটা সমাজ তা করতে রাজি হল, কারণ সব লোকের কাছে সেটাই উচিত বলে মনে হল। অধ্যায় দেখুন |