Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




১ বংশাবলি 13:13 - পবিএ বাইবেল CL Bible (BSI)

13 দাউদ তাই চুক্তি সিন্দুকটি নিয়ে গেলেন না। তার পরিবর্তে গাৎ নিবাসী ওবেদ ইদোমের বাড়িতে সেটি রেখে দিলেন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

13 তাই দাউদ সেই সিন্দুক দাউদ-নগরে নিজের কাছে না এনে পথের পাশে অবস্থিত গাতীয় ওবেদ-ইদোমের বাড়িতে নিয়ে রাখলেন।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

13 নিয়ম-সিন্দুকটিকে তিনি দাউদ-নগরে, নিজের কাছে নিয়ে আসেননি। তার পরিবর্তে তিনি সেটি গাতীয় ওবেদ-ইদোমের বাড়িতে এনে রেখেছিলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

13 তাই দায়ূদ সেই সিন্দুক দায়ূদ-নগরে আপনার নিকটে না আনিয়া [পথের] পার্শ্বস্থ গাতীয় ওবেদ-ইদোমের বাটীতে লইয়া রাখিলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

13 তাই দায়ূদ সাক্ষ্যসিন্দুকটি দায়ূদ নগরে নিজের কাছে না এনে গাতের ওবেদ-ইদোমের বাড়িতে রেখে এলেন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

13 সিন্দুকটি তিনি দায়ূদ শহরে নিজের কাছে নিয়ে গেলেন না, তিনি সেটি নিয়ে গাতীয় ওবেদ ইদোমের বাড়িতে রাখলেন।

অধ্যায় দেখুন কপি




১ বংশাবলি 13:13
9 ক্রস রেফারেন্স  

ওবেদ-ইদোমও এদের সঙ্গে ছিলেন। তাঁর সাতটি পুত্র। বয়ঃক্রম অনুযায়ী তাদের নাম: শিমেয়াহ্, যিহোষাবদ, যোআহ্, সাখর, নথনেল,


এই কাজের জন্য ওবেদ-ইদোমের পরিবার থেকেই এসেছিলেন উচ্চ প্রতিভাসম্পন্ন সর্বমোট বাষট্টি জন ব্যক্তি।


আসফ ছিলেন তাঁদের নেতা এবং তাঁর সহকারীরূপে সখরিয়, যিইয়েল, শমিরামোথ, যিহিয়েল, মত্তিথিয়, ইলিয়াব, বনায়, ওবেদ-ইদোম ও যিইয়েলকে নিযুক্ত করা হল বীণাবাদকরূপে। আসফ বাজাতেন করতাল।


এখানকার আদি অধিবাসীর গিত্তয়িমে পালিয়ে গিয়েছিলেন এবং সেই থেকে এখনও সেখানেই আছেন।)


তখন প্রভু পরমেশ্বর সম্পর্কে দাউদের মনে ভয় জাগল। তিনি ভাবতে লাগলেন,এবার আমি কি করে ঈশ্বরের চুক্তি সিন্দুক সঙ্গে নিয়ে যাব?


ইসরায়েলী নেতৃবৃন্দ ও সেনানায়কদের নিয়ে দাউদ মহাধুমধাম ও আনন্দ উৎসব করতে করতে প্রভু পরমেশ্বরের চুক্তি সিন্দুক আনতে ওবেদ-ইদোমের বাড়ীতে গেলেন।


ইসরায়েলীদের মধ্যে সবচেয়ে সেরা সৈন্যদের দাউদ এক জায়গায় জড়ো করলেন। সংখ্যায় তারা তিরিশ হাজার।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন