Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




১ বংশাবলি 13:10 - পবিএ বাইবেল CL Bible (BSI)

10 পরমেশ্বরের সিন্দুক স্পর্শ করার অপরাধে উজ্‌জাহ্-র উপরে পরমেশ্বরের ক্রোধ জ্বলে উঠল। ঈশ্বর তাকে আঘাত করলেন। সে সঙ্গে সঙ্গে সেখানেই পড়ে মারা গেল।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

10 তখন উষের প্রতি মাবুদের ক্রোধ প্রজ্বলিত হল ও সিন্দুকের প্রতি তার হাত বাড়ানোর দরুন তিনি তাকে আঘাত করলেন; তাতে সে সেই স্থানে আল্লাহ্‌র সম্মুখে মৃত্যুবরণ করলো।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

10 উষের বিরুদ্ধে সদাপ্রভু ক্রোধে জ্বলে উঠেছিলেন, এবং তিনি তাকে মেরে ফেলেছিলেন, যেহেতু সে সেই নিয়ম-সিন্দুকে হাত দিয়েছিল। অতএব সে সদাপ্রভুর সামনে মারা গেল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

10 তখন উষের প্রতি সদাপ্রভুর ক্রোধ প্রজ্বলিত হইল ও সিন্দুকের প্রতি তাহার হস্ত বিস্তার করণ প্রযুক্ত তিনি তাহাকে আঘাত করিলেন; তাহাতে সে তথায় ঈশ্বরের সম্মুখে মরিল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

10 কিন্তু ঐ সিন্দুক স্পর্শ করার অপরাধে ক্রুদ্ধ প্রভু ঘটনাস্থলেই উষের প্রাণ নিলেন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

10 এতে উষের উপর সদাপ্রভু ক্রোধে জ্বলে উঠলেন। সিন্দুকে হাত দেওয়ার দরুন তিনি তাকে আঘাত করলেন। এতে সে ঈশ্বরের সামনেই সেখানে মারা গেল।

অধ্যায় দেখুন কপি




১ বংশাবলি 13:10
10 ক্রস রেফারেন্স  

মোশির মাধ্যমে প্রভু পরমেশ্বর যেমন নির্দেশ দিয়েছিলেন, সেইমত লেবীয়রা দণ্ডের উপর চুক্তি সিন্দুকটি রেখে কাঁধে করে বয়ে নিয়ে এলেন।


প্রথমবারে তোমরা ছিলে না বলে সেটি তোমরা বয়ে আনতে পার নি এবং যথাবিহিতভাবে তাঁর উপাসনা করা হয় নি বলে আমাদের প্রভু পরমেশ্বর আমাদের দণ্ড দিয়েছিলেন।


এইভাবে শিবির তুলে যাত্রা করার সময় হারোণ ও তার পুত্রেরা পবিত্র স্থান এবং সেখানকার সাজসরঞ্জাম আসবাবপত্রাদি ঢেকে দেওয়ার পর গোষ্ঠীর লোকেরা সেগুলি বয়ে নিয়ে যাওয়ার জন্য যাবে। কিন্তু তারা কোন পবিত্র বস্তু স্পর্শ করবে না, তাহলে তাদের মৃত্যু হবে। সম্মিলন শিবিরের উক্ত দ্রব্যগুলি বয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব কোহাৎ গোষ্ঠীর উপরে থাকবে।


পরে প্রভু পরমেশ্বর বেৎ-শেমেশের অধিবাসীদের মধ্যে কিছু লোককে আঘাত করলেন, কারণ তারা প্রভু পরমেশ্বরের চুক্তি সিন্দুকটির ভিতরে দৃষ্টিপাত করেছিল। তারা সংখ্যায় ছিল সত্তর জন। ফলে সমস্ত লোক শোকে অভিভূত হল কারণ প্রভু পরমেশ্বরের প্রচণ্ড আঘাতে তাদের সংহার করেছিলেন।


যিহোশূয় যাজকদের ডেকে বললেন, প্রভু পরমেশ্বরের চুক্তি সিন্দুকটি তোমরা তুলে নাও আর সাতজন যাজক সাতটি তূরী নিয়ে প্রভুর চুক্তি সিন্দুকের আগে আগে চল।


এরপর প্রভু পরমেশ্বরের কাছ থেকে অগ্নিশিখা নির্গত হয়ে সেই দুশো পঞ্চাশ জন লোক, যারা ধূপ উৎসর্গ করেছিল, তাদের সকলকে গ্রাস করল।


এইভাবে প্রভু পরমেশ্বর ক্রুদ্ধ হয়ে উজ্‌জাহ্‌কে শাস্তি দিলেন বলে দাউদ খুব অসন্তুষ্ট হলেন। সেই থেকে আজও জায়গাটির নাম রয়েছে পেরেস উজ্‌জাহ্ [উজ্‌জার দণ্ড]।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন