Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




১ বংশাবলি 12:9 - পবিএ বাইবেল CL Bible (BSI)

9-13 এঁদের পদমর্যাদা ছিল যথাক্রমে নিম্নরূপ: এষর, ওবদিয়, ইলিয়াব, মিশমন্না, যিরমিয়, অত্তয়, ইলিয়েল, যোহানন, ইলসাবাদ, যিরমিয়ও মকবন্নয়।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

9 প্রধান এষর, দ্বিতীয় ওবদিয়, তৃতীয় ইলীয়াব,

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

9 পদমর্যাদায় প্রধান ছিলেন এষর, ক্রমানুসারে দ্বিতীয় ছিলেন ওবদিয়, তৃতীয় ইলীয়াব,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

9 প্রধান এষর, দ্বিতীয় ওবদিয়,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

9 গাদ পরিবারগোষ্ঠীর এই দলের নেতা ছিলেন এষর; দ্বিতীয় ওবদিয় এবং তৃতীয় ইলীয়াব।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

9 সেখানে এষর তাদের নেতা ছিলেন, দ্বিতীয় ওবদিয়, তৃতীয় ইলীয়াব,

অধ্যায় দেখুন কপি




১ বংশাবলি 12:9
5 ক্রস রেফারেন্স  

দাউদ যখন মরুপ্রান্তরে দুর্গে বাস করছিলেন, তখন গাদ বংশের নিম্নলিখিত যোদ্ধারা দাউদের সৈন্যদলে যোগ দেন। এঁরা নিপুণ যোদ্ধা ছিলেন। ঢাল ও বর্শা ছিল এঁদের প্রধান অস্ত্র। এঁরা ছিলেন সিংহের মত ভীষণ দর্শন ও পাহাড়ী হরিণের মত ক্ষিপ্রগতি।


গাদ আক্রান্ত হবে দস্যুদের দ্বারা, কিন্তু সেও তাদের আক্রমণ করবে পিছন থেকে।


গাদ সম্পর্কে তিনি বললেনঃ গাদ তার বিস্তীর্ণ এলাকায় হোক আশীর্বাদযুক্ত, সিংহের মত ওৎ পেতে থাকে গাদ সে বিদীর্ণ করে বাহু ও শির,


সেখানে সরুয়ার তিন পুত্র ছিলেনঃ যোয়াব, অবিশয়, আর অসাহেল। অসাহেল বুনো হরিণের মত দারুণ জোরে দৌড়াতে পারতেন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন