১ বংশাবলি 12:2 - পবিএ বাইবেল CL Bible (BSI)2 এঁরা ছিলেন তীরন্দাজ এবং সকলেই ডান-বাঁ-দুহাতেই ফিঙ্গে ছুঁড়তে পারতেন। এঁরা সকলেই ছিলেন শৌলের জ্ঞাতি বিন্যামীন বংশের লোক। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস2 তারা তীরন্দাজ এবং ডান ও বাম উভয় হাত দিয়ে ফিঙ্গার পাথর ও তীর নিক্ষেপে নিপুণ ছিল; তারা তালুতের জ্ঞাতি বিন্ইয়ামীনীয় লোক ছিল। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ2 তারা ধনুকে সুসজ্জিত ছিলেন এবং কি ডান হাতে কি বাঁ, দুই হাতেই তারা তির ছুঁড়তে বা গুলতির সাহায্যে পাথর ছুঁড়তে পারতেন; তারা বিন্যামীন বংশীয় শৌলের আত্মীয়স্বজন ছিলেন): অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)2 তাঁহারা ধনুর্দ্ধর এবং দক্ষিণ ও বাম উভয় হস্ত দ্বারা ফিঙ্গার প্রস্তর ও ধনুর্ব্বাণ ক্ষেপণে নিপুণ ছিলেন; তাঁহারা শৌলের জ্ঞাতি বিন্যামীনীয় লোক ছিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল2 এরা যে কোন হাতেই তীর ছুঁড়তে পারতো, দু’হাতে গুলতিও চালাতে পারতো। এরা সকলেই বিন্যামীনের পরিবারগোষ্ঠীর সদস্য এবং শৌলের আত্মীয় ছিল। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী2 এরা তীরন্দাজ ছিল এবং বাঁ হাতে ও ডান হাতে তীর মারতে ও ফিংগা দিয়ে পাথর ছুঁড়তে পারত। এরা ছিল বিন্যামীন গোষ্ঠীর শৌলের বংশের লোক। অধ্যায় দেখুন |
গিবিয়া নিবাসী শেমার পুত্র অহিয়েষর ও যোয়াশ ছিলেন এঁদের নেতা। অন্যান্যদের নাম যথাক্রমে: অস্মাবৎ-এর পুত্র যিষিয়েল ও পেলট। অনামোৎ নিবাসী বরাখা ও যেহু। গিবিয়োনের যিস্ময়িয়। ইনি বিখ্যাত যোদ্ধাএবং ত্রিশজন বীরের অন্যতম ছিলেন। গদেরার যিরমিয়, যহষিয়েল, যোহানন ও যোষাবদ। হরূফের ইলিয়ুষয়, যিরিমোৎ, বালিয়া, শমরিয়া ও শফটিয়। কোরহ্ গোষ্ঠীর ইল্কানা, যিশিয়, অষবেল, যোয়েষর ও যাশোবিয়াম। গদর নিবাসী যিরোহমের পুত্র যোয়েলা ও সবদিয়।