Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




১ বংশাবলি 11:10 - পবিএ বাইবেল CL Bible (BSI)

10 দাউদের বিখ্যাত সেনানীদের নামের তালিকা: এঁরা ইসরায়েলীদের সকলের সহায়তায় দাউদকে রাজপদে অভিষিক্ত করেছিলেন এবং তাঁর রাজ্যকে শক্তিশালী করে তুলেছিলেন। ইসরায়েলীদের সম্পর্কে পরমেশ্বরের প্রতিশ্রুতি এইভাবে সফল হয়।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

10 দাউদের বীরদের মধ্যে এই এই ব্যক্তি প্রধান; ইসরাইলের সম্বন্ধে মাবুদের কালাম অনুসারে দাউদকে বাদশাহ্‌ করার জন্য এঁরা সমস্ত ইসরাইলের সঙ্গে তাঁর রাজত্বে তাঁর প্রবল সহকারী হলেন।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

10 এরাই দাউদের বলবান যোদ্ধাদের মধ্যে প্রধান ছিলেন—তারা ইস্রায়েলের সব মানুষজনকে সাথে নিয়ে সদাপ্রভুর করা প্রতিজ্ঞানুসারে গোটা দেশের উপর তাঁর রাজপদ সুস্থির করার জন্য সাহায্যের মজবুত হাত বাড়িয়ে দিলেন—

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

10 দায়ূদের বীরগণের মধ্যে এই এই ব্যক্তি প্রধান; ইস্রায়েলের সম্বন্ধে সদাপ্রভুর বাক্যানুসারে দায়ূদকে রাজা করণার্থে ইহাঁরা সমস্ত ইস্রায়েলের সহিত তাঁহার রাজত্বে তাঁহার প্রবল সহকারী হইলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

10 ইস্রায়েলে দায়ূদের শাসন কালে তিনজন নেতা ক্ষমতা ও খ্যাতির শিখর স্পর্শ করেছিলেন। এঁরা দায়ূদের বিশিষ্ট সেনাবাহিনীর ওপর কর্তৃত্ব করতেন এবং ইস্রায়েলের সমস্ত লোকদের সঙ্গে একত্রিতভাবে ঈশ্বরের প্রতিশ্রুতি অনুযায়ী দায়ূদের রাজ্যকে সহায়তা করতেন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

10 সদাপ্রভুর প্রতিজ্ঞা অনুসারে দায়ূদ যাতে গোটা দেশটার উপর তাঁর অধিকার স্থাপন করতে পারেন সেইজন্য তাঁর শক্তিশালী লোকদের মধ্যে যাঁরা প্রধান ছিলেন তারা সমস্ত ইস্রায়েলীয়দের সঙ্গে মিলে তাঁর পক্ষ নিয়ে তাঁর রাজকীয় ক্ষমতাকে বাড়িয়ে তুললেন।

অধ্যায় দেখুন কপি




১ বংশাবলি 11:10
13 ক্রস রেফারেন্স  

তাই ইসরায়েলের নেতৃবৃন্দ রাজা দাউদের কাছে এসেছেন। তখন দাউদ ঈশ্বরের নামে তাদের সঙ্গে একটি চুক্তি করলেন। তাঁরা দাউদকে ইসরায়েলের রাজপদে অভিষিক্ত করলেন। শমুয়েলের মাধ্যমে ঈশ্বরের প্রতিশ্রুতি এইভাবে সফল হল।


যুদ্ধের জন্য প্রস্তুত এই সৈনিকেরা দাউদকে ইসরায়েলীদের রাজপদে প্রতিষ্ঠিত করার দৃঢ় সঙ্কল্প নিয়ে হিব্রোণে গেলেন। বাকী সমস্ত ইসরায়েলীও দাউদকে তাদের রাজা করার জন্য ঐক্যবদ্ধ হল।


অবনের দাউদকে বললেন, আমি এবার ফিরে যাব এবং সমগ্র ইসরায়েলকুলকে আমার মহারাজের পতাকাতলে সমবেত করব। তারা আপনার সাথে চুক্তি স্বাক্ষর করে আপনাকে রাজপদে বরণ করবে। ফলে আপনার ইচ্ছা পূর্ণ হবে এবং আপনি মহানন্দে সবার উপরে রাজত্ব করবেন। দাউদ অবনেরের নিরাপত্তার ব্যবস্থা করে তাঁকে পাঠিয়ে দিলেন।


প্রভু পরমেশ্বর শমুয়েলকে বললেন, তুমি আর কতদিন শৌলের জন্য দুঃখ করবে? ইসরায়েলের উপর তার রাজ কর্তৃত্ব আমি বাতিল করে দিয়েছি। তুমি এখন তোমার তেলের শিঙাটিতে তেল ভরে নাও, আমি তোমাকে বেথলেহেমনিবাসী যিশয়ের কাছে পাঠাব, সেখানে যাও, কারণ আমি তার পুত্রদের মধ্যে একজনকে রাজা করব বলে মনস্থ করেছি।


দাউদ যখন হিব্রোণে ছিলেন তখন বহু সুশিক্ষিত দক্ষ সৈনিক তাঁর বাহিনীতে যোগ দিয়েছিলেন। পরমেশ্বরের প্রতিশ্রুতি অনুযায়ী শৌলের পরিবর্তে দাউদকে রাজপদে প্রতিষ্ঠিত করার ব্যাপারে এঁরাই সক্রিয় অংশগ্রহণ করেছিলেন। এঁদের সংখ্যার তালিকা: যিহুদা বংশের ছয় হাজার আটশো সুদক্ষ সৈনিক। এঁরা ছিলেন ঢাল ও বর্শাধারী সৈনিক। শিমিয়োন বংশের সাত হাজার একশো জন সুশিক্ষিত সৈনিক, লেবী বংশের চার হাজার ছয়শো লোক, হারোণের বংশধর যিহোয়াদার অনুগামী তিন হাজার সাতশো জন লোক। তরুণ বীর যোদ্ধা সাদোক ও তাঁর জ্ঞাতি বাইশ জন সেনানায়ক, বিন্যামীন বংশ (শৌলের জ্ঞাতিবর্গ) থেকে তিন হাজার জন। (বিন্যামীন বংশের অধিকাংশ লোক শৌলের অনুগত ছিল।) ইফ্রয়িম বংশের কুড়ি হাজার আটশো জন। এঁরা নিজ নিজ গোষ্ঠীর খ্যাতনামা লোক। জর্ডনের পশ্চিম দিকে বসবাসকারী মনঃশি বংশের অর্ধাংশ থেকে এল আঠারো হাজার জন। দাউদকে রাজারূপে প্রতিষ্ঠিত করার জন্য এঁদের মনোনীত করে পাঠান হয়েছিল। ইষাখর বংশের অধীনস্থ লোকজনসহ দুশো জন সেনানায়ক। এই নায়কেরা জানতেন ইসরায়েলের কর্তব্য কি এবং কোন সময় তা করা উচিত। সবুলুন বংশের পঞ্চাশ হাজার অনুগত ও নির্ভরযোগ্য লোক। তাঁরা সবরকম অস্ত্রচালনায় দক্ষ ছিলেন। নপ্তালি বংশের এক হাজার সেনানায়ক। এঁদের সঙ্গে ছিল ঢাল ও বর্শাধারী সাঁইত্রিশ হাজার সৈন্য। দান বংশের আটাশ হাজার ছয়শো সুশিক্ষিত সৈন্য। আশের বংশের চল্লিশ হাজার রণনিপুণ সৈনিক। জর্ডনের পূর্ব দিকের রূবেণ, গাদ ও মনঃশি বংশের এক লক্ষ কুড়ি হাজার সৈনিক। এঁরা সবরকম অস্ত্র চালনায় দক্ষ ছিলেন।


দাউদ ইসরায়েলের সমস্ত রাজকর্মচারীকে জেরুশালেমে একত্র হতে আদেশ দিলেন। তাই গোষ্ঠীবর্গের সমস্ত রাজকর্মচারী, রাজ্যের শাসনকার্য নির্বাহী সমস্ত রাজকর্মচারী, কুলপতিবৃন্দ, রাজা ও রাজপুত্রদের স্থাবর-অস্থাবর সম্পত্তির রক্ষণাবেক্ষণকারী কর্মীবৃন্দ—এক কথায় রাজপ্রাসাদের সমস্ত কর্মী, সৈন্যদলের অধিনায়কবৃন্দ, এবং গুরুত্ব ও মর্যাদাসম্পন্ন সমস্ত ব্যক্তি জেরুশালেমে একত্র হলেন।


দাউদের সেনাবাহিনীতে এঁরা নায়কপদে নিযুক্ত হয়েছিলেন। আক্রমণকারীদের বিরুদ্ধে যুদ্ধে তাঁরা দাউদকে সাহায্য করতেন কারণ তাঁরা ছিলেন অসমসাহসী বীর যোদ্ধা।


দাউদের কাছে তারা তিনদিন থাকল এবং তাদের দেশবাসীরা তাদের জন্য যে খাদ্য ও পানীয় তৈরী করেছিল তাই দিয়ে তারা ভোজের উৎসব করল।


ইসরায়েলের যে সমস্ত পরিবার প্রধান,গোষ্ঠীপতি এবং তাঁদের পদস্থ কর্মচারীদের উপর রাজ্যের প্রশাসনিক দায়িত্বভার অর্পণ করা হয়েছিল, তাঁদের তালিকা নীচে দেওয়া হল। প্রতি মাসে পালাক্রমে এক একজন দলনায়কের নেতৃত্বে চব্বিশ হাজার জনের এক একটি দল কর্তব্য পালন করতেন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন