Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




১ বংশাবলি 10:2 - পবিএ বাইবেল CL Bible (BSI)

2 কিন্তু ফিলিস্তিনীরা তাদের তাড়া করে শৌলের তিন পুত্র যোনাথন, অবিনাদব ও মলকিশুয়াকে হত্যা করল।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

2 আর ফিলিস্তিনীরা তালুত ও তাঁর পুত্রদের পেছন পেছন তাড়া করলো; এবং ফিলিস্তিনীরা তালুতের পুত্র যোনাথন, অবীনাদব ও মল্কীশূয়কে হত্যা করলো।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

2 ফিলিস্তিনীরা বীর-বিক্রমে শৌল ও তাঁর ছেলেদের পিছু ধাওয়া করল, এবং তারা তাঁর ছেলে যোনাথন, অবীনাদব ও মল্কীশূয়কে হত্যা করল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

2 আর পলেষ্টীয়েরা শৌলের ও তাঁহার পুত্রগণের পশ্চাতে পশ্চাতে তাড়া করিল; এবং পলেষ্টীয়েরা যোনাথন, অবীনাদব ও মল্কী-শূয়কে, শৌলের পুত্রদিগকে, বধ করিল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

2 পলেষ্টীয়রা রাজা শৌল ও তাঁর পুত্রদের পেছনে ধাওয়া করে শেষ পর্যন্ত তাঁদের ধরে ফেলে হত্যাও করেছিল। শৌলের তিন পুত্র যোনাথন, অবীনাদব ও মল্কি-শূয় পলেষ্টীয়দের হাতে মারা পড়েছিলেন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

2 আর পলেষ্টীয়েরা শৌল ও তাঁর ছেলেদের পিছনে পিছনে তাড়া করে তাঁর ছেলে যোনাথন, অবীনাদব ও মল্কীশূয়কে মেরে ফেলল।

অধ্যায় দেখুন কপি




১ বংশাবলি 10:2
11 ক্রস রেফারেন্স  

নেরের পুত্র কীশ এবং কীশের পুত্র শৌল। শৌলের চার পুত্র: যোনাথন, মলকিশুয়া অবিনাদব এবং এশবেল।


নেরের পুত্র কীশ এবং কীশের পুত্র রাজা শৌল। শৌলের চার পুত্র: যোনাথন, মলকিশুয়া, অবিনাদব ও ইশবাল।


সেদেকিয়াহ্‌র চোখের সামনেই তাঁর ছেলেদের হত্যা করা হল। তারপর নেবুকাডনেজারের আদেশে সেদেকিয়াহ্‌র চোখ উপড়ে ফেলা হল এবং তাঁকে শৃঙ্খলিত করে ব্যাবিলনে নিয়ে যাওয়া হল।


তাঁর আমলে মিশরের রাজা নেকো আসিরিয়ার রাজাকে সাহায্য করার জন্য ইউফ্রেটিস নদীতীরে সৈন্যসামন্ত নিয়ে তাঁর সঙ্গে মিলিত হয়েছিলেন। রাজা যোশিয় তাঁকে বাধা দেবার জন্য মেগিদ্দোতে যান এবং সেখানে যুদ্ধে তিনি মিশররাজ নেকোর হাতে নিহত হন।


শৌলের তিনজন পুত্র যোনাথন, যিসবী ও মকলীসুয় এবং দুই কন্যা। বড়জনের নাম মেরাব এবং ছোটজনের নাম মিখল।


যোনাথন তাঁর অস্ত্রবাহক সৈনিককে বললেন, চল আমরা ঐ বর্বরদের ঘাঁটিতে যাই। হয়তো প্রভু পরমেশ্বর আমাদের সাহায্য করবেন সংখ্যায় আমরা অল্পই হই আর বেশীই হই। প্রভু যে কোন লোকের দ্বারাই উদ্ধার করতে সক্ষম।


তুমি সেগুলির সম্মুখে প্রণিপাত করবে না কিংবা সেগুলির পূজা-অর্চনা করবে না, কারণ আমি প্রভু পরমেশ্বর তোমার আরাধ্য ঈশ্বর, আমি কোন প্রতিদ্বন্দ্বীকে সহ্য করি না। যারা আমাকে অবজ্ঞা করে, তাদের অপরাধের দণ্ড আমি তাদের তৃতীয় ও চতুর্থ পুরুষ পর্যন্ত দিয়ে থাকি।


ফিলিস্তিনীরা শৌল ও তাঁর পুত্রদের তাড়া করে ধরে ফেলল এবং শৌলের তিন পুত্র যোনাথন, অবিনাদব এবং মল্কিশুয়াকে হ্যতা করল।


শৌলকে ঘিরে আক্রমণ জোরদার হয়ে উঠল। তিনি শত্রুপক্ষের শরবিদ্ধ হয়ে সাংঘাতিক ভাবে আহত হলেন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন