Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




১ বংশাবলি 10:1 - পবিএ বাইবেল CL Bible (BSI)

1 ফিলিস্তিনীরা গিলবোয়া পাহাড়ে ইসরায়েলীদের আক্রমণ করল। এই যুদ্ধে বহু ইসরায়েলী নিহত হল। অবশিষ্টরা রাজা শৌল ও তাঁর পুত্রদের সঙ্গে পালিয়ে গেল।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

1 ফিলিস্তিনীরা ইসরাইলের সঙ্গে যুদ্ধ করেছিল, আর ইসরাইলের লোকেরা ফিলিস্তিনীদের সম্মুখ থেকে পালিয়ে গেল এবং গিল্‌বোয় পর্বতে আহত হয়ে পড়তে লাগল।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

1 ইত্যবসরে ফিলিস্তিনীরা ইস্রায়েলের বিরুদ্ধে যুদ্ধ করছিল; ইস্রায়েলীরা তাদের সামনে থেকে পালিয়ে গেল, ও অনেকেই গিলবোয় পর্বতে মারা পড়েছিল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

1 পলেষ্টীয়েরা ইস্রায়েলের সহিত যুদ্ধ করিয়াছিল, আর ইস্রায়েলের লোকেরা পলেষ্টীয়দের সম্মুখ হইতে পলায়ন করিল, এবং গিল্‌বোয় পর্ব্বতে আহত হইয়া পড়িতে লাগিল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

1 পলেষ্টীয়রা ইস্রায়েলীয় লোকদের সঙ্গে যুদ্ধ করতে এলে ইস্রায়েলীয়রা পালিয়ে গিয়েছিল। গিল্‌বোয় পাহাড়ে মারাও গিয়েছিল অনেকে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

1 একবার পলেষ্টীয়েরা ইস্রায়েলীয়দের বিরুদ্ধে যুদ্ধ করল আর ইস্রায়েলীয়েরা পলেষ্টীয়দের সামনে থেকে পালিয়ে গেল এবং গিল্‌বোয় পর্বতে আহত হয়ে পড়তে লাগল।

অধ্যায় দেখুন কপি




১ বংশাবলি 10:1
9 ক্রস রেফারেন্স  

যুদ্ধের পরের দিন ফিলিস্তিনীরা নিহতদের সাজ-সরঞ্জাম লুঠ করতে এসে গিলবোয়া পাহাড়ের উপর শৌল ও তাঁর পুত্রদের মৃতদেহ দেখতে পেল।


দাউদ গিলিয়দের যাবেশ নামে জায়গাটির লোকদের কাছ থেকে শৌল ও তাঁর পুত্র যোনাথনের সমস্ত অস্থি নিয়ে এলেন। (গিলবোয়াতে ফিলিস্তিনীরা শৌলকে হত্যা করার পর তাঁদের দুজনের মৃতদেহ বেথশানের বারোয়ারী চকে ঝুলিয়ে দিয়েছিল। সেখান থেকে যাবেশ বাসীরা মৃতদেহ দুটি চুরি করে আনে।)


হে গিলবোয়ার পর্বতমালা তোমাদের উপরে শিশির অথবা বৃষ্টি বর্ষিত না হোক, মরুভূমির উষরতা নামুক চিরতরে মহাবীরদের ঢাল সেখানে অমর্যাদায় ভূলুন্ঠিত অনাদরে মলিন হয়ে গেল শৌলের ঢাল।


সেই সংবাদদাতা যুবক তাঁকে বলল, ঘটনাক্রমে আমি গিলবোয়া পর্বতে ছিলাম। দেখলাম, শৌল বর্শার উপরে ভর দিয়ে দাঁড়িয়ে আছেন এবং শত্রুপক্ষের রথ ও অশ্বারোহী সৈন্যরা তাঁকে প্রায় ধরে ফেলেছে।


ফিলিস্তিনীরা একত্র হয়ে শুনেমে এসে শিবির স্থাপন করল। শৌলও সমস্ত ইসরায়েলীদের একত্র করে শিবির স্থাপন করলেন গিলবোয়াতে।


সেই সময়ে ফিলিস্তিনীরা ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধের জন্য সৈন্য সমাবেশ করল। আখিশ দাউদকে বললেন, মনে রেখ, তোমাকেও তোমার লোকজনকে আমার সৈন্যদলভুক্ত হয়ে অবশ্যই আমার সঙ্গে যেতে হবে।


আৎসেলের ছয় পুত্র: অস্‌রিকাম, বোখরু, ইশ্মায়েল, শিয়রিয়, ওবদিয় ও হানান।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন