Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




১ বংশাবলি 1:47 - পবিএ বাইবেল CL Bible (BSI)

47 হদদের পর মসরেকাহ্ নিবাসী সমলহ্ রাজা হন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

47 আর হদদ্‌ ইন্তেকাল করলে মস্রেকা-নিবাসী সম্ল তাঁর পদে রাজত্ব করেন।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

47 হদদ যখন মারা যান, মস্রেকানিবাসী সম্ল তখন রাজারূপে তাঁর স্থলাভিষিক্ত হলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

47 আর হদদ্‌ মরিলে পর মস্রেকা-নিবাসী সম্ল তাঁহার পদে রাজত্ব করেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

47 হদদের মৃত্যুর পর মস্রেকার বাসিন্দা সম্ল তাঁর জায়গায় নতুন রাজা হলেন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

47 আর হদদের মৃত্যুর পরে তাঁর জায়গায় মস্রেকা শহরের সম্ল রাজা হয়েছিলেন।

অধ্যায় দেখুন কপি




১ বংশাবলি 1:47
3 ক্রস রেফারেন্স  

হাদাদ গত হলে মাস্‌রেকা নিবাসী সামলা রাজা হন।


হুশমের পর রাজা হন বদদের পুত্র হদদ। ইনি মোয়াবের যুদ্ধে মিদিয়নীদের পরাজিত করেন। এঁর রাজধানী ছিল অবিৎ-এ।


সমলহ্-র পর ইউফ্রেটিস নদীর তীরবর্তী রহোবােৎ নিবাসী শৌল রাজা হন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন