Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




১ বংশাবলি 1:44 - পবিএ বাইবেল CL Bible (BSI)

44 বেলার মৃত্যুর পর বসরানিবাসী সেরাহ্‌র পুত্র যোবব রাজা হন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

44 আর বেলার মৃত্যু হলে পর তাঁর পদে বস্রা-নিবাসী সেরহের পুত্র যোবব রাজত্ব করেন।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

44 বেলা যখন মারা যান, বস্রানিবাসী সেরহের ছেলে যোবব তখন রাজারূপে তাঁর স্থলাভিষিক্ত হলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

44 আর বেলা মরিলে পর তাঁহার পদে বস্রা-নিবাসী সেরহের পুত্র যোবব রাজত্ব করেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

44 বেলার মৃত্যুর পর বস্রার সেরহের পুত্র যোবব নতুন রাজা হলেন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

44 বেলার মৃত্যুর পরে তাঁর জায়গায় বস্রা শহরের সেরহের ছেলে যোবব রাজত্ব করেন।

অধ্যায় দেখুন কপি




১ বংশাবলি 1:44
5 ক্রস রেফারেন্স  

মেষ ও ছাগ বলিদানের পর খড়্গ যেমন তাদের মেদ ও রক্তে স্নান করে ওঠে, তাঁর তরবারিও ঠিক তেমনি হবে। প্রভু পরমেশ্বর বসরা নগরে, এই যজ্ঞ সম্পাদন করবেন, ইদোমে চলবে বিরাট এক নিধনপর্ব।


বসরা নগরীর ইদোম থেকে কে বার হয়ে আসছেন? রক্ত রঞ্জিত উজ্জ্বল বসনে সজ্জিত হয়ে, ক্ষমতা ও প্রতাপের ভাস্বর মহিমায় দৃঢ়পদে এগিয়ে আসছেন, কে উনি? উনি প্রভু পরমেশ্বর, পরিত্রাণ সাধনে অমিত শক্তি, ঘোষণা করতে আসছেন তাঁর বিজয়বার্তা।


হে যাকোবকুল, আমি নিশ্চয় তোমাদের সকলকে সমবেত করব, ইসরায়েলকুলের অবশিষ্ট লোকদের আমি অবশ্যই করব সংগ্রহ। গোষ্ঠ থেকে ফেরা পশুদের মত আমি তোমাদের একত্র করব, চারণভূমির মেষপালের মতই তোমরা বহুসংখ্যক হয়ে কোলাহল মুখর হয়ে উঠবে।


তাই আমি তেমান নগরে অগ্নি নিক্ষেপ করব সেই অগ্নি গ্রাস করবে বসরার সকল প্রাসাদ।


আমি শপথ করেছি যে বসরা নগরী হবে ভয়াবহ স্থান, পরিণত হবে মরুভূমিতে। লোকে তাকে ব্যঙ্গ-বিদ্রূপ করবে এবং অভিসম্পাত দেওয়ার সময় ব্যবহার করবে তার নাম। আশেপাশের সমস্ত গ্রাম চিরদিনের জন্য হারিয়ে যাবে ধ্বংসস্তূপে। আমি, প্রভু পরমেশ্বর, এই কথা বললাম।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন