Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




১ বংশাবলি 1:4 - পবিএ বাইবেল CL Bible (BSI)

4 নোহ, শেম, হাম, যেফৎ।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

4 নূহ্‌, সাম, হাম ও ইয়াফস।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

4 নোহের ছেলেরা: শেম, হাম ও যেফৎ।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

4 নোহ, শেম, হাম, ও যেফৎ।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

4 নোহর তিন পুত্র। তাদের নাম ছিল শেম, হাম এবং যেফৎ।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

4 নোহ, শেম, হাম ও যেফৎ।

অধ্যায় দেখুন কপি




১ বংশাবলি 1:4
16 ক্রস রেফারেন্স  

পরে নোহের পাঁচশো বছর বয়সে শেম, হাম ও যাফত-এর জন্ম হয়।


জাহাজ থেকে নোহের যে পুত্রেরা বেরিয়ে এসেছিল তাদের নাম শেম, হাম ও যাফত। হাম ছিল কনানের পিতা।


তিনি প্লাবনে অনাচারীদের ধ্বংস করার সময় পুরাকালের জগতকে রেহাই দেননি, কেবলমাত্র ধর্মশীলতার প্রচারক নোহ এবং তাঁর সাতজন সঙ্গীর প্রাণ রক্ষা করেছিলেন।


অনাগত ভবিষ্যতের ঘটনা সম্পর্কে ঈশ্বরের প্রত্যাদেশ পেয়ে নোহ তা বিশ্বাস করলেন। সতর্ক হয়ে নিজের পরিবারের লোকজনকে রক্ষা করার জন্য একটি জাহাজ তৈরী করলেন। তাঁর বিশ্বাস দ্বারা তিনি জগতকে দোষী সাব্যস্ত করলেন এবং বিশ্বাসের জন্যই ধার্মিকতার অধিকারী হলেন।


নোহের সময়ে যা ঘটেছিল মানবপুত্রের সময়ও তাই-ই ঘটবে।


শেলহ কৈননের পুত্র, কৈনন অর্ফক্‌ষদের পুত্র, অর্ফক্‌ষদ শেমের পুত্র, শেম নোহের পুত্র, নোহ লেমকের পুত্র,


যদি সেখানে নোহ, দানেল আর ইয়োব থাকে, তাহলে তারা তিনজনই শুধু তাদের বিশ্বস্ততার গুণে বাঁচবে।–এই কথা বলেন সর্বাধিপতি প্রভু।


মৃত্যুকালে নোহের বয়স হয়েছিল নয়শো পঞ্চাশ বছর।


প্রভু পরমেশ্বর নোহকে বললেন, তুমি সপরিবারে জাহাজে প্রবেশ কর। এই কালের লোকদের মধ্যে আমার দৃষ্টিতে তুমিই একমাত্র ধর্মপরায়ণ।


নোহের এই তিনটিই পুত্র ছিল, এঁদের বংশধরদের দ্বারাই পৃথিবী প্রজাবন্ত হয়েছিল।


হনোক, মেথুশেলাহ্, লোমক।


যেফতের বংশধর: গোমর, মাগোগ, মাদাই, যবন, তুবল, মেশক ও তিরস।


নোহের পুত্র শেম, হাম ও যাফত-এর বংশ বৃত্তান্ত নিম্নরূপ। প্লাবনের পরে তাদের সন্তানেরা জন্মগ্রহণ করেছিল।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন