১ বংশাবলি 1:19 - পবিএ বাইবেল CL Bible (BSI)19 এবরের দুই পুত্র—একজনের নাম পেলগ, অর্থাৎ বিভাগ। এঁর আমলে পৃথিবীর অধিবাসীরী বিভক্ত হয়। এঁর ভাইয়ের নাম যক্তন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস19 এবরের দুই পুত্র, একজনের নাম পেলগ (বিভাগ), কেননা সেই সময় দুনিয়া বিভক্ত হল; তাঁর ভাইয়ের নাম ইয়াকতান। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ19 এবরের দুটি ছেলের জন্ম হল: একজনের নাম দেওয়া হল পেলগ, কারণ তাঁর সময়কালেই পৃথিবী বিভিন্ন ভাষাবাদী জাতির আধারে বিভক্ত হল; তাঁর ভাইয়ের নাম দেওয়া হল যক্তন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)19 এবরের দুই পুত্র, একটীর নাম পেলগ [বিভাগ], কেননা তৎকালে পৃথিবী বিভক্ত হইল; তাঁহার ভ্রাতার নাম যক্তন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল19 এবরের দুই পুত্রের একজনের নাম ছিল পেলগ, কারণ তাঁর জন্মের পর থেকেই পৃথিবীর লোকরা বিভিন্ন ভাষাগোষ্ঠীতে বিভক্ত হয়ে যায়। পেলগের ভাইয়ের নাম ছিল যক্তন। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী19 এবারের দুইটি ছেলে হয়েছিল। তাদের এক জনের নাম পেলগ (বিভাগ); কারণ তার দিনের পৃথিবী ভাগ হয়েছিল; তাঁর ভাইয়ের নাম ছিল যক্তন। অধ্যায় দেখুন |