Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




১ বংশাবলি 1:19 - পবিএ বাইবেল CL Bible (BSI)

19 এবরের দুই পুত্র—একজনের নাম পেলগ, অর্থাৎ বিভাগ। এঁর আমলে পৃথিবীর অধিবাসীরী বিভক্ত হয়। এঁর ভাইয়ের নাম যক্তন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

19 এবরের দুই পুত্র, একজনের নাম পেলগ (বিভাগ), কেননা সেই সময় দুনিয়া বিভক্ত হল; তাঁর ভাইয়ের নাম ইয়াকতান।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

19 এবরের দুটি ছেলের জন্ম হল: একজনের নাম দেওয়া হল পেলগ, কারণ তাঁর সময়কালেই পৃথিবী বিভিন্ন ভাষাবাদী জাতির আধারে বিভক্ত হল; তাঁর ভাইয়ের নাম দেওয়া হল যক্তন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

19 এবরের দুই পুত্র, একটীর নাম পেলগ [বিভাগ], কেননা তৎকালে পৃথিবী বিভক্ত হইল; তাঁহার ভ্রাতার নাম যক্তন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

19 এবরের দুই পুত্রের একজনের নাম ছিল পেলগ, কারণ তাঁর জন্মের পর থেকেই পৃথিবীর লোকরা বিভিন্ন ভাষাগোষ্ঠীতে বিভক্ত হয়ে যায়। পেলগের ভাইয়ের নাম ছিল যক্তন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

19 এবারের দুইটি ছেলে হয়েছিল। তাদের এক জনের নাম পেলগ (বিভাগ); কারণ তার দিনের পৃথিবী ভাগ হয়েছিল; তাঁর ভাইয়ের নাম ছিল যক্তন।

অধ্যায় দেখুন কপি




১ বংশাবলি 1:19
6 ক্রস রেফারেন্স  

এবের-এর সন্তানদের আদিপুরুষ, যাফত-এর জ্যেষ্ঠভ্রাতা শেম-এরও সন্তান-সন্ততি ছিল।


এবেরের দুই পুত্র, একজনের নাম পেলেগ (বিভাগ) কারণ তার আমলেই পৃথিবী বিভক্ত হয়েছিল। তার ভাইয়ের নাম যোক্তান।


কিত্তীম থেকে আসবে রণতরী তারা আসিরিয়াকে করবে পীড়ন, এবরকে করবে নির্যাতন কিন্তু সে নিজেও হবে নিশ্চিহ্ন।


অর্ফকষদের পুত্র শেলা। শেলার পুত্র এবর।


যক্তনের সন্তানঃ অলমোদদ, শেলফ, হৎসরমাবৎ, যেরাহ্,


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন