Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




১ বংশাবলি 1:10 - পবিএ বাইবেল CL Bible (BSI)

10 কুশের এক পুত্র নিমরোদ। ইনি পৃথিবীর প্রথম পরাক্রমী যোদ্ধা ছিলেন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

10 সপ্তা, রয়মা ও সপ্তকা। রয়মার সন্তান সাবা ও দদান। নমরূদ কূশের পুত্র; তিনি দুনিয়াতে এক জন পরাক্রমী মানুষ হয়ে উঠেছিলেন।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

10 কূশ সেই নিম্রোদের বাবা, যিনি পৃথিবীতে এক বলশালী যোদ্ধা হয়ে উঠলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

10 রয়মার সন্তান—শিবা ও দদান। নিম্রোদ কূশের পুত্র; তিনি পৃথিবীতে পরাক্রমী হইতে লাগিলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

10 কূশের এক উত্তরপুরুষের নাম ছিল নিম্রোদ। তিনি বড় হয়ে পৃথিবীর সর্বাপেক্ষা শক্তিশালী ও সাহসী যোদ্ধা হিসেবে পরিচিতি লাভ করেন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

10 নিম্রোদ কূশের ছেলে। তিনি পৃথিবীতে একজন ক্ষমতাশালী পুরুষ হয়ে উঠেছিলেন।

অধ্যায় দেখুন কপি




১ বংশাবলি 1:10
4 ক্রস রেফারেন্স  

তারা তরবারির দ্বারা আসিরিয়া এবং উন্মুক্ত কৃপাণের দ্বারা নিম্রোদের দেশ শাসন করবে। আসিরিয়ার অধিবাসীরা যখনআমাদের দেশে আসবেহানা দেবে আমাদের সীমান্তে, তখন তাদের হাত থেকে তারা রক্ষা করবে আমাদের।


কুশের বংশধর: শেবা, হবিলা, সাবটা, রামা, সপ্তকা। রামার বংশধর: শেবা ও দেদান।


মিশরের বংশধর ছিল লিডিয়া, অনাস, লহাব, নফটুহ্,


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন