Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




১ পিতর 2:7 - পবিএ বাইবেল CL Bible (BSI)

7 তোমরা যারা বিশ্বাসী তাদের কাছে এ শিলা মহামূল্যবান, কিন্তু অবিশ্বাসীদের ক্ষেত্রে সেটি হলঃ ‘স্থপতিরা যে শিলা অগ্রাহ্য করলতা-ই হয়ে উঠল কোণের প্রধান ভিত্তি প্রস্তর’।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

7 অতএব তোমরা যারা ঈমান এনেছ, তোমাদের কাছে ঐ পাথর মহা মূল্যবান; কিন্তু যারা ঈমান আনে না, তাদের জন্য— “যে পাথর রাজমিস্ত্রিরা অগ্রাহ্য করেছে, তা-ই কোণের প্রধান পাথর হয়ে উঠলো;”

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

7 এখন তোমরা যারা বিশ্বাস করো, তাদের কাছে এই পাথর বহুমূল্য। কিন্তু যারা বিশ্বাস করে না, তাদের ক্ষেত্রে, “গাঁথকেরা যে পাথর অগ্রাহ্য করেছিল, তাই হয়ে উঠল কোণের প্রধান পাথর,”

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

7 অতএব তোমরা যাহারা বিশ্বাস করিতেছ, ঐ মহামূল্যতা তোমাদেরই জন্য; কিন্তু যাহারা বিশ্বাস করে না, তাহাদের জন্য “যে প্রস্তর গাঁথকেরা অগ্রাহ্য করিয়াছে, তাহাই কোণের প্রধান প্রস্তর হইয়া উঠিল;”

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

7 যারা তাঁকে বিশ্বাস করে তাদের কাছে সেই প্রস্তর (যীশু) মহামূল্যবান; কিন্তু যারা তাঁকে অবজ্ঞা করে তাদের কাছে তিনি হলেন সেই প্রস্তর: “রাজমিস্ত্রিরা যে প্রস্তর বাতিল করে দিয়েছিল, সেটাই হয়ে উঠল অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রস্তর।”

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

7 তাই তোমরা যারা বিশ্বাস করছ, ঐ মহামূল্যতা তোমাদেরই জন্য, কিন্তু যারা বিশ্বাস করে না, তাদের জন্য “যে পাথর গাঁথকেরা অগ্রাহ্য করেছে, সেটাই কোণের প্রধান পাথর হয়ে উঠল,”

অধ্যায় দেখুন কপি




১ পিতর 2:7
26 ক্রস রেফারেন্স  

যীশু তাদের বললেন, তোমরা কি কোনদিন শাস্ত্রে এ কথা পড়নি? যে শিলাস্তম্ভটি স্থপতিরা করেছিল বর্জন সেটিই হল কোণের প্রধান প্রস্তর এ মহান কীর্তি প্রভুরই! আমাদের দৃষ্টিতে বিস্ময়কর।


এ এমন এক প্রস্তর যাতে লোকে উছোট খাবে, পতন হবে তার। ঈশ্বরের আদেশ অমান্য করার জন্যই পতন হয়, এই হয় তার ঈশ্বর নির্ধারিত পরিণাম।


তোমরা তাঁকে না দেখেও ভালবেসেছ, না দেখা সত্ত্বেও এখনি তাঁকে বিশ্বাস করে অনির্বচনীয় পরম আনন্দ উপভোগ করছ


বারাঙ্গনা রাহাব বিশ্বাস করে ইসরায়েলী গুপ্তচরদের বন্ধুভাবে আশ্রয় দিয়েছিল, তাই বিদ্রোহীদের সঙ্গে সে বিনষ্ট হল না।


এস, আমরা সেই বিশ্রাম লাভের জন্য বিশেষ চেষ্টা করি, যেন ঐ ধরণের অবাধ্যতার ফলে কারও পতন না হয়।


কারণ একসময় আমরাও ছিলাম অজ্ঞ, অবাধ্য আর বিপথগামী। ইন্দ্রিয়ের বশবর্তী হয়ে শত্রুতা এবং হিংসা করে আমাদের সময় কেটেছে। আমরা নিজেরাও ছিলাম ঘৃণ্য, অন্যদের ঘৃণা করতাম।


তাঁর মাঝেই তোমরা পূর্ণতা লাভ করেছ। তিনিই বিশ্বজগতের সবর্ক্ষমতা ও আধিপত্যের শীর্ষে।


যারা মৃত্যুপথের পথিক তাদের কাছে সৌরভ মৃত্যুর বার্তাবহ কিন্তু যারা অমৃতপথের যাত্রী তাদের কাছে এ সৌরভ জীবনদায়ী। কিন্তু এই দায়িত্ব পালনের যোগ্যতা কার আছে?


প্রার্থনা কর, যেন যিহুদীয়াবাসী খ্রীষ্টবিদ্বেষীদের হাত থেকে আমি রক্ষা পাই এবং জেরুশালেমের খ্রীষ্টানরা যেন এই দান সানন্দে গ্রহণ করে।


কিন্তু ইসরায়েলের উদ্দেশে তিনি বললেনঃ “দেখ, এই যে চরম ঔদ্ধত্যে যারাঅন্যায়ের পক্ষে ছুটে চলেছে,আমার সেই স্বেচ্ছাচারী ও বিদ্রোহীপ্রজাদের জন্য সারাদিন আমিদু'হাত বাড়িয়ে অপেক্ষা করে আছি।”


তাই, হে রাজন আগ্রিপ্প। আমি সেই দিব্যদর্শন অমান্য করিনি।


এবং সেই রমণীকে তারা বলল, তবে তোমার কথা শুনে আমরা যে বিশ্বাস করেছি, তা নয়, কিন্তু তাঁর বাণী আমরা নিজেরা শুনেছি এবং জেনেছি যে ইনি প্রকৃতই জগতের উদ্ধারকর্তা।


কিন্তু তিনি তাদের দিকে তাকিয়ে বললেন, তবে শাস্ত্রের এই কথার অর্থ কিঃ গৃহ নির্মাতারা যে প্রস্তরটি অবহেলা করেছিল সেটিই কোণের ভিত্তি প্রস্তর হয়ে দাঁড়াল?


ইনিই সেই জ্যোতি —যিনি অন্যান্য জাতির কাছে ব্যক্ত করবেন তোমার সত্য। ইনিই তোমার প্রজা ইসরায়েলের গৌরব।


পর্বত প্রমাণ বাধাও তোমার সামনে থেকে অপসারিত হবে। তুমি মন্দির পুনর্নির্মাণ করবে এবং সকলে প্রশংসা ধ্বনির মাঝে শেষ প্রস্তরটি বসিয়ে দেবে।


কাঁপিয়ে তুলব আমি সর্বজাতিকে। সর্বজাতির ধন-সম্পদ এখানে আসবে, আর আমি এই মন্দির গৌরবে পরিপূর্ণ করব।


এমন একটি দিন আসছে যেদিন সর্বশক্তিমান প্রভু পরমেশ্বর স্বয়ং তাঁর অবশিষ্ট প্রজাদের মহিমায় ভাস্বর পুষ্পশোভিত মুকুটস্বরূপ হবেন।


শিমিয়োন তারপর তাঁদের আশীর্বাদ করে জননী মরিয়মকে বললেন, দেখ, এই শিশু হবে ইসরায়েল জাতির অনেকেরই উত্থান এবং পতনের কারণ। এ সেই ঈশ্বরদত্ত নিদর্শন যার বিরুদ্ধে সকলে মুখর হয়ে উঠবে,


তোমরা সেই জীবন্ত শিলার কাছে এস, যা মানুষের কাছে উপেক্ষিত কিন্তু ঈশ্বরের মনোনীত ও তাঁর দৃষ্টিতে মহামূল্যবান।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন