Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




১ থিষলনীকীয় 5:19 - পবিএ বাইবেল CL Bible (BSI)

19 পবিত্র আত্মাকে ব্যাহত করো না,

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

19 রূহ্‌কে নিভিয়ে ফেলবে না।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

19 আত্মার আগুন নিভিয়ে দিয়ো না।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

19 আত্মাকে নির্ব্বাণ করিও না।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

19 পবিত্র আত্মাকে নির্বাণ করো না।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

19 পবিত্র আত্মাকে নিভিয়ে দিও না।

অধ্যায় দেখুন কপি




১ থিষলনীকীয় 5:19
13 ক্রস রেফারেন্স  

ঈশ্বরের পবিত্র আত্মাকে তোমরা ক্ষুণ্ণ করো না কারণ সেই পবিত্র আত্মা দ্বারা মুদ্রাঙ্কিত। পরিত্রাণের দিনে সেই মুদ্রাঙ্কই আমাদের মুক্তি সাধন করবে।


হে উদ্ধত জনসাধারণ, হৃদয় তোমাদের অইহুদীদের মত অপবিত্র, শ্রবণ তোমাদের ঈশ্বরের বাণীর প্রতি বিমুখ। চিরকালই তোমরা পবিত্র আত্মার বিরোধিতা করছ। যেমন ছিল তোমাদের পূর্বপুরুষেরা তেমনিই হয়েছ তোমরাও।


সেইজন্য তোমাকে মনে করিয়ে দিচ্ছি, আমি হস্তার্পণ করার ফলে তুমি ঈশ্বরের কাছে যে শক্তি লাভ করেছ সেই শক্তিকে আরও উদ্দীপিত করে তোল।


দিব্যনির্দেশে মণ্ডলীর নেতৃবৃন্দ তোমার উপর হস্তার্পণ করার ফলে তুমি যে ঐশী শক্তি লাভ করেছ তা উপেক্ষা করো না।


কিন্তু তারা বিদ্রোহ করল তাঁর বিরুদ্ধে, দুঃখে ভরে গেল তাঁর অন্তর। ফলে প্রভু পরমেশ্বর তাদের বিপক্ষে দাঁড়ালেন, সংগ্রামে রত হলেন তাদের বিরুদ্ধে।


বছরের পর বছর অসীম ধৈর্যে তুমি সতর্ক করেছ তাদের, নবীদের দিয়েছ প্রেরণা সাবধান বাণী উচ্চারণে, কিন্তু তোমার প্রজারা ছিল বধির, করেনি কর্ণপাত, তাই তুমি অপর জাতির হাতে তাদের ঘটালে বিপর্যয়।


তোমার সান্নিধ্য থেকে দূরে সরিয়ে দিও না আমায়, তোমার পবিত্র আত্মা করো না অপসারণ আমার অন্তর থেকে।


প্রভু পরমেশ্বর তখন বললেন, আমার দেওয়া প্রাণবায়ু মানুষের মধ্যে চিরকাল থাকবে না, কারণ মানুষ মাংসপিণ্ড মাত্র। তার আয়ু হবে একশো কুড়ি বছর।


সর্বদা বিশ্বাসই হবে তোমার ঢাল, তার সাহায্যে অশুভ শক্তির অগ্নিবাণ প্রতিহত করতে পারবে।


কিন্তু সেখানে উপস্থিত কেউ যদি তখন কোন প্রত্যাদেশ পায় তাহলে আগের বক্তা তার ভাষণ স্থগিত রাখবে।


জলসিঞ্চনে নেভে না এ আগুন বন্যাও ভাসাতে পারে না একে। ঐশ্বর্য সম্পদ দিয়ে যদি কেউ এ প্রেম কিনতে চায়, অবজ্ঞার বিড়ম্বনা ছাড়া পায় না কিছুই।


প্রভু পরমেশ্বরের আদেশ মতই শমুয়েল কাজ করলেন। তিনি বেথলেহেমে গেলেন। সেই নগরের নেতৃবৃন্দ ভয়ে কাঁপতে কাঁপতে তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে গেলেন। তাঁরা তাঁকে জিজ্ঞাসা করলেন, আপনি শান্ত মেজাজে এসেছেন তো?


প্রত্যাদেশ তুচ্ছ করো না,


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন