Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




১ থিষলনীকীয় 4:6 - পবিএ বাইবেল CL Bible (BSI)

6 কেউ যেন সংযমের বাঁধ ভেঙ্গে এ বিষয়ে তার সমাজের কাউকে প্রতারণা না করে। কারণ আমরা এর আগেও তোমাদের সাবধান করেছি, সতর্ক করে দিয়েছি যে প্রভু এসব অনাচারের প্রতিফল দিয়ে থাকেন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

6 যেন কেউ অন্যায় করে এই ব্যাপারে কোন ভাইকে না ঠকায়; কেননা প্রভু এই সমস্ত অন্যায়ের প্রতিফল দিয়ে থাকেন; এই কথা তো আমরা আগে তোমাদেরকে বলেছি ও সাবধান করে দিয়েছি।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

6 আর এই ব্যাপারে কেউ যেন তার ভাইয়ের (বা, বোনের) প্রতি কোনো অন্যায় আচরণ বা প্রতারণা না করে। এরকম সব পাপের জন্য প্রভু মানুষকে শাস্তি দেবেন, একথা আমরা তোমাদের আগেই বলেছি এবং সতর্ক করে দিয়েছি।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

6 কেহ যেন সীমা অতিক্রম করিয়া এই ব্যাপারে আপন ভ্রাতাকে না ঠকায়; কেননা আমরা পূর্ব্বে তোমাদিগকে যেমন বলিয়াছি ও সাক্ষ্য দিয়াছি তদনুসারে, প্রভু এই সকলের প্রতিফলদাতা।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

6 এই ব্যাপারে কেউ যেন তার বিশ্বাসী ভাইকে না ঠকায়, কারণ যারা ঐভাবে চলে প্রভু তাদের দণ্ড দেবেন। এই বিষয়ে এর আগেই তোমাদের জানিয়েছি ও তোমাদের সাবধান করে দিয়েছি।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

6 কেউ যেন সীমা লঙ্ঘন করে এই ব্যাপারে নিজের ভাইকে না ঠকায়; কারণ আগে তোমাদেরকে যেমন সাবধান করেছি ও বলেছি, প্রভু এই সব পাপের জন্য সবাইকে শাস্তি দেবেন।

অধ্যায় দেখুন কপি




১ থিষলনীকীয় 4:6
50 ক্রস রেফারেন্স  

বিবাহিত জীবনের মর্যাদা সকলে রক্ষা করুক। দাম্পত্য সম্পর্ককে কেউ যেন কলুষিত না করে, কারণ ঈশ্বর লম্পট ও ব্যভিচারী লোকদের বিচার করবেন।


বন্ধুগণ, তোমরা নিজেরা প্রতিশোধ নিয়ো না, প্রতিফল দেবার ভার ঈশ্বরের হাতে ছেড়ে দাও। শাস্ত্রে আছে, প্রভু বলেছেন, “প্রতিশোধের দায়িত্ব আমার, আমিই প্রতিফল দেব।”


প্রতিবেশীর ঘরবাড়ির প্রতি লোভ করবে না। তার স্ত্রী, দাস-দাসী, বলদ-গাধা প্রভৃতি কোন সম্পদের জন্য লালায়িত হবে না।


যারা নিজেদের অধর্মের দ্বারা সত্যের প্রতিরোধ করে, সেই ভাগ্যহীন ও অধার্মিকদের উপর স্বর্গ থেকে ঈশ্বরের ক্রোধের দণ্ড নেমে আসছে।


পিতামাতার সম্পদ অপহরণ করা যে অন্যায় বলে মনে করে না সে চোরের চেয়ে কম নয়।


কিন্তু দেখ, তোমাদের ক্ষেতের ফসল যারা কেটেছে, তাদের যে মজুরী তোমরা প্রতারণা করে দাওনি তা এখন তোমাদের বিরুদ্ধে আর্তনাদ করছে। ক্ষেতমজুরদের সেই কাতর ক্রন্দন সর্বাধিপতি প্রভু পরমেশ্বরের কানে পৌঁছেছে।


কিন্তু তোমরা সেই দরিদ্রের অবমাননা করেছ। ধনীরাই কি তোমাদের উৎপীড়ন করে না? তারাই কি তোমাদের আদালতে টেনে নিয়ে যায় না?


হিংসা, মত্ততা এবং এ ধরণের অন্যান্য পাপ, যেগুলি তোমাদের আগেও বলেছি, এখনও বলছি, এসব যারা করে তারা ঐশরাজ্যের কোন অধিকার পাবে না।


তোমার কল্যাণের জন্যই তাঁরা ঈশ্বনিযুক্ত কর্মচারী, কিন্তু তুমি যদি অড়্যায় কর তাহলে ভয় করার যথেষ্ট কারণ আছে। জেন, অকারণে তাঁদের হাতে দণ্ডদানের অধিকার দেওয়া হয়নি। দুষ্টের দমনের জন্য তাঁরাই হচ্ছেন ঈশ্বরনিযুক্ত কর্মচারী।


কিন্তু কাকে ভয় করতে হবে তা আমি বলে দিচ্ছি: বিনাশের পরও যাঁর নরকে নিক্ষেপ করার ক্ষমতা আছে তাঁকেই ভয় করো। হ্যাঁ, আমি বলি তাঁকেই ভয় করো।


আমি তখন বিচারকরূপে তোমাদের সামনে উপস্থিত হব। যারা মায়াবী জাদুকর, ব্যাভিচারী, মিথ্যাশপথকারী এবং যারা দিনমজুর, বিধবা, অনাথ ও শিশুদের নির্যাতন করে, যারা প্রবাসীদের উপর দুর্ব্যবহার করে, যারা আমাকে মান্য করে না, তাদের সব কুকর্ম প্রকাশ করে দেব।


তোমাদের এই সমস্ত অন্যায় জুলুম ও হত্যার উপর আমার বজ্রমুষ্টি নেমে আসবে।


যারা ঈশ্বরকে স্বীকার করে না ও যারা আমাদের প্রভু যীশুর সুসমাচার মানে না, তাদের দণ্ড দেবেন।


অতিরঞ্জিত অসার কথায় কেউ যেন তোমাদের প্রভাবিত না করে, কারণ এইসব অনাচারের জন্যই ঈশ্বরের অবাধ্য সন্তানদের উপর তাঁর ক্রোধের দণ্ড নেমে আসে।


সুতরাং আমি একথা বলছি, প্রভুর নামে সনির্বন্ধ অনুরোধ জানাচ্ছি, অবিশ্বাসীদের মত জীবন যাপন করো না, তাদের চিন্তাভাবনার সার্থকতা নেই।


সমস্ত অনুশাসন তুমি জান, ‘নরহত্যা করো না, ব্যভিচার করো না, চুরি করো না, মিথ্যা সাক্ষ্য দিও না, কাউকে প্রবঞ্চনা করো না, মাতাপিতাকে সম্মান করো।’


কিন্তু জেরুশালেমে অধিষ্ঠিত পরমেশ্বর ধর্মময়, ন্যায়বান। নিত্য প্রভাতে সূর্যোদয়ের যেমন ব্যতিক্রম নেই, তেমনি ব্যতিক্রম নেই তাঁরও ন্যায়বিচারে। কিন্তু তা সত্ত্বেও অসৎ নির্লজ্জদের চেতনা হয় না।


ধিক্‌ সেই বিদ্রোহিনী, ভ্রষ্টা ও দৌরাত্ম্যময়ী নগরীকে!


প্রত্যেকে তাদের বন্ধুকে সন্দেহের দৃষ্টিতে দেখে, বিশ্বাস করতে পারে না আপন ভাইকেও। কারণ তারা প্রত্যেকেই প্রতারক যাকোবের মত, প্রত্যেকেই নিজের বন্ধুদের বিপদে ফেলে।


বিদেশী, পিতৃমাতৃহীন অনাথ এবং বিধবাদের অসহায় অবস্থার সুযোগ নিয়ে তাদের নিপীড়ন করো না। দেশের নিরীহ মানুষদের হত্যা করা বন্ধ কর। অলীক দেবতাদের পূজা বন্ধ কর, অন্যথায় ধ্বংস হয়ে যাবে তোমরা।


ইসরায়েলই সর্বাধিপতি প্রভু পরমেশ্বরের দ্রাক্ষাকুঞ্জ, যিহুদীয়ার মানুষ তাঁরই রোপিত দ্রাক্ষালতা, তাদের কাছে তিনি আশা করেছিলেন ধর্মনিষ্ঠা, কিন্তু পরিবর্তে সে হল রক্তপিপাসু, তিনি তাদের কাছে আশা করেছিলেন ন্যায়সঙ্গত কাজ, কিন্তু ঐ শোন নিপীড়িতের ক্রন্দন ধ্বনি।


যদি দেখ, কোন রাজ্যে দরিদ্রেরা নিপীড়িত হচ্ছে, বঞ্চিত হচ্ছে ন্যায়বিচার ও ন্যায্যা অধিকার থেকে, তাহলে বিস্মিত হয়ো না—কারণ প্রত্যেক রাজকর্মচারীকে তাঁর ঊর্ধ্বতন কর্মচারী এবং তাঁকেও তাঁর ঊর্ধ্বতন কর্মচারী রক্ষা করে চলেন।


সঠিক ওজনের দাঁড়িপাল্লা ও বাটখারা যারা ব্যবহার করে না, প্রভু পরমেশ্বর তাদের ঘৃণা করেন।


ক্রেতা সব সময়ই বলে, দাম খুব চড়া কিন্তু জিনিস কেনার পর সে খুব লাভ করেছে বলেই বড়াই করে।


যে ওজনে ঠকায় সে ঈশ্বরের ঘৃণার পাত্র, যে ন্যায্যা মাপে জিনিষ দেয় সে ঈশ্বরের প্রীতির পাত্র।


আমি জানি, প্রভু পরমেশ্বর দীনহীনের অভিযোগ নিষ্পত্তি করেন, দরিদ্রের পক্ষে করেন ন্যায়বিচার।


হে প্রভু, ঈশ্বর তুমি, প্রকাশ কর তোমার রোষ।


প্রতিশোধ গ্রহণ ও প্রতিফল দান আমারই কর্ম, ওদের পদস্খলনের সময় আসন্ন, আসন্ন ওদের বিপত্তির দিন, অবিলম্বে নেমে আসছে ওদের নিরূপিত দণ্ড।


কোন ব্যক্তি যদি তার স্বজাতীয় কোন ইসরায়েলীকে অপহরণ করে তাকে ক্রীতদাসের মত খাটায় বা বিক্রি করে এবং তার সেই কাজ ধরা পড়ে, তাহলে সেই অপহরণকারীর মৃত্যুদণ্ড হবে। এইভাবে তোমরা নিজেদের মধ্য থেকে অনাচার দূর করবে।


তোমরা কেউ কাউকে ঠকাবে না এবং তোমাদের আরাধ্য ঈশ্বরকে সম্ভ্রম করবে, কেননা আমি প্রভু পরমেশ্বর, তোমাদের আরাধ্য ঈশ্বর।


তোমরা স্বজাতীয় কোন লোকের কাছে যদি কিছু বিক্রি কর বা স্বজাতীয়ের কাছ থেকে কিছু কেনো, তবে কেউ কাউকে ঠকাবে না।


প্রতিবেশীর উপর তোমরা অত্যাচার করবে না, তার কোন জিনিষ লুঠ করবে না। দিনমজুরের মজুরী তোমরা পরের দিন পর্যন্ত আটকে রাখবে না।


তোমরা চুরি করবে না, প্রতিবেশীকে প্রতারণা করবে না কিম্বা মিথ্যা কথা বলবে না।


যে চোর ছিল সে যেন আর চুরি না করে বরং সে যেন সদুপায়ে জীবিকা অর্জন করে, তাহলে অভাবগ্রস্তকেও সে সাহায্য করতে পারবে।


ভূ-সম্পত্তির প্রতি তাদের প্রচণ্ড লোভ, গায়ের জোরে তারা দখল করে অপরের ভূ-সম্পত্তি, অপরের ঘরবাড়িও তারা গ্রাস করে। তাদের হাতে কারও পরিবার বা কারও সম্পত্তি নিরাপদ নয়।


সঠিক ওজনের বাটখারা ও দাঁড়ি পাল্লা প্রভুর কাম্য, বেচাকেনাতেও তিনি চান সততা।


সেখানে আমার পাঁচটি ভাই আছে। ও গিয়ে সাবধান করে দিক যেন তারাও এই যন্ত্রণাময় জায়গায় এসে না পড়ে।’


দেখ, ঈশ্বরের দেওয়া দুঃখ বরণ করেছ বলে তোমাদের মনে কি পরিমাণ আগ্রহ, আত্মবিশ্লেষণের প্রেরণা, ক্ষোভ, আশঙ্কা, অনুরাগ উদ্যম ও কঠোর শৃঙ্খলাবোধ সঞ্চারিত হয়েছে! এই বিষয়ে তোমরা সব দিক থেকে তোমাদের নির্দোষিতা প্রতিপন্ন করেছ।


তোমরা জান, আমরা তোমাদের প্রত্যেকের সঙ্গে পিতার মত আচরণ করেছি।


শাস্ত্রের কোন এক জায়গায় এ সম্পর্কে বলা হয়েছে:”কে এই নশ্বর মানব?কেন ভাব তার কথা তুমি?কেন এই মানবের প্রতি তুমিএত সযত্ন সজাগ?


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন