Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




১ থিষলনীকীয় 1:6 - পবিএ বাইবেল CL Bible (BSI)

6 তোমরাও আমাদের এবং প্রভুর দৃষ্টান্ত অনুসরণ করেছ, কারণ সুসমাচার গ্রহণ করার জন্য তোমাদের অনেক দুঃখ-ক্লেশ বরণ করতে হয়েছে, কিন্তু সেই সঙ্গে তোমরা পবিত্র আত্মার অনুপ্রেরণায় আনন্দও লাভ করেছ।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

6 আর তোমরা অনেক নির্যাতনের মধ্যেও পাক-রূহের আনন্দে সেই কালাম গ্রহণ করে আমাদের এবং প্রভুরও অনুকারী হয়েছ;

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

6 তোমরা আমাদের এবং প্রভুর অনুকরণ করেছিলে, প্রচণ্ড দুঃখকষ্টের মধ্যেও পবিত্র আত্মার দেওয়া আনন্দে তোমরা সেই বার্তাকে স্বাগত জানিয়েছ।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

6 আর তোমরা বহু ক্লেশের মধ্যে পবিত্র আত্মার আনন্দে বাক্যটী গ্রহণ করিয়া আমাদের এবং প্রভুরও অনুকারী হইয়াছ;

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

6 আর তোমরা আমাদের ও প্রভুর অনুকরণ করেছিলে। তোমরা অনেক নির্যাতন ভোগের মধ্যেও সেই শিক্ষা আনন্দের সঙ্গে গ্রহণ করেছিলে। পবিত্র আত্মাই সেই আনন্দ তোমাদের দিয়েছিলেন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

6 আর তোমরা বহু কষ্টের মধ্যে পবিত্র আত্মার আনন্দে বাক্যটি গ্রহণ করে আমাদের এবং প্রভুর অনুকারী হয়েছ;

অধ্যায় দেখুন কপি




১ থিষলনীকীয় 1:6
33 ক্রস রেফারেন্স  

তোমরা আমার অনুকরণ কর, যেমন আমি খ্রীষ্টের অনুকরণ করি। তোমরা সর্ববিষয়ে আমার কথা স্মরণ কর এবং


সুতরাং আমার অনুরোধ, তোমরা আমার দৃষ্টান্ত অনুসরণ কর।


কিন্তু সেখানকার নবদীক্ষিত খ্রীষ্টবিশ্বাসীরা আনন্দে ও পবিত্র আত্মার প্রসাদে পরিপূর্ণ হল।


কিন্তু পবিত্র আত্মা যে ফসল উৎপন্ন করেন তা হল —আনন্দ, শান্তি, সহিষ্ণুতা, সহৃদয়তা, হিতৈষণা, বিশ্বস্ততা,


তোমাদের কাছ থেকে আমাদের ভরণপোষণ লাভের অধিকার আছে, তা সত্ত্বেও তোমাদের সামনে আদর্শ তুলে ধরার জন্যই এই পরিশ্রম আমরা করেছি।


প্রিয় বন্ধু, মন্দের অনুকরণ করো না, যা বাল তারই অনুকরণ কর। যে ভাল কাজ করে সে ঈশ্বর থেকে উদ্ভূত, যে মন্দ করে সে ঈশ্বরকে দেখেনি।


তোমরা ঈশ্বরের প্রিয় সন্তান, কাজেই তোমরা তাঁর অনুকরণ কর।


যীশু আবার লোকদের সম্বোধন করে বললেন, আমি জগতের জ্যোতি। যে আমার অনুসরণ করে সে অন্ধকারে ঘুরে বেড়াবে না। আমার কোন অনুসারী অন্ধকারে ঘুরে বেড়াবে না, সে লাভ করবে জীবনের জ্যোতি।


যীশু তখন তাঁর শিষ্যদের বললেন, কেউ যদি আমার অনুগামী হতে চায় তবে সে সর্বস্ব প্রত্যাখ্যান করুক এবং নিজের ক্রুশ তুলে নিয়ে আমার অনুসরণ করুক।


তোমরা যদি সত্যিই সৎকর্ম করতে চাও, তাহলে কে তোমাদের অনিষ্ট করবে?


তোমরা তাঁকে না দেখেও ভালবেসেছ, না দেখা সত্ত্বেও এখনি তাঁকে বিশ্বাস করে অনির্বচনীয় পরম আনন্দ উপভোগ করছ


এর জন্য তোমরা আনন্দ কর, যদিও এখন নানা পরীক্ষার সম্মুখীন হয়ে কিছুদিন তোমাদের দুঃখ পেতে হচ্ছে।


বন্দীদের প্রতি তোমরা সমবেদনা প্রকাশ করেছ। মহত্তর ও স্থায়ী এক সম্পদ তোমাদের আছে এ কথা জেনে তোমরা তোমাদের পার্থিব সহায় সম্পদের লুণ্ঠন হাসিমুখে মেনে নিয়েছ।


সর্বপ্রকার নির্যাতন ও দুঃখকষ্ট সহ্য করেও তোমরা বিশ্বাসে অটল রয়েছ, সেইজন্য আমরা নিজেরাই ঈশ্বরের মণ্ডলীগুলির কাছে তোমাদের জন্য গর্ব প্রকাশ করছি।


বন্ধুগণ, তোমরা আমার আদর্শ অনুকরণ কর। যারা আমাদের আদর্শে চলে তাদের লক্ষ্য কর।


তাদের কাছে আমরা এতখানি আশা করিনি যে তারা প্রথমে প্রভুর উদ্দেশ্যে এবং তারপরে ঈশ্বরের ইচ্ছানুসারে আমাদের জন্যও নিজেদের উৎসর্গ করবে।


প্রত্যাশার মূল আধারে ঈশ্বর তাঁর প্রতি তোমাদের বিশ্বাসের জন্য তোমাদের পূর্ণ আনন্দ ও শান্তি দান করুন। পবিত্র আত্মার প্রভাবে তোমাদের অন্তর প্রত্যাশায় আপ্লুত হোক।


এই সময়ে যিহুদীয়া, গালীল ও শমরীয় প্রদেশের খ্রীষ্টীয় মণ্ডলীগুলি কিছুটা স্বস্তিলাভ করেছিল এবং শক্তি অর্জন করতে সমর্থ হয়েছিল। প্রভুর প্রতি সম্ভ্রমে পরিপূর্ণ এবং পবিত্র আত্মায় উদ্দীপিত হয়ে মণ্ডলী সংখ্যায় বৃদ্ধিলাভ করল ও এগিয়ে চলতে লাগল।


শিষ্যেরা যে যীশু নামের জন্য লাঞ্ছনা ও অপমান বরণের যোগ্য পাত্ররূপে পরিগণিত হয়েছেন, এ জন্য আনন্দ করতে করতে সভাস্থল ছেড়ে চলে গেলেন।


দেখ, সেইজন্য আমি তাকে প্রলুব্ধ করে প্রান্তরে নিয়ে যাব, কথা বলব তার মনের মতন করে,


আমি যে সংস্কার ও রীতি তোমাদের কাছে হস্তান্তর করেছি তা তোমরা সযত্নে রক্ষা করে চলেছ —এইজন্য আমি তোমাদের প্রশংসা করি।


আমরা দুঃখ পাই অথচ সদাই প্রফুল্ল। আমরা দরিদ্র হলেও আনেককে করছি সমৃদ্ধ, আমাদের কিছুই নেই, অথচ আমরা সব কিছুর অধিকারী।


তোমরা বালবাবেই জান, আমাদের প্রদর্শিত আদর্শ কিভাবে অনুসরণ করতে হবে, তোমাদের কাছে থাকার সময় আমরা কখনও অলস জীবন যাপন করিনি।


তুমি খ্রীষ্টের বাণী প্রচার কর, সময় অসময়ের বিচার না করে প্রচারের কাজ করে যাও। সকলের মনে দৃঢ় পত্যয় জাগাও, সবাইকে সতর্ক কর, উৎসাহ দাও, অসীম ধৈর্য সহকারে শিক্ষাদান করে যাও।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন