Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




১ তীমথিয় 5:7 - পবিএ বাইবেল CL Bible (BSI)

7 এদের তুমি শিক্ষা দেবে যাতে এদের দোষত্রুটি কেউ না ধরতে পারে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

7 এ সব বিষয়ে হুকুম কর, যেন তারা অনিন্দনীয় হয়।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

7 তুমি তাদের এই শিক্ষা দাও, যেন কেউ তাদের নিন্দা করার সুযোগ না পায়।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

7 এই সমস্ত আজ্ঞা কর, যেন তাহারা অনিন্দনীয় হয়।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

7 এইসব নির্দেশ তুমি বিশ্বাসীদের মনে করিয়ে দাও, যাতে কারো কোন বদনাম না হয়।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

7 এই সব বিষয়ে নির্দেশ কর, যেন তারা নিন্দিত না হয়।

অধ্যায় দেখুন কপি




১ তীমথিয় 5:7
7 ক্রস রেফারেন্স  

এই সমস্ত বিষয়ে তাদের নির্দেশ আর উপদেশ দাও।


দৃঢ়তার সঙ্গে তাদের এইসব নির্দেশ দাও, উৎসাহ দাও, প্রয়োজন মত সমালোচনা কর। তাদের কেউ যেন তোমাকে অবজ্ঞা না করে।


এটা তিনি ঠিকই বলেছেন। এইজন্য তাদের কঠোর সমালোচনা করো যাতে তাদের বিশ্বাস শিথিল না হয়,


ঈশ্বর এবং যিনি জীবিত ও মৃতদের ভাবী বিচারক সেই যীশু খ্রীষ্টের উপস্থিতিতে তাঁরই আবির্ভাব ও তাঁরর আসন্ন রাজত্বের কথা স্মরণে রেখে তোমার কাছে আমার সনির্বন্ধ অনুরোধ,


এই সংসারে যারা ধনী, তাদের বল, তারা যেন অহঙ্কার না করে, মায়াময় ঐশ্বর্যের উপর ভরসা না রাখে। তাদের বল, যিনি আমাদের ভোগের জন্য সবকিছু দেন সেই ঈশ্বরের উপর ভরসা রেখে তারা যেন


আমি চাই ইফিসাসে তুমি থাকবে। একথা আমি ম্যাসিডোনিয়ায় যাবার পথে তোমাকে বলেছিলাম। সেখানে কিছু লোক বিভ্রান্তিকর ধর্মশিক্ষা দিচ্ছে। আমি চাই তুমি তাদের থামিয়ে দেবে।


এই কুটিলতা ও বিভ্রান্তির যুগে তোমরা ঈশ্বরের নির্দোষ, অমায়িক ও নিষ্কলঙ্ক সন্তানরূপে প্রতিপন্ন হও। তোমরাই এই অন্ধকার জগতে উজ্জ্বল নক্ষত্র, তোমরাই জীবনবেদের ধারক।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন