Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




১ তীমথিয় 5:3 - পবিএ বাইবেল CL Bible (BSI)

3 যেসব বিধবা সত্যই অনাথা তাদের সম্মান কর।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

3 যেসব বিধবাদের দেখাশুনা করার কেউ নেই, তাদের সম্মান কর।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

3 প্রকৃত দুস্থ বিধবাদের যথাযথ স্বীকৃতি দিয়ো।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

3 যাহারা প্রকৃত বিধবা, সেই বিধবাদিগকে সমাদর কর।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

3 প্রকৃত বিধবারা যারা সত্যি একাকী ও বঞ্চিত তাদের সম্মান করো;

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

3 যারা সত্যিকারের বিধবা, সেই বিধবাদেরকে সম্মান কর।

অধ্যায় দেখুন কপি




১ তীমথিয় 5:3
28 ক্রস রেফারেন্স  

‘বিদেশী পিতৃহীন ও বিধবার প্রতি যে অন্যায় বিচার করে সে অভিশপ্ত হোক’। জনতা বলবে, ‘আমেন’।—


কিছুদিনের মধ্যে শিষ্যদের সংখ্যা বেড়ে যেতে লাগল। তখন স্থানীয় হিব্রুভাষী ইহুদীদের বিরুদ্ধে গ্রীকভাষী ইহুদীদের অসন্তোষ প্রকাশ পেতে লাগল। তাদের ক্ষোভ ছিল, ভাণ্ডার থেকে প্রাত্যহিক প্রয়োজনীয় দ্রব্যাদি বিতরণের সময় তাঁদের বিধবারা অবহেলিত হচ্ছিলেন।


তার দ্বারা তোমাদের নগরে বসবাসকারী লেবীয়, যাদের তোমাদের মত পৈতৃক বা নিজস্ব কোন সম্পত্তি নেই, তাদের এবং বিদেশী অনাথ ও বিধবাদের ভরণপোষণের ব্যবস্থা হবে। তোমরা যদি এইভাবে চল তাহলে তোমরা সকল কাজকর্মে তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের আশীর্বাদ লাভ করবে।


অনাথ ও বিধবাদের পক্ষ হয়ে তিনি বিচার নিষ্পত্তি করেন এবং প্রবাসীকে ভালবেসে অন্নবস্ত্র দেন।


সকলকে শ্রদ্ধা কর, ভ্রাতৃসঙ্ঘকে ভালবাস, ঈশ্বরকে সম্ভ্রম কর এবং সম্রাটকে মান্য কর।


সেই উৎসবে তুমি, তোমার পুত্র-কন্যা, দাসদাসী তোমাদের নগরবাসী লেবীয়, বিদেশী, পিতৃহীন ও বিধবা সকলেই আনন্দ করবে।


তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর তাঁর উপাসনার জন্য যে পবিত্র স্থান মনোনীত করবেন, সেখানে তাঁর সাক্ষাতে তুমি, তোমার পুত্র-কন্যা, তোমার নগরে বসবাসকারী লেবীয়, তোমাদের মাঝে যারা বিদেশী, পিতৃহীন, বিধবা আছে তাদের সকলকে নিয়ে আনন্দোৎসব করবে।


পিতা ও মাতাকে তুমি সম্মান করবে, তাহলে তোমার আরাধ্য প্রভু পরমেশ্বর যে দেশ তোমাদের দেবেন সেই দেশে তুমি দীর্ঘকাল বসবাস করতে পারবে।


স্বামীরা, তোমরাও সেইভাবে বিচার বিবেচনা করে স্ত্রীকে নিয়ে সংসার কর। মেয়েরা তোমাদের চেয়ে দুর্বল বলেই তাদের যথাযোগ্য মর্যাদা দাও, কারণ তোমরা দুজনেই ঈশ্বরদত্ত জীবনের শরিক। তাহলে তোমাদের প্রার্থনায় কোন বাধা সৃষ্টি হবে না।


বিপদে আপদে অনাথ শিশু ও বিধবাদের সাহায্য করা এবং সংসারের কলুষ থেকে নিজেকে বাঁচিয়ে চলাই হচ্ছে পিতা ঈশ্বরের বিচারে এক অনাবিল পবিত্র ধর্ম।


তোমাদের কিম্বা অন্য কোন মানুষের কাছে আমরা সম্মান দাবী করিনি,


পিতর তক্ষুনি তাঁদের সঙ্গে চলে এলেন। তিনি এসে পৌঁছালে শিষ্যেরা তাঁকে নিয়ে গেলেন ওপর তলার সেই ঘরে। সমস্ত বিধবা স্ত্রীলোকেরা সেখানে তাঁর কাছে এসে কাঁদতে লাগল এবং দর্কা বেঁচে থাকতে যে সমস্ত পোষাক-পরিচ্ছদ তাদের তৈরী করে দিয়েছিলেন, সেগুলি দেখাতে লাগল।


তাঁরা নগর দ্বারের কাছাকাছি গেছেন, এমন সময় দেখতে পেলেন একজন মৃত ব্যক্তিকে লোকেরা বাইরে বয়ে নিয়ে যাচ্ছে। বিধবা মায়ের একমাত্র পুত্র ছিল সে। নগরের অনেক লোক ভিড় করে সেই শোকাতুরা জননীর সঙ্গে সঙ্গে যাচ্ছিল।


তারপর থেকে চুরাশি বৎসর বয়স পর্যন্ত তিনি বৈধব্য জীবন যাপন করেছিলেন। মন্দির ছেড়ে তিনি কোথাও যেতেন না, উপবাস ও প্রার্থনা সহকারে দিনরাত্রি ঈশ্বরের আরাধনায় মগ্ন থাকতেন।


ভণ্ড শাস্ত্রী ও ফরিশীর দল, ধিক তোমাদের। তোমরা লোকের সামনে স্বর্গরাজ্যের দরজা বন্ধ করে দাও। নিজেরা তো প্রবেশ করই না, যারা চায় তাদেরও ঢুকতে দাও না।


তখন তাকে আর নিজের পিতা-মাতার সেবা করতে হয় না। তোমারই তো নিজেদের পালিত প্রথার খাতিরে ঈশ্বরের আদেশ ব্যর্থ করেছ।


তোমার অনাথ শিশুদের আমার কাছে রেখে যাও, আমি তাদের যত্ন নেব। তোমার বিধবারা নিশ্চিন্তে আমার উপরে নির্ভর করুক।


প্রবাসীদের রক্ষা করেন তিনি, বিধবা ও পিতৃহীনদের তিনিই সহায় কিন্তু ব্যর্থ করেন দুর্জনের সকল প্রচেষ্টা।


বিধবা ও প্রবাসীদের বধ করছে তারা, অনাথ শিশুদের করছে হত্যা।


নিজ পবিত্র মন্দিরে অধিষ্ঠিত ঈশ্বর পিতৃহীনের পিতা তিনি বিধবার সহায়।


আমি গরীবদের প্রাপ্য কোন কিছু কখনও আটক করে রাখিনি কিম্বা কোন বিধবার আশাভঙ্গ করিনি।


শোষিত-বঞ্চিত লোকেরা আমাকে আশীর্বাদ করত, বিধবাদের মনে নিরাপত্তার আশ্বাস সঞ্চার করতাম আমি।


বয়স্কা মহিলাদের মাতার মত এবং অল্পবয়সী মেয়েদের সঙ্গে সরল মনে ভগ্নীর মত ব্যবহার করবে —অন্তর তোমার শুদ্ধ রাখবে।


যীশু নথনেলকে তাঁর কাছে আসতে দেখে বললেন, এই দেখ একজন প্রকৃত ইসরায়েলী যার মধ্যে কোন কপটতা নেই।


পিতর তখন তাঁর হাত ধরে তাঁকে উঠে দাঁড়াতে সাহায্য করলেন। পরে তিনি মণ্ডলীর সমস্ত সভ্য এবং বিধবাদের ডেকে জীবিতা টাবিথাকে তাঁদের সামনে উপস্থিত করলেন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন