Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




১ তীমথিয় 4:4 - পবিএ বাইবেল CL Bible (BSI)

4 ঈশ্বর যা কিছু সৃষ্টি করেছেন, সবই ভাল এবং কৃতজ্ঞচিত্তে গ্রহণ করলে কোন কিছুই অখাদ্য নয়।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

4 বাস্তবিক আল্লাহ্‌র সৃষ্ট সমস্ত বস্তুই ভাল; শুকরিয়া সহকারে গ্রহণ করলে কিছুই বর্জনীয় নয়,

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

4 ঈশ্বরের সৃষ্ট সবকিছুই ভালো এবং ধন্যবাদের সঙ্গে গ্রহণ করলে, কোনো কিছুই অখাদ্য নয়,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

4 বাস্তবিক ঈশ্বরের সৃষ্ট সমস্ত বস্তুই ভাল; ধন্যবাদ সহকারে গ্রহণ করিলে কিছুই অগ্রাহ্য নয়,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

4 বাস্তবিক ঈশ্বরের সৃষ্ট সমস্ত বস্তুই ভাল, ধন্যবাদের সঙ্গে গ্রহণ করলে কিছুই অগ্রাহ্য নয়।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

4 বাস্তবে ঈশ্বরের তৈরী সব কিছুই ভালো; ধন্যবাদ দিয়ে গ্রহণ করলে, কিছুই অগ্রাহ্য হয় না,

অধ্যায় দেখুন কপি




১ তীমথিয় 4:4
15 ক্রস রেফারেন্স  

সামান্য খাদ্যের জন্য ঈশ্বরের কাজ পণ্ড করো না। সমস্ত খাদ্যবস্তুই গ্রহণীয়, এ কথা ঠিক, কিন্তু কেউ যদি এমন খাদ্য গ্রহণ করে যা অন্যের বিঘ্ন ঘটায়, তাহলে সেই খাদ্য ভাল নয়।


বাজারে যে মাংস বিক্রি হয় বিবেকের কোন প্রশ্ন না তুলে তেআমরা তা খেতে পার,


খ্রীষ্টের সঙ্গে সংযু্ক্ত হওয়ার ফলে আমি একথা জেনেছি যে কোন খাদ্যই প্রকৃতপক্ষে অশুচি নয়, কিন্তু কেউ যদি কোন খাদ্যকে অশুচি বলে মনে করে, তাহলে সেটা হবে শুধু তারই কাছে অশুচি।


সবকিছুই সঙ্গত কিন্তু সবকিছু মঙ্গলজনক নয়। সবই সঙ্গত, কিন্তু সবকিছুই গঠনমূলক নয়।


কিন্তু যে সমস্ত অইহুদী প্রভুতে বিশ্বাস স্থাপন করেছে, তাদের কাছে আমরা লিখে পাঠিয়েছি, তারা যেন প্রতিমার কাছে উৎসর্গিত কোন দ্রব্য, রক্ত এবং গলা টিপে হত্যা করা কোন প্রাণীর মাংস গ্রহণ না করের এবং ব্যভিচার থেকে যেন বিরত থাকে।


তারা বিবাহ করতে বারণ করে এবং কোন কোন খাদ্য গ্রহণ করতে নিষেধ করে। ঈশ্বর কিন্তু এইসব খাদ্য মানুষের জন্যই সৃষ্টি করেছেন। যাঁরা সত্যজ্ঞ এবং প্রকৃত ধর্মবিশ্বাসী, তাঁরা ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে এইসব খাদ্য গ্রহণ করেন।


তিনি পরম আশ্রয়গিরি ন্যায়ের আধার সকল কর্মে তিনি অভ্রান্ত নির্ভুল। প্রতিজ্ঞায় অটল তিনি সত্যে অবিচল, ধর্মময় তিনি যথার্থ ঈশ্বর।


প্রতিমার কাছে উৎসর্গীত কোন দ্রব্য, রক্ত এবং শ্বাসরোধ করে হত্যা করা কোন প্রাণীর মাংস তোমরা গ্রহণ করো না। ব্যভিচার পরিহার কর। এগুলি থেকে তোমরা যদি বিরত থাক, তাহলেই তোমরা সঠিক পথে থাকবে। ইতি।’


তখন সেই কণ্ঠস্বর তাঁকে আবার বললেন, ঈশ্বর যা শুচি করেছেন তাকে তুমি অপবিত্র বলো না।


দিনক্ষণ যে মানে সে প্রভুকে মনে রেখেই তা মানে। যে সব কিছু আহার করে সে প্রভুকে মনে রেখেই করে, কারণ আহার্যের জন্য সে প্রভুর কাছে কৃতজ্ঞতা জানায়। যে সব কিছু খায় না সে প্রভুকে মনে রেখেই তা করে, কারণ সেও প্রভুর কাছে কৃতজ্ঞতা জানায়। আমরা


কারণ ‘পৃথিবী ও তার সবকিছু প্রভুরই’।


আমি যদি ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে কেআন খাদ্য গ্রহণ করি তাহলে যে বস্তু আমি ধন্যবাদসহ নিবেদন করেছি তার জন্য কেন আমার নিন্দা করা হবে?


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন