Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




১ তীমথিয় 4:3 - পবিএ বাইবেল CL Bible (BSI)

3 তারা বিবাহ করতে বারণ করে এবং কোন কোন খাদ্য গ্রহণ করতে নিষেধ করে। ঈশ্বর কিন্তু এইসব খাদ্য মানুষের জন্যই সৃষ্টি করেছেন। যাঁরা সত্যজ্ঞ এবং প্রকৃত ধর্মবিশ্বাসী, তাঁরা ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে এইসব খাদ্য গ্রহণ করেন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

3 তারা বিয়ে করতে নিষেধ করে এবং কোন কোন খাদ্য ভোজন করতে নিষেধ করে, অথচ সেই খাদ্য আল্লাহ্‌ এই অভিপ্রায়ে সৃষ্টি করেছেন, যেন যারা ঈমানদার ও সত্যের তত্ত্ব জানে, তারা শুকরিয়াপূর্বক তা ভোজন করে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

3 তারা লোকদের বিবাহ করতে নিষেধ করে ও কোনো কোনো খাবার থেকে দূরে থাকার জন্য আদেশ দেয়, যা ঈশ্বর এই উদ্দেশে সৃষ্টি করেছেন যেন যারা বিশ্বাসী এবং সত্য জানে তারা ধন্যবাদ জ্ঞাপনের সঙ্গে সেইসব খাবার গ্রহণ করে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

3 তাহারা বিবাহ নিষেধ করে, এবং বিবিধ খাদ্যের ব্যবহার নিষেধ করে, যাহা যাহা ঈশ্বর এই অভিপ্রায়ে সৃষ্টি করিয়াছেন, যেন, যাহারা বিশ্বাসী ও সত্যের তত্ত্ব জানে, তাহারা ধন্যবাদ-পূর্ব্বক ভোজন করে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

3 এরাই মানুষকে বিবাহ করতে নিষেধ করে ও কোন কোন খাদ্য খেতে নিষেধ করে। কিন্তু সেই খাদ্য সামগ্রী ঈশ্বর সৃষ্টি করেছেন এবং যারা বিশ্বাসী ও যারা সত্যকে জানে তারা ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে এই খাবার খায়।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

3 তারা বিয়ে করতে মানা করে এবং কোনো কোনো খাবার খেতে মানা করে, যা যা ঈশ্বর এই উদ্দেশ্যে তৈরী করেছেন, কিন্তু যারা বিশ্বাসী ও সত্যকে জানে, তারা যেন তাঁকে ধন্যবাদ দিয়ে খাবার খায়।

অধ্যায় দেখুন কপি




১ তীমথিয় 4:3
30 ক্রস রেফারেন্স  

ঈশ্বর যা কিছু সৃষ্টি করেছেন, সবই ভাল এবং কৃতজ্ঞচিত্তে গ্রহণ করলে কোন কিছুই অখাদ্য নয়।


বিবাহিত জীবনের মর্যাদা সকলে রক্ষা করুক। দাম্পত্য সম্পর্ককে কেউ যেন কলুষিত না করে, কারণ ঈশ্বর লম্পট ও ব্যভিচারী লোকদের বিচার করবেন।


দিনক্ষণ যে মানে সে প্রভুকে মনে রেখেই তা মানে। যে সব কিছু আহার করে সে প্রভুকে মনে রেখেই করে, কারণ আহার্যের জন্য সে প্রভুর কাছে কৃতজ্ঞতা জানায়। যে সব কিছু খায় না সে প্রভুকে মনে রেখেই তা করে, কারণ সেও প্রভুর কাছে কৃতজ্ঞতা জানায়। আমরা


সুতরাং খাদ্য, পানীয়ের বিধিব্যবস্থা, কিম্বা পালা-পার্বণ, অমাবস্যা, সাব্বাথ দিন পালন নিয়ে কেউ যেন তোমাদের সমালোচনা না করে।


কোনো খাদ্যদ্রব্যের গুণে আমরা ঈশ্বরের কাছে গ্রাহ্য হই না। খাদ্যবিশেষ গ্রহণ করা না করায় আমাদের কোন ক্ষতিবৃদ্ধি হয় না।


সঞ্চরণশীল সমস্ত প্রাণীই হবে তোমাদের ভক্ষ্য। হরিৎ উদ্ভিদ্‌রাজির মত সেগুলিও আমি তোমাদের দিলাম।


কথায় কিম্বা কাজে তোমরা যা কিছু কর না কেন, সবই প্রভু যীশুর নামে করবে। তাঁরই মাধ্যমে পিতা ঈশ্বরকে ধন্যবাদ জানাবে।


অবশ্য বিবাহ করলে তোমার পাপ হবে না, কোনো কুমারী যদি বিবাহ করে তারও পাপ হবে না। তবে বিবাহিত লোকদের সংসারের যে নানা দুর্ভোগ সহ্য করতে হয়, আমি তা থেকে তোমাদের নিষ্কৃতি দিতে চাই।


যে আমিষভোজী সে যেন নিরামিষাশীকে অবজ্ঞা না করে এবং যে নিরামিষ খায় সে যেন আমিষ ভোজীকে দোষী সাব্যস্ত নাকরে, কারণ ঈশ্বরর তাকেও আপন করে নিয়েছেন।


নানা ধরণের বিচিত্র মতবাদের দ্বারা বিভ্রান্ত হয়ো না। ঈশ্বরের অনুগ্রহের দ্বারাই আমাদের মনের পুষ্টি হয়, কোন খাদ্যবস্তুর দ্বারা নয়। প্রকৃতপক্ষে খাদ্য-অখাদ্যের বিচার করে কেউ কোনদিন উপকৃত হয়নি।


তিনি চান সব মানুষ পরিত্রাণ লাভ করে সত্যের স্বরূপ উপলব্ধি করুক।


উদরের জন্য খাদ্য এবং খাদ্য গ্রহণের জন্য উদর। কিন্তু ঈশ্বর এই উভয়কেই শেষ করবেন। দেহ ব্যভিচারের জন্য নয়, প্রভুর সেবার জন্য এবং প্রভুই দেহের মালিক।


ভোজনপানের জন্য ঈশ্বরের রাজ্য নয়, ধর্মাচরণ, শান্তি ও পবিত্র আত্মার দেওয়া আনন্দই ঈশ্বরের রাজ্য।


তারপর সেই সাতখানা রুটি ও মাছ কয়টি নিয়ে ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে রুটিগুলো টুকরো টুকরো করলেন এবং শিষ্যদের হাতে দিলেন। শিষ্যেরা সকলকে পরিবেশন করলেন।


বরং মানুষের পক্ষে উত্তম এবং করণীয় বলে আমি যা বুঝেছি, তা হচ্ছে এই: ঈশ্বর মানুষকে যে স্বল্প আয়ু দিয়েছেন, তার সেই সীমিত দিনগুলি শ্রমলব্ধ উপার্জনে সুখ-শান্তিতে অতিবাহিত করাই শ্রেয়। এই-ই ঈশ্বরের বিধান।


তিনি জনতাকে ঘাসের উপর বসতে বললেন। তারপর পাঁচখানা রুটি ও দুটি মাছ নিয়ে ঊর্ধ্বে তাকিয়ে ঈশ্বরকে ধন্যবাদ দিলেন এবং রুটিগুলি টুকরো করে শিষ্যদের হাতে দিলেন। শিষ্যরা সকলকে তা পরিবেশন করলেন।


একথা বলে পৌল রুটি হাতে নিয়ে ঈশ্বরকে ধন্যবাদ দিলেন এবং সকলকে ভাগ করে দিয়ে নিজেও খেতে আরম্ভ করলেন।


প্রভুর আশিসপুত্র রুটি তারা যে জায়গায় বসে খেয়েছিল, তারই কাছে তিবিরিয়া থেকে নৌকা এসে ভিড়তে লাগল।


যীশু তাঁদের সঙ্গে খেতে বসে রুটি নিয়ে আশীর্বাণী উচ্চারণ করলেন এবং সেই রুটি টুকরো করে তাঁদের দিলেন।


এই রাজা তার পূর্বপুরুষদের আরাধ্য দেবতাদের ও নারীকুলের আরাধ্য দেবতাদের বাতিল করে দেবে। কোন দেবদেবীকেই সে আর মানবে না, নিজেকেই সব দেবতার চেয়ে শ্রেষ্ঠ বলে মনে করবে।


তিনি পাহাড়ের উপরে যজ্ঞস্থানে খেতে যাওয়ার আগে নগরে প্রবেশ করলেই আপনারা তাঁর দেখা পাবেন। তিনি না যাওয়া পর্যন্ত কেউ খাওয়া-দাওয়া করবে না, কারণ তিনি বলির উপর আশীর্বাদ করবেন। তারপর নিমন্ত্রিতেরা খেতে বসবেন, সুতরাং চলে যান তাহলে এখনই তাঁর দেখা পাবেন।


মুখের মধ্যে যা যায় তা মানুষকে অশুচি করে না, কিন্তু মুখ থেকে যা বেরিয়ে আসে তা-ই মানুষকে অশুচি করে তোলে।


আমি চাই অল্পবয়সী বিধবারা বরং বিবাহ করে ঘর-সংসার করুক, জননী হোক, যাতে নিন্দুকরা খুঁত ধরতে না পারে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন