Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




১ তীমথিয় 4:2 - পবিএ বাইবেল CL Bible (BSI)

2 কিছু মিথ্যাবাদী লোক মানুষকে মিথ্যা শিক্ষা দিয়ে বেড়াবে কারণ এদের বিবেকের মৃত্যু ঘটেছে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

2 যাদের নিজের বিবেক তপ্ত লোহার দাগের মত দাগযুক্ত হয়েছে এমন মিথ্যাবাদীদের কপটতার জন্যই তা ঘটবে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

2 এসব শিক্ষা ভণ্ড মিথ্যাবাদীদের মাধ্যমে আসে, যাদের বিবেক উত্তপ্ত লোহার দ্বারা যেন পুড়ে গেছে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

2 ইহা এমন মিথ্যাবাদীদের কপটতায় ঘটিবে, যাহাদের নিজ সংবেদ তপ্ত লৌহের দাগের মত দাগযুক্ত হইয়াছে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

2 যারা মিথ্যা বলে ও লোকদের প্রতারণা করে, এসব ভ্রান্ত শিক্ষা তাদের কাছ থেকেই আসে। তারা ভাল ও মন্দের মধ্যে বিচার করতে পারে না।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

2 এটা এমন মিথ্যাবাদীদের ভণ্ডামিতে ঘটবে, যাদের নিজের বিবেক, গরম লোহার দাগের মত দাগযুক্ত হয়েছে।

অধ্যায় দেখুন কপি




১ তীমথিয় 4:2
18 ক্রস রেফারেন্স  

বিচারবুদ্ধি হারিয়ে তারা ভ্রষ্টাচারে লিপ্ত, সর্বপ্রকার অশুচিতা এবং উচ্ছৃঙ্খলতার প্রতি তাদের আসক্তি।


এইসব লোকদের এড়িয়ে চল, কারণ তারা আমাদের প্রভু যীশু খ্রীষ্টের সেবা করে না, নিজেদের স্বার্থসিদ্ধির চেষ্টায় লিপ্ত থাকে এবং স্তুতিবাদ ও তোষামোদে তারা সরল ব্যক্তিদের মন ভুলায়।


এমনকি তোমাদের দলের মধ্যে থেকেই কিছু লোক সত্যকে বিকৃত করে এদলে ভাঙন ধরাবে এবং ভক্তদের নিজেদের পক্ষে টেনে নেবে।


এই পৈশাচিক আত্মাদের নানারকম অলৌকিক কাজ করার ক্ষমতা ছিল। সর্বনিয়ন্তা ঈশ্বরের নিরূপিত মহান দিবসে যুদ্দের জন্য সারা পৃথিবীর নৃপতিদের একত্র করতে তাদের পাঠানো হল।


ধর্মের বাহ্যিক আচার অনুষ্ঠান তারা আঁকড়ে থাকবে কিন্তু তার অন্তর্নিহিত প্রভাবকে তারা অস্বীকার করবে। এই ধরণের লোকদেরর সংস্পর্শ তোমরা এড়িয়ে চলবে।


তারা যেমন ঈশ্বরকে মান্য করার প্রয়োজন বোধ করেনি, তেমনি ঈশ্বর তাদের ভ্রষ্ট মতির বশে সমর্পণ করে তাদের অসঙ্গত কাজে রত হতে দিয়েছেন।


কারণ অনেক নকল খ্রীষ্ট ও ভুয়ো নবীর আবির্ভাব ঘটবে। তারা এমন সব চমকপ্রদ নিদর্শন ও অলৌকিক কাণ্ড দেখাবে যার ফলে মনোনীতরাও প্রতারিত হতে পারে।


ভন্ড নবীদের সম্পর্কে সাবধান হবে। মেষের ছদ্মবেশে এরা তোমাদের কাছে আসে, কিন্তু আসলে এরা হচ্ছে এক একটি হিংস্র নেকড়ে।


তখন আমরা আর নাবালক থাকব না, প্রবঞ্চক ফন্দিবাজ লোকদের ছলনায় যে কোন মতবাদের হাওয়ায় বিচলিত হব না বা ভেসে যাব না।


আমি, প্রভু পরমেশ্বর যা বলি, শোন সেই কথা। যে নবীরা তাদের মিথ্যায় ভরা স্বপ্নের কথা বলে, আমি তাদের বিরুদ্ধে। তারা এই সমস্ত অহমিকাপূর্ণ কথা বলে আমার প্রজাদের ধ্বংসের মুখে নিয়ে যায়। আমি তাদের পাঠাইনি বা যাবার আদেশও দিইনি। তারা প্রজাদের কোনও সাহায্যেই আসে না। আমি, প্রভু পরমেশ্বর, এই কথা বললাম।


প্রভু জিজ্ঞাসা করলেন, কি ভাবে? আত্মাটি বললেন, আমি গিয়ে আহাবের সমস্ত প্রবক্তাদের দিয়ে মিথ্যা কথা বলাব। প্রভু বললেন, যাও, তাকে প্রতারিত কর। তুমিই পারবে।


বেথেলের বৃদ্ধ নবী তখন তাঁকে বললেন, আমিও আপনারই মত একজন নবী এবং পরমেশ্বরের আদেশে একজন স্বর্গদূত আমাকে বলেছেন আপনাকে আমার বাড়িতে নিয়ে গিয়ে আতিথ্য দিতে। বৃদ্ধ নবী কিন্তু তাঁকে মিথ্যা কথা বললেন।


কিন্তু আমি দেখেছি জেরুশালেমের নবীরা নিকৃষ্ট তাদের চেয়েও, ব্যভিচার করে তারা, মিথ্যা কথা বলে, অন্যায় কাজে সাহায্য করে মানুষকে যাতে দুষ্কর্ম বন্ধ না করে কেউ। আমার চোখে তারা সদোম-ঘমোরার মানুষের মতই মন্দ।


শোন, নির্বোধ, মূর্খের দল, তোমাদের চোখ থাকতেও তোমরা অন্ধ, কান থাকতেও বধির।


বড় তাদেরই বলা হচ্ছে, যারা প্রবীণ ও সম্ভ্রান্ত এবং সেই সমস্ত নবী, যারা ভ্রান্ত শিক্ষা দেয়, তারা ছোট!


আর কতদিন ঐ নবীরা তাদের মনগড়া কথা দিয়ে আমার প্রজাদের বিপথে পরিচালিত করবে?


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন