Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




১ তীমথিয় 2:2 - পবিএ বাইবেল CL Bible (BSI)

2 এরই মধ্যে রাজা এবং রাজকর্মচারীদের জন্যও প্রার্থনা করা হবে যাতে ধর্ম এবং সালীনতা বজায় রেখে আমরা নিরুদ্বেগে শান্তিপূর্ণ জীবনযাপন করতে পারি।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

2 বিশেষত বাদশাহ্‌দের ও উচ্চপদস্থ সকলের জন্য; যেন আমরা সমপূর্ণ ভক্তিতে ও সততায় স্থির ও শান্তিপূর্ণ জীবন যাপন করতে পারি।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

2 বিশেষত রাজা এবং উচ্চপদস্থ সকল ব্যক্তির জন্য, যেন আমরা পরিপূর্ণ ভক্তিতে ও পবিত্রতায়, শান্তিপূর্ণ ও নিরুদ্বিগ্ন জীবনযাপন করতে পারি।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

2 [বিশেষতঃ] রাজাদের ও উচ্চপদস্থ সকলের নিমিত্ত; যেন আমরা সম্পূর্ণ ভক্তিতে ও ধীরতায় নিরুদ্বেগ ও প্রশান্ত জীবন যাপন করিতে পারি।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

2 বিশেষ করে রাজাদের ও আধিকারিক সকলের জন্য প্রার্থনা করা উচিত যেন আমরা নীরবে ও শান্তিতে জীবনযাপন করতে পারি, যে জীবন হবে ঈশ্বরভক্তি ও ঈশ্বরের উপাসনায় পূর্ণ।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

2 [বিশেষ করে] রাজাদের ও যারা উঁচুপদে আছেন তাদের সকলের জন্য; যেন আমরা সম্পূর্ণ ভক্তিতে ও স্থিরভাবে নিশ্চিন্তে ও শান্তিতে জীবন যাপন করতে পারি।

অধ্যায় দেখুন কপি




১ তীমথিয় 2:2
22 ক্রস রেফারেন্স  

এ সমস্ত তাঁদের দিতে হবে যেন তাঁরা মহান ঈশ্বরের কাছে বলি ও সুরভি নৈবেদ্য উৎসর্গ করতে পারেন এবং রাজা ও তাঁর পুত্রদের কল্যাণ কামনা করেন।


যেখানে বন্দীরূপে আমি তোমাদের পাঠিয়েছি, সেই সমস্ত নগরের কল্যাণের দিকে দৃষ্টি রেখো। তাদের হয়ে আমার কাছে প্রার্থনা কর, কারণ তারা সমৃদ্ধিলাভ করলে তোমাদেরও সমৃদ্ধি হবে।


বৎস, পরমেশ্বরকে সম্ভ্রম কর, রাজাকে কর সম্মান। তাঁদের বিরুদ্ধে বিদ্রোহ করো না।


শান্তিতে জীবনযাপন করা, আমাদের নির্দেশ অনুযায়ী নিজেদের কাজে মনোনিবেশ করা এবং পরিশ্রমের দ্বারা উপার্জন করাই হোক তোমাদের জীবনের লক্ষ্য।


হে প্রভু পরমেশ্বর, আমার বিনতি শোন, শোন তোমার দাসেদের প্রার্থনা, এরা আনন্দ সহকারে তোমাকে শ্রদ্ধা নিবেদন করে। আমাকে সফলতা দাও এবং সম্রাটের দৃষ্টিতে আমাকে অনুগ্রহভাজন কর। সেই সময় আমি রাজার পানপাত্র বাহক ছিলাম।


সকলের সঙ্গে শান্তিতে থাকার চেষ্টা কর এবং পবিত্রতা লাভের চেষ্টা কর অন্যথায় কেউ প্রভুর দর্শন পাবে না।


তোমাদের পক্ষে যতদূর সম্ভব সকলের সঙ্গে শান্তিতে বসবাস কর।


হে ঈশ্বর, রাজাকে দান কর তোমার বিচারবুদ্ধি, প্রদান কর রাজপুত্রকে তোমার ন্যায়পরতা।


শেষ কথা এই, বন্ধুগণ, যা কিছু সত্য, যা কিছু মহান, ন্যায়সঙ্গত, নির্মল, আদরণীয়, আকর্ষণীয় এবং যা কিছু উৎকৃষ্ট ও প্রশংসনীয়, সেই সমস্ত বিষয়ে তোমাদের অন্তর পূর্ণ থাকুক।


সেজন্য ঈশ্বর ও মানুষের কাছে আমি সর্বদাই আমার বিবেক নির্মল রাখতে চেষ্টা করি।


তারা বলল, আমরা সেনানায়ক কর্ণেলিয়াসের কাছ থেকে এসেছি। তিনি ন্যায়নিষ্ঠ ও শ্বরভক্ত লোক বলে সমগ্র ইহুদী সমাজে সমাদৃত। তিনি ঈশ্বরের একজন দূতের কাছ থেকে প্রত্যাদেশ পেয়েছেন, যেন তিনি লোক পাঠিয়ে আপনাকে তাঁর বাড়িতে আমন্ত্রণ করে নিয়ে যান এবং আপনার উপদেশ শোনেন।


জেরুশালেমে সেই সময় এক ঈশ্বরভক্ত ও ধার্মিক ব্যক্তি ছিলেন, তাঁর নাম শিমিয়োন। পবিত্র আত্মা তাঁর উপরে অধিষ্ঠিত ছিলেন। ইসরায়েলের মুক্তির অপেক্ষায় দিন গুনতেন তিনি।


এঁরা দুজনেই ঈশ্বরের দৃষ্টিতে শুদ্ধভাবে জীবনযাপন করতেন এবং প্রভুর সমস্ত আদেশ ও বিধান নিখুঁতভাবে মেনে চলতেন।


আমরা ইসরায়েলীদের মধ্যে শান্তিপ্রিয় ও একান্ত অনুগত। আমাদের মায়ের মত এই শহরটিকে কেন আপনি ধ্বংস করতে চাইছেন? প্রভু পরমেশ্বরের সম্পত্তি কি আপনি ধ্বংস করতে চান?


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন