Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




১ করিন্থীয় 9:12 - পবিএ বাইবেল CL Bible (BSI)

12 অন্যদের এই অধিকার যদি তোমরা মেনে নাও তাহলে আমাদের অধিকার কি আরও বেশী নয? কিন্তু আমি এই অধিকার দাবী করি নি, বরং সব কিছুই মাথা পেতে নিয়েছি যেন খ্রীষ্টের সুসমাচার প্রচারের পথে কোন বাধা সৃষ্টি না করি।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

12 যদি তোমাদের উপরে কর্তৃত্ব করার অন্য লোকদের অধিকার থাকে তবে আমাদের কি আরও বেশী অধিকার নেই? তবুও আমরা এই কর্তৃত্ব ব্যবহার করি নি, বরং সকলই সহ্য করছি, যেন মসীহের ইঞ্জিলের কোন বাধা না জন্মাই।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

12 অন্যদের যদি তোমাদের কাছ থেকে সাহায্য লাভের অধিকার থাকে, তাহলে আমাদের এই প্রাপ্য কি আরও বেশি হওয়া উচিত নয়? কিন্তু আমরা এই অধিকার প্রয়োগ করিনি। কিন্তু তার পরিবর্তে, আমরা সবকিছু সহ্য করেছি, যেন খ্রীষ্টের সুসমাচারের কোনো বাধা সৃষ্টি না করি।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

12 যদি তোমাদের উপরে কর্ত্তৃত্ব করিবার অন্য লোকদের অধিকার থাকে, তবে আমাদের কি আরও অধিকার নাই? তথাচ আমরা এই কর্ত্তৃত্ব ব্যবহার করি নাই, বরং সকলই সহ্য করিতেছি, যেন খ্রীষ্টের সুসমাচারের কোন বাধা না জন্মাই।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

12 এই ব্যাপারে তোমাদের কাছ থেকে অন্যেরা যখন দাবী করে, তখন তা পাবার জন্য আমাদের নিশ্চয় আরও বেশী অধিকার আছে। আমরা তোমাদের ওপর এই অধিকার খাটাই না। আমরা বরং সকলই সহ্য করছি, পাছে খ্রীষ্টের সুসমাচার গ্রহণের পথে কোন বাধার সৃষ্টি হয়।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

12 যদি তোমাদের উপরে কর্তৃত্ব করবার অন্য লোকদের অধিকার থাকে, তবে আমাদের কি আরও বেশি অধিকার নেই? তা সত্বেও আমরা এই কর্তৃত্ব ব্যবহার করিনি, কিন্তু সবই সহ্য করছি, যেন খ্রীষ্টের সুসমাচারের কোন বাধার সহভাগী হয়নি।

অধ্যায় দেখুন কপি




১ করিন্থীয় 9:12
23 ক্রস রেফারেন্স  

কিন্তু আমি যা করছি তা করেই যাব, কাজেকর্মে আমাদের সমকক্ষ বলে যারা দাবী করে এবং এ বিষয়ে গর্ব করে, তাদের দাবী আমি কিছুতেই স্বীকার করব না।


তাহলে আমার পুরস্কার কি? সকলের কাছে বিনামূল্যে সুসমাচার প্রচার করতে পারার পরিতৃপ্তির সেই পুরস্কার। তাই আমি সুসমাচার প্রচারের জন্য প্রাপ্য কোন সুযোগ-সুবিধা ভোগ করি না।


কিন্তু আমি এই সুযোগ-সুবিধা কিছুই দাবী করি নি। এ সব পাওয়ার জন্যও এ কথা লিখছি না। এটাই আমার অহঙ্কার আমার এ গর্ব কেউ বৃথা প্রতিপন্ন করে কেড়ে নিলে আমার মরণই ভাল।


অন্য লোকদের কাছে আমি যদি প্রেরিতশিষ্য বলে গণ্য নাও হই তবুও তোমাদের কাছে আমি তা-ই, কারণ খ্রীষ্টবিশ্বাসী হিসাবে তোমরাই আমার প্রেরিতশিষ্যত্বের প্রমাণ।


কেউ এসে যদি তোমাদের উপর প্রবুত্ব করে, তোমাদের পদানত করে তোমাদের সর্বস্ব গ্রাস করে এবং প্রবঞ্চনা করে, এমনকি তোমাদের গালে চড়ও মারে, তাহলেও তোমরা তাকে মেনে নাও!


যে ব্রত আমরা পালন করছি, তার অপবাদ যাতে না হয়, তার জন্য আমরা কারও বিঘ্ন সৃষ্টি করি না।


তোমাদের একজনের বিরুদ্ধে অপরের মালা -মোকর্দমা তোমাদের দুর্বলতারই প্রমাণ। এর চেয়ে তোমরা বরং অন্যায় সহ্য কর, বরং প্রবঞ্চিত হও।


আমি তোমাদের কাছে যাবার সঙ্কল্পে বহুবার বাধা পেয়েছি।


পৌল তাদের বাড়িতে গেলেন। তারা তাঁবু তৈরীর কাজ করত। পৌলেরও সেই একই ব্যবসা ছিল। তাই তিনি তাদের বাড়িতে থেকেই তাদের সঙ্গে কাজ করতে লাগলেন।


ধিক তোমাদের, শাস্ত্রগুরুরা! জ্ঞান রাজ্যের চাবি তোমরা কেড়ে নিয়েছ। তোমরা নিজেরা সেখানে প্রবেশ করনি আর যারা প্রবেশ করতে চেয়েছিল, তাদেরও বাধা দিয়েছ।


তারা সবাই এসে জেরুশালেমের বিরুদ্ধে যুদ্ধ ও গোলমাল সৃষ্টি করার ষড়যন্ত্র করল।


কিন্তু তিনি তাঁদের বললেন, আমাকে দেরী করাবেন না, প্রভু পরমেশ্বর আমার যাত্রা সফল করেছেন, অতএব অমাকে এখন আমার মনিবের কাছে ফিরে যেতে দিন।


ঠিক সেই ভাবে প্রভুও নির্দেশ দিয়েছেন যে যারা সুসমাচার প্রচার করবে তাদের ভরণপোষণ তার থেকেই হবে।


আমি যদি সুসমাচার প্রচার করি তবে তার জন্য আমার গর্ব করার কিছু নেই, কারণ আমি তা করতে বাধ্য। ধিক আমাকে, যদি আমি সুসমাচার প্রচার না করি।


ভালবাসা অবিচল, সবকিছু বিশ্বাস করে, সবকিছু আশা করে, সর্ব অবস্থায় ধৈর্য ধারণ করে।


খ্রীষ্টের সুসমাচার প্রচার করার জন্য আমি যখন ত্রোয়া বন্দরে গিয়েছিলাম তখন প্রভু সেখানে আমার সামনে প্রচারের একটি সুযোগ এনে দিয়েছিলাম,


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন