Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




১ করিন্থীয় 9:11 - পবিএ বাইবেল CL Bible (BSI)

11 আমরা যদি তোমাদের মাঝে আত্মিক বীজ বপন করে থাকি তাহলে তোমাদের কাছ থেকে কিছু ঐহিক ফসলের প্রত্যাশা করা কি আমাদের পক্ষে খুব বেশী কিছু চাওয়া হবে?

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

11 আমরা যখন তোমাদের কাছে রূহানিক বীজ বপন করেছি, তখন যদি তোমাদের কাছ থেকে দুনিয়াবী ফল গ্রহণ করি, তবে তাতে কি অধিক কিছু পাওয়া হয়?

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

11 আমরা যদি তোমাদের মধ্যে আত্মিক বীজবপন করে থাকি, তাহলে তোমাদের মধ্য থেকে যদি পার্থিব ফসলের প্রত্যাশা করি, তাহলে কি খুব বেশি চাওয়া হবে?

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

11 আমরা যখন তোমাদের কাছে আত্মিক বীজ বপন করিয়াছি, তখন যদি তোমাদের মাংসিক ফল গ্রহণ করি, তবে তাহা কি মহৎ বিষয়?

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

11 আমরা তোমাদের মাঝে আত্মিক বীজ বুনেছি, যেন এখন ফসল হিসাবে যদি তোমাদের কাছ থেকে পার্থিব কোন কিছু পাই, তবে তা কি খুব বেশী কিছু পাওয়া হবে?

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

11 আমরা যখন তোমাদের কাছে আত্মিক বীজ বুনেছি, তখন যদি তোমাদের কাছ থেকে কিছু জিনিস পাই, তবে তা কি ভালো বিষয়?

অধ্যায় দেখুন কপি




১ করিন্থীয় 9:11
8 ক্রস রেফারেন্স  

এ কাজ তারা স্বেচ্ছায় করেছে, কারণ তারা জেরুশালেমের খ্রীষ্টভক্তদের কাছে ঋণী। অন্যান্য জাতি যেমন এসে আত্মিক সম্পদের অংশীদার হয়েছে, তেমনি তাদেরও উচিত নিজেদের অর্থ সম্পদের অংশ ঐ ভক্তদের দেওয়া।


ধর্মশিক্ষার্থী তার শিক্ষককে নিজের বিষয় আশয় থেকে কিছু অংশ দান করুক।


সুতরাং তার অনুচরেরা যে ঈশ্বরের ধার্মিক সেবকের ছদ্মবেশ ধারণ করবে তাতে বিস্ময়ের কিছু নেই। কিন্তু পরিণামে তাদের কাজের প্রতিফল তারা পাবেই।


যাত্রাপথে কোন ঝুলিও নিও না, বাড়তি কোন জামা, জুতো কিম্বা ছড়িও নিও না। কারণ শ্রমিক তার ভরণপোষণ পাওয়ার যোগ্য।


তাঁর কর্মচারীরা তাঁর কাছে এসে বললেন, হুজুর, মহর্ষি যদি কোন কঠিন কাজ করতে বলতেন তাহলে নিশ্চয়ই আপনি করতেন। তাহলে তাঁর কথামত মাত্র এই স্নানটুকু করে কেন সুস্থ হতে যাচ্ছেন না?


ঠিক সেই ভাবে প্রভুও নির্দেশ দিয়েছেন যে যারা সুসমাচার প্রচার করবে তাদের ভরণপোষণ তার থেকেই হবে।


মনে করো না আমি কোন দান পাওয়ার জন্য আগ্রহী, আমি চাই স্বর্গে তোমাদের সঞ্চয় বাড়ুক।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন