Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




১ করিন্থীয় 6:18 - পবিএ বাইবেল CL Bible (BSI)

18 তোমরা ব্যভিচার পরিহার কর। মানুষ অন্য যে সব পাপ করে তার সঙ্গে দেহের কোন সম্পর্ক নেই। কিন্তু যে ব্যভিচার করে সে নিজের দেহকে কলুষিত করে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

18 তোমরা জেনা থেকে পলায়ন কর। মানুষ অন্য যে কোন গুনাহ্‌ করে, তা তার দেহের বাইরে করে; কিন্তু যে জেনা করে, সে নিজের দেহের বিরুদ্ধে গুনাহ্‌ করে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

18 তোমরা অবৈধ সংসর্গ থেকে পালিয়ে যাও। কোনো মানুষ অন্য যেসব পাপাচারে লিপ্ত হয়, তার সঙ্গে দেহের কোনো সম্পর্ক নেই, কিন্তু যে যৌন-পাপ করে, সে তার নিজের দেহের বিরুদ্ধেই পাপ করে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

18 তোমরা ব্যভিচার হইতে পলায়ন কর। মনুষ্য অন্য যে কোন পাপ করে, তাহা তাহার দেহের বহির্ভূত; কিন্তু যে ব্যভিচার করে, সে নিজ দেহের বিরুদ্ধে পাপ করে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

18 যৌন পাপ থেকে দূরে থাক। যে ব্যক্তি পাপকার্য্য করে তা তার দেহের বাইরে করে, কিন্তু যে যৌন পাপ করে সে তার দেহের বিরুদ্ধেই পাপ করে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

18 তোমরা ব্যভিচার থেকে দূরে থাক। মানুষ অন্য যে কোন পাপ করে, তা তার দেহের বাইরে; কিন্তু যে ব্যভিচার করে, সে তার দেহের বিরুদ্ধে পাপ করে।

অধ্যায় দেখুন কপি




১ করিন্থীয় 6:18
19 ক্রস রেফারেন্স  

প্রিয় বন্ধুগণ, এ জগতে তোমরা নিজেদের পরবাসে ভিন্‌দেশী মনে করে আত্মহানিকর জৈব কামনা-বাসনা থেকে দূরে থাক।


ঈশ্বরের ইচ্ছা এই যে তোমরা পবিত্র হও। ব্যভিচার করো না।


সেইজন পার্থিব সমস্ত প্রবৃত্তি —অনাচার, ব্যভিচার, ভোগবাসনা, কাম এবং লোভ, যা পৌত্তলিকতার নামান্তর মাত্র, সেগুলি নাশ কর।


সুতরাং যৌবনের কামনা বাসনা পরিহার কর এবং শুদ্ধ চিত্তে যারা প্রভুকে ডাকে তাদের সঙ্গে ন্যায়নিষ্ঠতা, বিশ্বাস, প্রেম ও শান্তির দিকে লক্ষ্য স্থির কর।


বিবাহিত জীবনের মর্যাদা সকলে রক্ষা করুক। দাম্পত্য সম্পর্ককে কেউ যেন কলুষিত না করে, কারণ ঈশ্বর লম্পট ও ব্যভিচারী লোকদের বিচার করবেন।


তাই ঈশ্বরভক্তদের উপযুক্ত আচরণ তোমরা করবে। লাম্পট্য, কোনপ্রকার অশুচিতা কিম্বা দুষ্কর্ম তোমাদের মধ্যে না থাকুক, এমনকি সে সব কথা উচ্চারণও তোমরা করবে না।


তোমরা কি জান না যে দুর্জনেরা ঈশ্বরের রাজ্যে কোনো অধিকার পাবে না? ভুল করো না, কোন অধর্মী, লম্পট, ব্যভিচারী, সমকামী,


ভয় হচ্ছে, আমি যখন আবার তোমাদের কাছে যাব, তখন ঈশ্বর হয়তো তোমাদের সামনে আমাকে অপদস্থ করবেন। যারা পাপ করেছে অথচ তারা তাদের ঘৃণ্য কার্যকলাপ, লাম্পট্য ও ভ্রষ্টাচারের জন্য অনুতপ্ত নয়, এমন অনেকের জন্যই আমাকে দুঃখ পেতে হবে।


ঈশ্বরকে যারা জানে না এমন জাতির লোকদের মত কামনার বশে তোমরা চলো না।


অশুচিতার প্রতি আসক্তির জন্য ঈশ্বর তাদের অভিলাষ অনুইসারে চলতে দিয়েছেন। পরস্পর কুৎসিৎ আচরণে লিপ্ত হয়ে তারা দেহকে কলুষিত করেছে।


মানুষের স্বভাব সবাই জানে। ব্যভিচার, অশুচিতা, উচ্ছৃঙ্খলতা,


স্ত্রীর সঙ্গে মিলনের পর উভয়কেই স্নান করতে হবে এবং সন্ধ্যা পর্যন্ত তাদের অশৌচ থাকবে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন