Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




১ করিন্থীয় 4:12 - পবিএ বাইবেল CL Bible (BSI)

12 আমরা কঠোর পরিশ্রম করে নিজেদের নিঃশেষ করে দিই। কেই আমাদের অভিসম্পাত করলে আমরা আশীর্বাদ করি। নির্যাতন করলে আমরা সহ্য করি।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

12 এবং স্বহস্তে কাজ করে পরিশ্রম করছি; নিন্দিত হতে হতে দোয়া করছি, তাড়িত হতে হতে সহ্য করছি,

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

12 আমরা নিজেদের হাত দিয়ে কঠোর পরিশ্রম করি। আমাদের অভিশাপ দেওয়া হলে, আমরা আশীর্বাদ করি, যখন আমাদের নির্যাতন করা হয়, আমরা সহ্য করি।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

12 এবং স্বহস্তে কার্য্য করিয়া পরিশ্রম করিতেছি; নিন্দিত হইতে হইতে আশীর্ব্বাদ করিতেছি, তাড়িত হইতে হইতে সহ্য করিতেছি,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

12 জীবিকার জন্য আমরা নিজের হাতে কঠিন পরিশ্রম করছি। লোকে আমাদের নিন্দা করলে আমরা তাদের আশীর্বাদ করি, যখন নির্যাতন করে তখন আমরা তা সহ্য করি।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

12 আর আমরা নিজেদের হাতে খুবই কঠিন পরিশ্রম করছি, অপমানিত হয়েও আশীর্বাদ করছি এবং অত্যাচার সহ্য করছি,

অধ্যায় দেখুন কপি




১ করিন্থীয় 4:12
23 ক্রস রেফারেন্স  

অপকারের পরিবর্তে অপকারর কিম্বা কটূবাক্যের পরিবর্তে কটূক্তি করো না। বরং আশীর্বাদ কর, কারণ ঈশ্বরের প্রতিশ্রুত আশীর্বাদ লাভের জন্যই তোমরা আহূত হয়েছ।


আমার অনুগামী হয়েছ বলে যখন তোমরা অপমানিত ও লাঞ্ছিত হবে। সর্বপ্রকার অপবাদে ধিক্কৃত হবে, তখন তোমরা নিজেদের ধন্য মনে করো।


যারা তোমাদের নির্যাতন করে তাদের আশীর্বাদ কর, আশীর্বাদই কর, অভিশাপ দিও না।


কিন্তু “তোমরা শত্রু ক্ষুধার্ত হলে তাকে খেতে দাও, তৃষ্ণার্ত হলে তাকে জল দাও —তাহলে তোমার শত্রু মরমে মরে যাবে*।


পৌল তাদের বাড়িতে গেলেন। তারা তাঁবু তৈরীর কাজ করত। পৌলেরও সেই একই ব্যবসা ছিল। তাই তিনি তাদের বাড়িতে থেকেই তাদের সঙ্গে কাজ করতে লাগলেন।


যারা তোমাদের অভিশাপ দেয়, আশীর্বাদ কর তাদের। যারা তোমাদের অপমান করে, তাদের জন্য প্রার্থনা কর।


ধার্মিকতার জন্য যদি তোমরা নির্যাতিতও হও তাহলে তোমরা ধন্য। ‘ওদের ভয়ে তোমরা ভীত কিম্বা বিচলিত হয়ো না।’


তিনি বিদ্রূপের প্রতিবাদে বিদ্রূপ করেননি, নির্যাতিত হয়েও কোন কটূ বাক্য উচ্চারণ করেননি, কিন্তু ন্যায়বিচারক ঈশ্বরের হাতে বিচারের ভার অর্পণ করেছেন।


তখন যীশু বললেন, পিতা ক্ষমা কর এদের, কারণ এরা কি করছে, তা জানে না। তারা তাঁর পোষাক ভাগ করে নেওয়ার জন্য পাশার দান ফেলল।


কিন্তু আমি তোমাদের বলছি, শত্রুদেরও ভালবাসো, আর যারা তোমাদের নির্যাতন করে তাদের জন্য প্রার্থনা করো।


তারপর হাঁটু পেতে চীৎকার করে নিবেদন করলেন, প্রভু, এদের এইপাপ তুমি গণ্য করো না। এই কথা বলে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়লেন।


মনে রেখো আমার কথা, ‘দাস তার মনিবের চেয়ে বড় নয়।’ তারা যদি আমাকে নির্যাতন করেত পারে তাহলে তোমাদেরও নির্যাতন করবে। যদি তারা আমার কথা শুনত তাহলে তোমাদের কথাও শুনত।


অথচ মহাদূত মিখাইয়েল যখন মোশির মৃতদেহ নিয়ে শয়তানের সঙ্গে বাদানুবাদ করেছিলেন, তখন তিনিও শয়তানকে কটু কথা বলতে সাহস পাননি, শুধু বলেছিলেন, “প্রভু, তোমাকে ভর্ৎসনা করুন।”


আমরা এত কষ্ট, এত পরিশ্রম করেছি কারণ আমরা জাগ্রত ঈশ্বরের উপর আস্থা স্থাপন করেছি, যিনি সকলের, বিশেষ করে বিশ্বাসীদের মুক্তিদাতা।


আমরা কার‍ও কাছ থেকে বিনামূল্যে অন্নগ্রহণ করিনি। আমরা যাতে তোমাদের কারও বোঝা না হই সেইজন্য দিনরাত কঠোর পরিশ্রম করেছি।


বন্ধুগণ, আমাদের পরিশ্রম ও কষ্ট স্বীকারের কথা তোমাদের নিশ্চয় মনে আছে, তোমাদের কাছে সুসমাচার প্রচার করার সময় আমরা যাতে তোমাদের কারও বোঝা না হই সেইজন্য আমরা দিনরাত পরিশ্রম করে জীবিকা অর্জন করেছি।


কিম্বা জীবিকার জন্য আমাকে ও বার্ণবাকেই শুধু পরিশ্রম করতে হবে?


সকলেই তোমরা জান যে, আমার এই দুটি হাত আমার নিজের এবং আমার সঙ্গীদের প্রয়োজন মিটাতে যথেষ্ট উপার্জন করেছে।


সুতরাং যারা ঈশ্বরের সঙ্কল্প অনুযায়ী নির্যাতন ভোগ করে তারা সৎকর্ম করে চলুক এবং সৃষ্টিকর্তারর হাতেই জীবন সমর্পণ করুক, তিনি পরম নির্ভরযোগ্য।


তাহলে খ্রীষ্টের প্রেম থেকে কে আমাদের বিচ্ছিন্ন করতে পারে? দুঃখ, সঙ্কট, নির্যাতন, অন্নাভাব, বস্ত্রাভাব, বিপদ, চরম বিপদ বা মৃত্যু —এর কোনটিই নয়।


আমি অন্যান্য মণ্ডলীর কাছ থেকে ভরণ-পোষণ নিয়ে তাদের ক্ষতিগ্রস্ত করেছি শুধুমাত্র তেআমাদের সেবা করার জন্য।


যে চোর ছিল সে যেন আর চুরি না করে বরং সে যেন সদুপায়ে জীবিকা অর্জন করে, তাহলে অভাবগ্রস্তকেও সে সাহায্য করতে পারবে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন