Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




১ করিন্থীয় 3:8 - পবিএ বাইবেল CL Bible (BSI)

8 প্রত্যেকেই একই উদ্দেশ্যে কাজ করে। রোপক ও সেচক, প্রত্যেকেই তাদের শ্রম অনুযায়ী মজুরী লাভ করবে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

8 আর রোপক ও সেচক উভয়েই এক এবং যার যেরূপ নিজের শ্রম, সে তদ্রূপ নিজের বেতন পাবে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

8 যে বীজবপন করে এবং যে জল দেয়, তাদের উদ্দেশ্য একই থাকে। তাই প্রত্যেক ব্যক্তি, যে যেমন পরিশ্রম করে, সেই অনুযায়ী পুরস্কৃত হবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

8 আর রোপক ও সেচক উভয়েই এক, এবং যাহার যেরূপ নিজের শ্রম, সে তদ্রূপ নিজের বেতন পাইবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

8 যে বীজ বোনে ও যে জল দেয় তাদের উদ্দেশ্য এক; তারা প্রত্যেকে নিজের নিজের কর্ম অনুসারে ফল পাবে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

8 আর যে রোপণ করে ও যে জল দেয় দুজনেই এক এবং যে যেমন পরিশ্রম করে, সে তেমন নিজের বেতন পাবে।

অধ্যায় দেখুন কপি




১ করিন্থীয় 3:8
25 ক্রস রেফারেন্স  

তিনি প্রত্যেককে তার কর্ম অনুযায়ী প্রতিফল দেবেন।


আমাদের পরিশ্রমের ফলে যে সম্পদ তোমরা লাভ করেছ, সাবধান, সেই সম্পদ তোমরা নষ্ট করে ফেলো না বরং পূর্ণমাত্রায় তার পুরস্কার লাভ কর।


মানবপুত্র আসবেন তাঁর পিতার মহিমায় মণ্ডিত হয়ে আপন দূতবাহিনীকে সঙ্গে নিয়ে। তখন তিনি প্রতিটি লোককেই তার কর্ম অনুযায়ী উপযুক্ত ফল দেবেন।


যীশু বলেন, “দেখ, আমি শীঘ্রই আসছি, প্রত্যেকের কর্মানুযায়ী যে প্রতিফল আমি দেব তা-ও আমি সঙ্গে নিয়ে আসছি।


শাশ্বত প্রেমের আধার তুমি, হে প্রভু পরমেশ্বর, অবিচল প্রেম তোমার। তাই মানুষের কাজের প্রতিফল দিয়ে, তাকে তুমি শাসন করে থাক।


অতএব প্রিয় বন্ধুগণ, তোমরা দৃঢ়প্রতিষ্ঠ হও, অবিচল থাক, প্রভুর কাজে সর্বদা তৎপর হও। তোমরা একথা জান যে প্রভুর জন্য তোমাদের পরিশ্রম কখনও নিষ্ফল হবে না।


তাহলে প্রধান পালরক্ষক যখন আবির্ভূত হবেন তখন তোমরা গৌরবের অম্লান মুকুট লাভ করবে।


কারণ ঈশ্বর এমন অবিচার করবেন না যে, তোমরা অতীতে তাঁর ভক্তদের যে সেবা করেছ এবং এখনও করছ ও তার দ্বারা তাঁর প্রতি যে ভালবাসা প্রকাশ করেছ তা তিনি ভুলে যাবেন।


প্রত্যেকে নিজের কর্ম যাচাই করে দেখুক, তাহলে অন্যের প্রশংসার অপেক্ষা না করে সে নিজের মনে সন্তোষ লাভ করতে পারে।


মূল ভিত্তির উপরে যার গঠনকর্ম স্থায়ী হবে সে হবে পুরস্কৃত।


ঈশ্বরের কাজে আমরা সহকর্মী তোমরা ঈশ্বরের ক্ষেত্র। আরও বলা যায়-


বিজ্ঞজনেরা যারা লোকদের বুদ্ধিচেতনা দিয়েছিল তারা আকাশে উজ্জ্বল জ্যোতিষ্কের মত চির ভাস্বর হয়ে থাকবে।


আমি তার সন্তানদেরর সংহারক করব। ফলে সকল মণ্ডলী জানবে যে আমিই হৃদয় ও মর্মমূল অড়ুসন্ধান করি এবং আমি তোমাদের প্রত্যেককে তার কর্ম অনুযায়ী প্রতিফল দেব।


ডুমুর গাছের যত্ন যে করে সে তার ফল ভোগ করে যে ভৃত্য মনিবের সেবাযত্ন করে সে সম্মানিত হয়।


সুতরাং যে বপন করেছে বা যে সেচন করেছে তারা কিছু নয় কিন্তু বৃদ্ধিদাতা ঈশ্বরই সব।


খ্রীষ্টের বিষয়ে তোমাদের শিক্ষা দেবার হাজার হাজার গুরু থাকতে পারে কিন্তু পিতা মাত্র একজন। খ্রীষ্টীয় জীবনে আমিই তোমাদের পিতা। কারণ সুসমাচার প্রচার করে আমিই তোমাদের খ্রীষ্টের আশ্রয়ে এনেছিলাম।


কেউ কি কখনও সেনাবাহিনীতেও যোগ দিয়ে নিজের ব্যয়ভার বহন করে? দ্রাক্ষাকুঞ্জ তৈরী করে কে তার ফল না খায়? কোন রাখাল তার পালের গরুর দুধ খায় না?


কারণ প্রত্যেককেই বইতে হবে আপন বোঝা।


তাকেও তিনি বললেন, ‘তোমাকেও পাঁচটি তালুকের ভার দিলাম।’


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন