Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




১ করিন্থীয় 3:15 - পবিএ বাইবেল CL Bible (BSI)

15 যার কীর্তি সেই অগ্নিতে বিধ্বস্ত হবে সে ক্ষতিগ্রস্ত হবে। তবে অগ্নিকাণ্ড থেকে উদ্ধারপ্রাপ্ত ব্যক্তির মত সে শুধু নিজেই উদ্ধার লাভ করবে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

15 যার কর্ম পুড়ে যায়, সে ক্ষতিগ্রস্ত হবে, কিন্তু সে নিজে নাজাত পাবে। তবে তার অবস্থা এমন হবে যে, সে যেন অগ্নির মধ্য দিয়ে উত্তীর্ণ হয়ে এসেছে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

15 যদি তা আগুনে পুড়ে যায় তাহলে সে ক্ষতিগ্রস্ত হবে। সে নিজে রক্ষা পাবে, কিন্তু কেবলমাত্র আগুনের শিখা থেকে উত্তীর্ণ মানুষের মতো।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

15 যাহার কর্ম্ম পুড়িয়া যায়, সে ক্ষতিগ্রস্ত হইবে, কিন্তু সে আপনি পরিত্রাণ পাইবে। তথাপি এরূপে পাইবে, যেন অগ্নির মধ্য দিয়া উত্তীর্ণ হইবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

15 আর যদি কারোর কাজ পুড়ে যায় তবে তাকে ক্ষতি স্বীকার করতে হবে। সে নিজে রক্ষা পাবে; কিন্তু তার অবস্থা আগুনের মধ্য দিয়ে পার হয়ে আসা লোকের মতো হবে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

15 যার কাজ পুড়ে যায়, সে ক্ষতিগ্রস্থ হবে, কিন্তু সে নিজে উদ্ধার পাবে। এমন ভাবে পাবে, যেন সে আগুনের মধ্যে দিয়ে পার হয়ে এসেছে।

অধ্যায় দেখুন কপি




১ করিন্থীয় 3:15
12 ক্রস রেফারেন্স  

আমাদের পরিশ্রমের ফলে যে সম্পদ তোমরা লাভ করেছ, সাবধান, সেই সম্পদ তোমরা নষ্ট করে ফেলো না বরং পূর্ণমাত্রায় তার পুরস্কার লাভ কর।


অন্যদের আগুনের মুখ থেকে উদ্ধার কর। অন্যান্যদের অনুকম্পা কর কিন্তু সাবধানে তাদেরর বাসনা কলঙ্কিত বসন ঘৃণা কর।


এইজন্যই আমি তোমাকে পরামর্শ দিচ্ছি, তুমি আমার কাছ থেকে এই জিনিসগুলো কিনে নাও–অগ্নিশুদ্ধ কাঞ্চন, যেন ধনী হতে পার, শুভ্র বসন, যার দ্বারা তোমার নগ্নতার লজ্জা হবে আবৃত, এবং কাজল, যা চোখে লাগালে তুমি দেখতে পাবে।


ধার্মিকের পরিত্রাণ যদি এত কষ্টসাধ্য হয় তাহলে নাস্তিক ও পাপীদের গতি কি হবে?


প্রভু পরমেশ্বরের দূত শয়তানকে বললেন, শয়তান, প্রভু পরমেশ্বর তোমাকে বিরত করুন, জেরুশালেমের মানুষের উপর যাঁর বিশেষ ক্ষমতা, সেই প্রভু তোমাকে বিরত করুন। এই ব্যক্তিকে মরণের মুখ থেকে ছিনিয়ে আনা হয়েছে।


দলিত করেছ তুমি আমাদের শির শত্রুর পদতলে, অগ্নি ও বন্যা পার হয়ে এসেছি আমরা, কিন্তু আজ তুমি আমাদের এনেছ নিরাপদ সমৃদ্ধির দেশে।


সদোম ও ঘমোরা যেমন ধ্বংস হয়েছিল, তেমনি তোমাদের আরও কয়েকটি জনপদ আমি ধ্বংস করেছি। অগ্নিকুণ্ড থেকে উদ্ধার করে আনা। একখণ্ড পোড়া কাঠের মত হয়েছিল তোমাদের দশা, তবুও তোমরা ফিরে এলে না আমার কাছে।প্রভু বলেন এ কথা।


দীর্ঘদিন যাত্রীদের উপবাসে কাটতে লাগল। পৌল তখন তাদের কাছে গিয়ে বললেন, বন্ধুগণ, আপনারা যদি আমার কথা শুনতেন এবং ক্রীট থেকে যাত্রা না করতেন তাহলে এতখানি ক্ষতি আপনাদের হত না।


তারপর বাকী সকলে তক্তা বা ভাঙ্গা জাহাজের টুকরো ধরে পাড়ে গিয়ে উঠল।


কিন্তু তিনি জানেন কোন পথে আমি চলি, তিনি যখন আমার বিচার করবেন তখন আমি নিখাদ সোনার মতই নির্দোষ প্রমাণিত হব।


হে ঈশ্বর, পরীক্ষা করে দেখেছ তুমি আমাদের, শোধন করেছ আমাদের আগুনে পুড়িয়ে রূপোর মত।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন