Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




১ করিন্থীয় 15:8 - পবিএ বাইবেল CL Bible (BSI)

8 সর্বশেষে প্রেরিত শিষ্যকুলে অকালজাত যে আমি, সেই আমাকেও তিনি আকস্মিকভাবে দেখা দিলেন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

8 সকলের শেষে অসময়ে জন্মেছি যে আমি, আমাকেও দেখা দিলেন।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

8 সবশেষে, আমার মতো অকালজাতের কাছেও তিনি দর্শন দিয়েছেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

8 সকলের শেষে অকাল-জাতের ন্যায় যে আমি, আমাকেও দেখা দিলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

8 সব শেষে আমাকেও অসময়ে জন্মেছি যে আমি, সেই আমাকেও দেখা দিলেন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

8 সবার শেষে অদিনের শিশুর মত জন্মেছি যে আমি, তিনি আমাকেও দেখা দিলেন।

অধ্যায় দেখুন কপি




১ করিন্থীয় 15:8
10 ক্রস রেফারেন্স  

আমি কি স্বাধীন নই? আমি কি প্রেরিত-শিষ্য নই? আমাদের প্রভু যীশুকে কি আমি দেখি নি? আমিই কি প্রভুর অধীনে তোমাদের গড়ে তুলিনি?


ওঠ, উঠে দাঁড়াও। তেআমাকে আমার দাস ও সাক্ষীরূপে নিযুক্ত করার উদ্দেশ্যে আমি তোমার সামনে আবির্ভূত হয়েছি। আজ যে তুমি আমাকে দেখেছ এবং ভবিষ্যতে যেভাবে আমি তেআমাকে দেখা দেব —সব কিছুর সাক্ষী তোমাকে হতে হবে।


দেখলাম, প্রভু আমাকে বলছেন, ‘শিগ্‌গির জেরুশালেম থেকে চলে যাও কারণ আমার সম্বন্ধে তোমার সাক্ষ্য এখানকার লোক গ্রহণ করবে না।’


একদিন রাত্রে দিব্যদর্শনে প্রভু পৌলকে বললেন, নির্ভয়ে প্রচার করে যাও, নীরবে থেকো না।


অননীয় তখন চলে গেলেন সেই বাড়িতে। বাড়ির ভেতরে গিয়ে শৌলের মাথায় হস্তার্পণ করে বললেন, ভাই শৌল, এখানে আসার পথে যিনি তোমার সামনে আবির্ভূত হয়েছিলেন, সেই যীশু খ্রীষ্ট আমাকে তোমার কাছে পাঠিয়েছেন যেন তুমি আবার দৃষ্টি ফিরে পাও এবং পবিত্র আত্মায় পূর্ণ হও।


তিনি বললেন, ‘আমাদের পিতৃপুরুষের আরাধ্য ঈশ্বর তাঁর ইচ্ছা জানবার জন্য, তাঁরই প্রেরিত ধর্মময় পুরুষের দর্শনলাভের জন্য ও তাঁর মুখনিঃসৃত বাণী শ্রবণের জন্য তোমাকে মনোনীত করেছেন।


তখন প্রায় দুপুর। দামাস্কাসের কাছাকাছি গিয়ে পড়েছি। সেই সময় পথে হঠাৎ আকাশ থেকে তীব্র উজ্জ্বল এক ঝলক আলো আমার চারিদিকে ঝলসে উঠল।


এই উদ্দেশ্যে মুখ্য পুরোহিতদের কাছ থেকে পূর্ণ সনদ নিয়ে আমি একবার দামাস্কাসে যাচ্ছিলাম।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন