Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




১ করিন্থীয় 13:9 - পবিএ বাইবেল CL Bible (BSI)

9 কারণ আমাদের জ্ঞান অসম্পূর্ণ, আমাদের ভাবোক্তিও আংশিক।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

9 কেননা আমরা যা জানি তা অংশ মাত্র এবং যে ভবিষ্যদ্বাণী বলি তাও অংশ মাত্র;

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

9 এখন, আমাদের জ্ঞান অসম্পূর্ণ ও অসম্পূর্ণরূপে ভাববাণী বলি,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

9 কেননা আমরা কতক অংশে জানি, এবং কতক অংশে ভাববাণী বলি;

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

9 এসব কিছুর পরিসমাপ্তি ঘটবে কারণ আমাদের যে জ্ঞান ও ভাববাণী বলার ক্ষমতা তা অসম্পূর্ণ।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

9 কারণ আমরা কিছু অংশে জানি এবং কিছু অংশে ভাববাণী বলি;

অধ্যায় দেখুন কপি




১ করিন্থীয় 13:9
16 ক্রস রেফারেন্স  

এখন আমরা দর্পণে প্রতিফলিত অস্পষ্ট রূপ দেখছি, কিন্তু তখন মুখোমুখি হয়ে ঈশ্বরের স্পষ্টরূপ দেখব। এখন আমি তাঁকে আংশিকভাবে জানি, কিন্তু তখন তাঁর সঙ্গে হবে আমার পূর্ণ পরিচয় যেমন তিনি আমায় জানেন পরিপূর্ণভাবে।


যদি কারও ধারণা হয় যে এ বিষয়ে তার কিছু জ্ঞান আছে তবে বলতে হবে যা তার জানা দরকার, কিছুই সে জানে না।


শাস্ত্রে যেমন লেখা আছেঃ “কেউ যা চোখে দেখে নিশোনে নি কানেকোনদিন করে নি কল্পনাতা-ই সৃষ্টি করেছেন ঈশ্বরতাদেরই জন্য, যারা তাঁর অনুরাগী।”


তোমার এই জ্ঞান আমার কাছে পরমাশ্চর্য, অনেক ঊর্ধ্বস্তরের, আমার বোধের অগম্য।


আমার পিতা সব কিছু আমার হাতেই সমর্পণ করেছেন। পুত্রকে কেউ জানে না, কেবল পিতাই জানেন এবং পিতাকে কেউ জানে না, কেবল পুত্রই জানেন, আর পুত্র যাদের কাছে তাঁকে প্রকাশ করতে চান, তারাও জানে।


এমন কি কেউ আছে, যে স্বর্গে গিয়ে আবার ফিরে এসেছে? সে কি বাতাসকে হাতের মুঠোয় ধরে রাখতে পারে? পারে কি সে কাপড়ে মুড়ে জল রাখতে? সে কি পৃথিবীর সীমা নির্ধারণ করতে পারে? কে সে? কেউ কি চেনে তাকে? চেনে কি তার বংশধরদের?


হে প্রভু পরমেশ্বর, ঈশ্বর আমার, তুমি আমাদের জন্য করেছ অনেক মহৎ কাজ, আমাদের মঙ্গলের জন্য বহুবিধ তোমার পরিকল্পনা, কেউ নেই সমকক্ষ তোমার। অজস্র তোমার সেই কল্যাণের কথা, শত বর্ণনায়ও তার নেই কোন শেষ।


স্নেহাস্পদেরা, এখন আমরা ঈশ্বরের সন্তান, পরে কি হব তা এখনও প্রকাশিত হয়নি। তবে আমরা জানি যে তিনি যখন আবির্ভূত হবেন তখন আমরা তাঁর সাদৃশ্য লাভ করব, কারণ আমরা তখন তাঁর সাদৃশ্য লাভ করব, কারণ আমরা যখন তাঁর স্বরূপ প্রত্যক্ষ করব।


ঈশ্বরের ভক্তজনের মধ্যে সবচেয়ে নগণ্য যে আমি, সেই আমাকেই বিজাতীয়দের কাছে খ্রীষ্টের অতুল ঐশ্বর্যের সুসমাচার প্রচার করার দায়িত্ব দেওয়া হয়েছে,


“কে জানে প্রভুর মন?কে পারে তাঁকে মন্ত্রণা দিতে?


দেখ, এ সবই তাঁর পরাক্রমের নমুনামাত্র, অল্প কিছু কথা যা আমরা শুনেছি। কিন্তু তাঁর পরাক্রমের বজ্রনাদ কে উপলব্ধি করতে পারে?


পূর্ণ জ্ঞান লাভের পর অসম্পূর্ণতার কোন অস্তিত্ব আর থাকবে না।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন