Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




১ করিন্থীয় 12:6 - পবিএ বাইবেল CL Bible (BSI)

6 কাজ নানা ধরণের কিন্তু যে ঈশ্বর সকলকে দিয়ে সবকিছু করিয়ে নেন তিনি এক।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

6 এবং ক্রিয়াসাধক গুণ নানা প্রকার, কিন্তু আল্লাহ্‌ এক; তিনি সকলের মধ্যে সকল ক্রিয়ার সাধনকর্তা।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

6 বিভিন্ন ধরনের কাজ আছে, কিন্তু সেই একই ঈশ্বর সব মানুষের মধ্যে সেইসব কাজ করেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

6 কিন্তু প্রভু এক; এবং ক্রিয়াসাধক গুণ নানা প্রকার, কিন্তু ঈশ্বর এক; তিনি সকলেতে সকল ক্রিয়ার সাধনকর্ত্তা।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

6 কর্ম সাধনের বিভিন্ন পদ্ধতি রয়েছে, কিন্তু সেই একই ঈশ্বর সব রকম কাজ সকল মানুষের মধ্যে করান।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

6 এবং কাজের গুণ নানা ধরনের, কিন্তু ঈশ্বর এক; তিনি সব কিছুতে সব কাজের সমাধানকর্ত্তা।

অধ্যায় দেখুন কপি




১ করিন্থীয় 12:6
12 ক্রস রেফারেন্স  

এ সবই সেই এক ও অদ্বিতীয় আত্মার সাধন করেন। তিনিই নিজের ইচ্ছামত বিভিন্ন ব্যক্তিকে বিভিন্ন বর দান করেন।


সুতরাং যে বপন করেছে বা যে সেচন করেছে তারা কিছু নয় কিন্তু বৃদ্ধিদাতা ঈশ্বরই সব।


কিন্তু যীশু তাদের বললেন, আমার পিতা সদাসর্বদা কর্মরত তাই আমিওকাজ করছি।


এই বিষয়ে গ্রীক কিম্বা ইহুদী, সুন্নত-সংস্কারপ্রাপ্ত কি সুন্নতহীন, বর্বর, শক, ক্রীতদাস বা স্বাধীন বলে কোন ভেদাভেদ নেই, খ্রীষ্টই সর্বময় এবং সর্বেসর্বা।


সকলের পিতা যিনি সেই ঈশ্বরও এক, তিনি সকলের ঊর্ধ্বে, সকলের মধ্যে সক্রিয এবং সকলের অন্তরে বিরাজমান।


সেই উদ্দেশ্যেই খ্রীষ্টের যে মহাশক্তি আমার মধ্যে সক্রিয়, তারই প্রভাবে আমি প্রাণপণ পরিশ্রম করে চলেছি।


তোমাদের ইচ্ছা ও কর্ম যাতে তাঁর মনোমত হয় তার জন্য ঈশ্বরই তোমাদের অন্তরে প্রেরণা জোগাচ্ছেন।


যখন সবকিছুই তাঁর বশীভূত হবে তখন পুত্র নিজেও বশ্যতা স্বীকার করবেন তাঁর কাছে, যিনি সবকিছুই তাঁর পদানত করেছেন। ফলে ঈশ্বরই হবেন সর্বময়।


দেখুন, ঈশ্বর মানুষের সঙ্গে বার বার এ রকম ব্যবহার করেন।


সেবা বিভিন্ন ধরণের কিন্তু যাঁর সেবা করা হয় সেই প্রভু একই,


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন