Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




১ করিন্থীয় 10:6 - পবিএ বাইবেল CL Bible (BSI)

6 এইসব ঘটনা আমাদের পক্ষে প্রতীকস্বরূপ। এর উদ্দেশ্য আমাদের সচেতন করে দেওয়া যেন তাঁদের মত আমরা মন্দ বিষয়ে আসক্ত না হই।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

6 এই সব বিষয় আমাদের দৃষ্টান্তস্বরূপে ঘটেছিল, যেন তাঁরা যেমন অভিলাষ করেছিলেন, আমরা তেমনি মন্দ বিষয়ের অভিলাষ না করি।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

6 এখন এ সমস্ত বিষয় দৃষ্টান্তস্বরূপ হয়েছিল, যেন তাঁদের মতো আমরাও মন্দ বিষয়ে আসক্ত না হই।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

6 এই সকল বিষয় আমাদের দৃষ্টান্তস্বরূপে ঘটিয়াছিল, যেন তাঁহারা যেমন অভিলাষ করিয়াছিলেন, আমরা তেমনি মন্দ বিষয়ের অভিলাষ না করি।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

6 এসব ঘটনা আমাদের জন্য দৃষ্টান্তস্বরূপ ঘটল, যাতে তারা যেমন মন্দ বিষয়ে অভিলাষ করেছিল আমরা তা না করি।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

6 এই সব বিষয় আমাদের দৃষ্টান্তস্বরূপে ঘটেছিল, যেন তাঁরা যেমন মন্দ অভিলাষ করেছিলেন, আমরা তেমনি মন্দ বিষয়ের অভিলাষ না করি।

অধ্যায় দেখুন কপি




১ করিন্থীয় 10:6
12 ক্রস রেফারেন্স  

সদোম, ঘমোরা এবং নিকটবর্তী শহরগুলি ওদের মত উচ্ছৃঙ্খলতা ও ব্যভিচারে লিপ্ত ছিল বলে অনির্বাণ অগ্নিকাণ্ডের মাঝে চরম দণ্ড লাভ করে সকলের কাছে দৃষ্টান্তস্বরূপ হয়ে দাঁড়িয়েছিল।


তাঁদের আমলে এইসব ঘটনা দৃষ্টান্তস্বরূপ ঘটেছইল এবং আমরা যারা যুগান্তে উপনীত তাদের সতর্ক করে দেওয়ার জন্য সেগুলি শাস্ত্রে লিখিত হয়েছে।


এস, আমরা সেই বিশ্রাম লাভের জন্য বিশেষ চেষ্টা করি, যেন ঐ ধরণের অবাধ্যতার ফলে কারও পতন না হয়।


কিছু বিদেশী লোক তাদের সঙ্গে জুটে গিয়েছিল। তারা লোভাতুর হয়ে উঠল আর ইসরায়েলীরাও আবার কান্নাকাটি করে বলতে লাগল, হায় কে আর এখন আমাদের মাংস খাওয়াবে?


তিনি সদোম ও ঘমোরা নগর দুটিকে সম্পূর্ণ ভস্মীভূত করে অসাধু লোকেদের সম্মুখে তা দৃষ্টান্তস্বরূপ স্থাপন করলেন।


বাপ্তিষ্ম এই ঘটনার প্রতিরূপ যার দ্বারা তোমরা এখন উদ্ধার লাভ কর। এই বাপ্তিষ্ম দেহের মলিনতা অপসারণের জন্য নয় কিন্তু এ হচ্ছে ঈশ্বরের কাছে নিষ্কলুষ আত্মনিবেদন স্বরূপ, যীশু খ্রীষ্টের পুনরুত্থানের গুণেই এসব কার্যকরী হয়।


আদম থেকে মোশির সময় পর্যন্ত মৃত্যুর আধিপত্য অব্যাহত ছিল, এমন কি, আদমের মত প্রত্যক্ষভাবে যারা আজ্ঞা লঙ্ঘন করেনি, তাদের উপরেও ছিল এক হিসাবে যীশুর প্রতিরূপ, পরবর্তীকালে যাঁর আগমন হয়েছিল।


মানুষের হাতে গড়া কোন মন্দির, যা প্রকৃত মন্দিরের অনুকরণ মাত্র, খ্রীষ্ট সেখানে প্রবেশ করেননি। কিন্তু আমাদের পক্ষ হয়ে ঈশ্বরের সম্মুখে উপস্থিত হওয়ার জন্য তিনি সরাসরি স্বর্গে প্রবেশ করেছেন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন