Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




১ করিন্থীয় 10:11 - পবিএ বাইবেল CL Bible (BSI)

11 তাঁদের আমলে এইসব ঘটনা দৃষ্টান্তস্বরূপ ঘটেছইল এবং আমরা যারা যুগান্তে উপনীত তাদের সতর্ক করে দেওয়ার জন্য সেগুলি শাস্ত্রে লিখিত হয়েছে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

11 এসব তাদের প্রতি দৃষ্টান্তরূপে ঘটেছিল এবং আমাদের, যাদের উপর যুগের শেষ সময় উপস্থিত হয়েছে, সেই আমাদেরই চেতনার জন্য লেখা হয়েছে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

11 এসব বিষয় তাঁদের প্রতি দৃষ্টান্তস্বরূপ ঘটেছিল এবং আমাদের সতর্ক করার জন্যই সেগুলি লেখা হয়েছে—যাদের উপরে শেষ সময় এসে উপস্থিত হয়েছে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

11 এই সকল তাহাদের প্রতি দৃষ্টান্তস্বরূপে ঘটিয়াছিল, এবং আমাদেরই চেতনার জন্য লিখিত হইল; আমাদের, যাহাদের উপরে যুগকলাপের অন্ত আসিয়া পড়িয়াছে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

11 তাদের প্রতি যা কিছু ঘটেছিল তা দৃষ্টান্তস্বরূপ রয়ে গেছে। আমাদের সাবধান করে দেবার জন্য এসব কথা লেখা হয়েছে, কারণ আমরা শেষ যুগে এসে পৌঁছেছি।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

11 এই সকল তাদের প্রতি দৃষ্টান্তস্বরূপ ঘটেছিল এবং আমাদেরই চেতনার জন্য লেখা হল; কারণ, আমরা শেষ যুগে এসে পৌছেছি।

অধ্যায় দেখুন কপি




১ করিন্থীয় 10:11
17 ক্রস রেফারেন্স  

আমাদের শিক্ষার জন্যই অতীত শাস্ত্র রচিত হয়েছিল এবং তারই প্রেরণায় আমরা ধৈর্য সহকারে প্রত্যাশায় থাকি।


জেনে রাখ, এখন সেই সময় উপস্থিত, এখনই তোমাদের ঘুমের ঘোর থেকে জেগে ওঠার লগ্ন। আমরা যেমন প্রথমে বিস্বাস করেছিলাম, তার চেয়ে পরিত্রাণের দিন আজ আরও এগিয়ে এসেছে।


প্রিয় বৎসগণ, এই কাল সমাপ্তপ্রায়। তোমরা শুনেছ যে খ্রীষ্ট বৈরীর আবির্ভাব হবে, বস্তুতঃ ইতিমধ্যেই আমাদের মধ্যে অনেক খ্রীষ্টবৈরীর উদ্ভব হয়েছে। এতেই আমরা বুঝতে পারি যে শেষ কাল আগত।


এ কথা আমাদের পক্ষেও কি প্রযোজ্য নয়? এ কথা নিশ্চয়ই আমাদের সম্পর্কেও লেখা হয়েছে, কারণ ফসলের আশা করেই চাষী চাষ করে, আর ফসলের অংশ পাওয়ার আশাতেই মাড়াইকারী শস্য মাড়াই করে।


সকলে জানুক তোমরা সহনশীল। প্রভু শীঘ্রই আসছেন।


‘তিনি ধার্মিকরূপে গণ্য হলেন’, একথা শুধু তাঁর পক্ষেই প্রযোজ্য তা নয়, সকল বিশ্বাসী ভক্তের পক্ষেও প্রযোজ্য।


কেউ কেউ যেমন সভায় সম্মিলিত হতে চায় না, অবহেলা করে, আমরা যেন তেমন না করি, বরং পরস্পরকে আরও বেশী উৎসাহ দিই, বিশেষ করে যখন দেখতেই পাচ্ছি যে প্রভুর বিচারের দিন ক্রমশই এগিয়ে আসছে।


কারণ শাস্ত্রে লেখা আছে, ‘আর ক্ষণকাল মাত্র, ক্ষণকাল পরেই আসবেন তিনি, যাঁর আবির্ভাব সুনিশ্চিত,তিনি বিলম্ব করবেন না,


বন্ধুগণ, আমি এ কথাই বলতে চাই যে যুগান্তের আর বেশী দেরী নেই। এই সময় যারা বিবাহিত তারা বিপত্নীকের মতই জীবন যাপন করুক।


আগামী প্রজন্মের জন্য এ কথা লিপিবদ্ধ করা হবে, যেন ভাবীকালের মানুষ গাইতে পারে প্রভুর প্রশস্তি।


তোমার উপর ক্রোধে যখন আমি ভয়ঙ্কর রূপ ধারণ করব, তোমায় যখন শাস্তি দেব তখন তোমার প্রতিবেশী জাতিবৃন্দ ভয়ে কাঁপবে। তারা তোমায় ঘৃণা করবে, উপহাসে জর্জরিত করবে।


এবং যে শত্রু ঐ বীজ বুনেছিল সে হল স্বয়ং শয়তান। ফসল কাটার সময়টি জগতের অন্তিমকাল এবং স্বর্গদূতেরা হলেন শস্য সংগ্রহকারী।


যে ভাবে শ্যামাঘাস তুলে নিয়ে আগুনে পোড়ানো হয়, জগতের অন্তিমকালে তা-ই করা হবে।


রাত্রি শেষ হয়ে এল, দিন আগত ঐ। তামসিক কার্যকলাপ পরিহার করে এস আমরা আলোকের রণসজ্জায় সজ্জিত হই।


এইসব ঘটনা আমাদের পক্ষে প্রতীকস্বরূপ। এর উদ্দেশ্য আমাদের সচেতন করে দেওয়া যেন তাঁদের মত আমরা মন্দ বিষয়ে আসক্ত না হই।


এর একটা রূপক অর্থ আছেঃ এই নারীরা হল দুটি চু্ক্তির প্রতীক। একটি সিনাই পর্বতে হাগারের সঙ্গে সম্পাদিত। দাসত্বে আবদ্ধ করাই ছিল সেই চুক্তির উদ্দেশ্য।


সেই দিন রাতেও তারা তাদের পিতাকে সুরা পান করাল এবং ছোট মেয়েটি লোটের সঙ্গে শয়ন করতে গেল। কিন্তু কখন সে শুয়েছিল আর কখনই বা উঠে গেল তা লোট জানতে পারলেন না।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন