Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




১ করিন্থীয় 1:8 - পবিএ বাইবেল CL Bible (BSI)

8 ঈশ্বর তোমাদের শেষ পর্যন্ত স্থির রাখবেন, প্রভু যীশুখ্রীষ্টের দিনে তোমাদের নিষ্কলঙ্করূপে উপস্থিত করবেন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

8 আর তিনি তোমাদেরকে শেষ পর্যন্ত স্থির রাখবেন, আমাদের ঈসা মসীহের দিনে অনিন্দনীয় রাখবেন।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

8 তিনিই শেষ পর্যন্ত তোমাদের সবল রাখবেন, যেন তোমরা আমাদের প্রভু যীশু খ্রীষ্টের দিনে অনিন্দনীয় থাকতে পারো।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

8 আর তিনি তোমাদিগকে শেষ পর্য্যন্ত স্থির রাখিবেন, আমাদের প্রভু যীশু খ্রীষ্টের দিনে অনিন্দনীয় রাখিবেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

8 তিনি তোমাদের শেষ পর্যন্ত স্থির রাখবেন, যেন আমাদের প্রভু যীশু খ্রীষ্টের ফিরে আসার দিন পর্যন্ত তোমরা নির্দোষ থাক।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

8 আর তিনি তোমাদেরকে শেষ পর্যন্ত স্থির রাখবেন এবং আমাদের প্রভু যীশু খ্রীষ্টের দিনের যেন নির্দোষ থাক।

অধ্যায় দেখুন কপি




১ করিন্থীয় 1:8
29 ক্রস রেফারেন্স  

প্রভু যীশু যখন তাঁর ভক্ত প্রজাবৃন্দ সহ আবির্ভূত হবেন তখন যেন ঈশ্বর যিনি আমাদের পিতা, তাঁর সম্মুখে তোমাদের হৃদয় পবিত্র নিষ্কলঙ্ক অবস্থায় স্থিরপ্রতিষ্ঠ থাকে।


কিন্তু এখন খ্রীষ্টের মানবদেহে, তাঁর মৃত্যুবরণের দ্বারা ঈশ্বর তোমাদের নিজের সঙ্গে পুনর্মিলিত করেছেন যেন তিনি পবিত্র, নিষ্কলঙ্ক ও নির্দোষ অবস্থায় তোমাদের নিজের কছে নিয়ে যেতে পারেন।


এ বিষয়ে আমি সুনিশ্চিত তোমাদের মাঝে ঈশ্বর যে শুভ কর্মের সূচনা করেছেন, প্রভু যীশু খ্রীষ্টের দিন পর্যন্ত তিনিই তা সুসম্পন্ন করে যাবেন।


কিন্তু প্রভু নির্ভরযোগ্য, তিনিই তোমাদের প্রতিষ্ঠিত করবেন ও মন্দের প্রভাব থেকে রক্ষা করবেন।


ঈশ্বরের মহিমা প্রভু যীশু খ্রীষ্টের মাধ্যমে চিরায়ত হোক। তিনিই পরম প্রাজ্ঞ। যীশু খ্রীষ্টের যে সুসমাচার আমি ঘোষণা করেছি, সেই অনুযায়ী তিনিই তোমাদের দৃঢ়রূপে প্রতিষ্ঠিত করতে সক্ষম। এই সুসমাচারের নিগূঢ়তত্ত্ব, যা বহুযুগ ধরে অব্যক্ত ছিল, তা এখন অভিব্যক্ত হয়েছে। সনাতন ঈশ্বরের নির্দেশেই তা সর্বজাতির কাছে প্রকাশিত হয়েছে যেন তারাও তা বিশ্বাস করে ঈশ্বরের অনুগত হয়। প্রবক্তা নবীরা শাস্ত্রে এ সম্পর্কেই ভবিষ্যদ্বাণী করেছেন। সেই ঈশ্বরের মহিমা যুগে যুগে উদ্ভাসিত হোক। আমেন।


যীশু খ্রীষ্টের মাধ্যমে সর্ব অনুগ্রহের আধার ঈশ্বর তাঁর শাশ্বত মহিমা তোমাদের দান করার জন্য আহ্বান করেছেন। তিনিই এই ক্ষণস্থায়ী নির্যাতন ভোগের পর তোমাদের সক্ষম, সবল, সুস্থ এবং সুপ্রতিষ্ঠিত করবেন।


তাহলে তোমরা ভাল-মন্দের বিচার করে যা কিছু শ্রেয় তাই গ্রহণ করতে পারবে এবং প্রভু যীশু খ্রীষ্টের দিনে তোমরা সৎ ও নিষ্কলঙ্ক থাকতে পারবে ও


প্রিয় বন্ধুগণ, যেহেতু তোমরা এরই প্রতীক্ষায় রয়েছ সেইজন্য বিশেষ চেষ্টা কর, যাতে তোমরা নিষ্কলঙ্ক ও নিখুঁতভাবে শান্তিতে তাঁর সম্মুখে উপস্থিত হতে পার।


অপরের ভৃত্যের বিচার করার তুমি কে? তার কাজের দোষগুণের বিচার তার মনিবই করবে। সে নির্দোষ প্রমাণিত হবে, কারণ তাকে নির্দোষ প্রতিপন্ন করার ক্ষমতা প্রভুর আছে।


প্রভু পরমেশ্বর ন্যায়বিচারে সুপ্রসন্ন, তিনি পরিত্যাগ করেন না তাঁর ভক্তদের, চিরকাল তাদের করেন রক্ষা, কিন্তু দুষ্টদের বংশ হবে নির্মূল।


মনে রেখো, প্রভুর দিন চোরের মত আসবে। সেদিন আকাশমণ্ডল প্রচণ্ড শব্দে লুপ্ত হবে। মৌলিক পদার্থগুলি আগুনের তাপে বিলীন হবে এবং পৃথিবী সমেত সবকিছুই হবে ধ্বংস।


খ্রীষ্টের মাঝে ঈশ্বর তোমাদের এবং আমাদের প্রতিষ্ঠির করেছেন। তিনিই আমাদের অভিষিক্ত করেছেন,


প্রভু পরমেশ্বর দুর্জনের শক্তি করেন চূর্ণ, কিন্তু ধার্মিককে করেন সুরক্ষা।


সেই লোকটিকে তার পাপময় প্রবৃত্তির বিনাশের জন্য শয়তানের হাতে সমর্পণ করবে যেন সে প্রভুর নির্ধারিত দিনে রক্ষা পেতে পারে।


বিদ্যুৎ ঝলকে যেমন আকাশের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত উদ্ভাসিত হয়ে ওঠে, ঠিক তেমনি মানবপুত্রও তাঁর সেই দিনে উদ্ভাসিত হবেন।


মানপুত্র যেদিন স্বপ্রকাশ হবেন, সেদিন এই রকমই ঘটবে।


কারণ ঈশ্বরের সন্তানদের প্রকাশিত হওয়ার ব্যাকুল প্রত্যাশায় সমগ্র সৃষ্টি উদ্‌গ্রীব।


তবে যে যা-ই করুক প্রত্যেকের কাজ প্রকাশ পারে। বিচারদিনেই তা প্রকাশিত হবে, অগ্নিপরীক্ষাতেই তা স্থির হবে।


তোমরা পড়ে যা বুঝতে পারবে এমন বিষয় ছাড়া আর কিছুই আমরা তোমাদের কাছে লিখছি না। এখন অবশ্য আমাদের কিছুটা বুঝতে পারছ। আশা করি তোমরা একদিন আমাদের সম্পূর্ণভাবে বুঝতে পারবে। প্রভু যীশুর পুনরাবির্ভাবের দিনে আমরা যেমন তোমাদের জন্য, তেমনি তোমরাও আমাদের জন্য গর্ববোধ করতে পারবে।


তাঁর মাঝেই তোমাদের মূল গভীরভাবে প্রোথিত হোক, তাঁর ওপরেই গড়ে উঠুক তোমাদের জীবন। যে শিক্ষা তোমরা লাভ করেছ সেই অনুযায়ী বিশ্বাসে দৃঢ় এবং কৃতজ্ঞতায় উচ্ছল হও।


কারণ তোমরা ভাল করেই জান যে, রাত্রে যেভাবে চোর আসে প্রভুর আগমনের দিন তেমনভাবেই উপস্থিত হবে।


প্রভুর আগমনের দিন এসে পড়েছে —এই মর্মে কোন ভাবোচ্ছ্বাস, কোন প্রচার, এমনকি আমাদের নামে লেখা কোন চিঠি পড়ে তোমরা যেন বিচলিত হয়ো না বা মনের স্থের্য হারিয়ো না।


এবং এইজন্যই আমি এত দুঃখ বরণ করছি কিন্তু তবুও আমি লজ্জিত নই। কারণ যাঁর উপর আমি বিশ্বাস স্থাপন করেছি তাঁকে আমি জানি। এ সম্বন্ধে আমি সুনিশ্চিত যে আমার হাতে যা গচ্ছিত রয়েছে তা তিনি শেষের সেই দিন পর্যন্ত রক্ষা করতে সমর্থ।


ইফিসাসে তিনি যে আমার কত সেবা করেছেন তা তুমি ভাল করেই জান। প্রভুর কৃপায় তিনি যেন সেইদিনে ঈশ্বরের মহা অনুগ্রহ লাভ করেন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন