Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




১ করিন্থীয় 1:21 - পবিএ বাইবেল CL Bible (BSI)

21 যেহেতু জগত নিজ জ্ঞানের দ্বারা ঈশ্বরকে জানতে সক্ষম হয় নি তাই ঈশ্বর আপন প্রজ্ঞায় সুসমাচার প্রচারের মূর্খতা দ্বারাই বিশ্বাসীদের উদ্ধার করার সঙ্কল্প করেছেন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

21 কারণ, আল্লাহ্‌র জ্ঞানক্রমে যখন দুনিয়া নিজের জ্ঞান দ্বারা আল্লাহ্‌কে জানতে পারে নাই, তখন তবলিগের মূর্খতা দ্বারা যারা ঈমান এনেছে তাদের নাজাত করতে আল্লাহ্‌র বাসনা হল।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

21 কারণ, যেহেতু ঈশ্বরের জ্ঞান অনুসারে জগৎ তার জ্ঞানে তাঁকে জানতে পারেনি, তাই যা প্রচারিত হয়েছিল সেই মূর্খতার মাধ্যমে যারা বিশ্বাস করে ঈশ্বর তাদের পরিত্রাণ দিতে প্রীত হলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

21 কারণ, ঈশ্বরের জ্ঞানক্রমে যখন জগৎ নিজ জ্ঞান দ্বারা ঈশ্বরকে জানিতে পায় নাই, তখন প্রচারের মূর্খতা দ্বারা বিশ্বাসকারীদের পরিত্রাণ করিতে ঈশ্বরের সুবাসনা হইল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

21 তাই ঈশ্বর তাঁর প্রজ্ঞায় যখন বুঝলেন যে জগত তার নিজের জ্ঞান অনুসারে ঈশ্বরকে পেল না, তখন ঈশ্বর স্থির করলেন যে প্রচারিত বার্তার মূর্খতায় যারা বিশ্বাস করে তাদের তিনি উদ্ধার করবেন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

21 কারণ, ঈশ্বরের জ্ঞানে যখন জগত তার নিজের জ্ঞান দিয়ে ঈশ্বরকে জানতে পারে নি, তখন প্রচারের মূর্খতার মাধ্যমে বিশ্বাসকারীদের পাপ থেকে উদ্ধার করতে ঈশ্বরের সুবাসনা হল।

অধ্যায় দেখুন কপি




১ করিন্থীয় 1:21
28 ক্রস রেফারেন্স  

সেই মুহূর্তে প্রভু যীশু পবিত্র আত্মার আনন্দে বিভোর হয়ে বললেন, হে পিতা, স্বর্গ ও মর্ত্যের প্রভু, তোমায় ধন্যবাদ দিই যে তুমি জ্ঞানী ও বুদ্ধিমানদের কাছে এই রহস্যের বিষয় গোপন রেখে শিশুর মত সরল মানুষের কাছে প্রকাশ করেছ। পিতা এই-ই ছিল তোমার মহতী বাসনা।


যীশু তখন এই কথাগুলি বললেন, হে পিতা। হে স্বর্গমর্ত্যের প্রভু। আমি তোমাকে কৃতজ্ঞতা জানাই। কারণ জ্ঞানী ও বুদ্ধিমান লোকদের কাছে তুমি এ সমস্ত বিষয় গোপন রেখেছ, প্রকাশ করেছ অবোধদের কাছে।


এবং ঈশ্বরের বহুমুখী প্রজ্ঞা এবার যেন মণ্ডলীর মাধ্যমে অন্তরীক্ষে আধিদৈবিক শক্তিসমূহের কাছে অভিব্যক্ত হয়।


কিন্তু জাতি নির্বিশেষে যারা ঈশ্বরের আহ্বান পেয়েছে, তাদের কাছে খ্রীষ্ট ঈশ্বরের পরাক্রম এবং ঈশ্বরের প্রজ্ঞা।


যুগে যুগে পরমেশ্বরের জয় হোক! পরমজ্ঞানে তিনি পূর্ণ, মহাপরাক্রমী তিনি


তারা যেমন ঈশ্বরকে মান্য করার প্রয়োজন বোধ করেনি, তেমনি ঈশ্বর তাদের ভ্রষ্ট মতির বশে সমর্পণ করে তাদের অসঙ্গত কাজে রত হতে দিয়েছেন।


আহা! কি বিপুল তাঁর বৈভব, অগাধ তাঁর জ্ঞান ও প্রজ্ঞা, দুর্জ্ঞেয় তাঁর বিচার পদ্ধতি, অনধিগম্য তাঁর কর্মধারা।


ক্ষুদ্র মেষপাল, তোমরা ভয় পেয়ো না। এই রাজ্য তোমাদের দান করাতেই পিতার পরম আনন্দ।


এ জগতের বিচারের লগ্ন সমুপস্থিত। এ জগত যার অধীন সে এখন বিতাড়িত হবে।


যারা ধ্বংসের পথে এগিয়ে চলেছে তাদের কাছে খ্রীষ্টের ক্রুশের তত্ত্ব অর্থহীন মূর্খতায় নামান্তর মাত্র, কিন্তু আমরা যারা পরিত্রাণের পথে চলেছি তাদের কাছে এই তত্ত্ব ঈশ্বরের পরাক্রমস্বরূপ।


আর আমরা প্রচার করি ক্রুশবিদ্ধ খ্রীষ্টকে। এই প্রচার ইহুদীদের কাছে ব্যাঘাত স্বরূপ আর অন্যান্যদের কাছে মূর্খতা মাত্র।


কারণ ঈশ্বরের মুর্খতা বলে যা মনে হয়, তা মানুষের জ্ঞানের চেয়ে অধিক জ্ঞানসম্পন্ন এবং ঈশ্বরের দুর্বলতা বলে যা মনে হয়, তা মানুষের শক্তির চেয়েও বেশী শক্তি ধারণ করে।


কিন্তু ঈশ্বরের জ্ঞানবানদের লজ্জা দেওয়ার জন্য মূর্খদের এবং শক্তিমানদের অপদস্থ করার জন্য দুর্বলদেরই মনোনীত করেছেন।


সংসারে আবদ্ধ ঈশ্বরের আত্মার প্রসাদ গ্রহণ করতে পারে না কারণ তার বিবেচনায় এ সবই মূর্খতা। সে এ কথা বুঝতেও পারে না কারণ আধ্যাত্মিক ভাবেই তার বিচার-বিশ্লেষণ করতে হয়।


খ্রীষ্টের জন্য আমরা মূর্খ বলে পরিচিত, কিন্তু খ্রীষ্টাশ্রিত তোমরা বুদ্ধিমান! আমরা দু্র্বল কিন্তু তোমরা সবল। আর তোমরা সম্মানিত আমরা অবমানিত।


তোমরা অবশ্যই জান যে ঈশ্বরের সন্তানেরা জগতের বিচার করবে, অতএব জগতের বিচার যদি তোমরা করতে পার তাহলে নিজেদের তুচ্ছ বিষয়গুলি মীমাংসা করার যোগ্যতা তোমাদের নেই?


কিন্তু প্রভু আমাদের বিচার করে শাস্তি দেন যাতে জগতের সঙ্গে আমরাও দণ্ডিত না হই।


কিন্তু ঈশ্বর আমাকে জন্মের আগে থেকেই মনোনীত করেছিলেন এবং তাঁরই অনুগ্রহে আমাকে আহ্বান করেছিলেন।


একদা তোমরা, ঈশ্বরকে জানতে না বলে যারা প্রকৃতপক্ষে দেবতা নয়, তাদের সেবা করতে।


ঈশ্বরই তাঁর পূর্বনির্ধারিত পরিকল্পনার নিগূঢ়তত্ত্ব আমাদের কাছে ব্যক্ত করেছেন, যা তিনি খ্রীষ্টের মাধ্যমে পূর্ণ করবেন। এই পরিকল্পনা সমগ্র বিশ্ব, স্বর্গ ও মর্ত্যের সব কিছুই খ্রীষ্টের মাঝে সম্মিলিত করার সঙ্কল্প যা কাল পূর্ণ হলে খ্রীষ্টেরই মাঝে তিনি রূপায়িত করবেন।


কারণ ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী তাঁরই মাঝে ঐশী সত্তা পূর্ণরূপে অধিষ্ঠিত।


এই স্বর্গদূতেরা কারা? এঁরা সকলেই ঈশ্বরের পরিচর্যায় নিযুক্ত আত্মা। যারা পরিত্রাণ পাবে তাদের সেবা করার জন্যই ঈশ্বর এঁদের পাঠিয়েছেন।


তাহলে এমন মহাপরিত্রাণ উপেক্ষা করে আমরা কেমন করে অব্যাহতি পাব? এই পরিত্রাণের কথা সর্বপ্রথমে প্রভুই ঘোষণা করেছিলেন এবং যাঁরা তা শুনেছিলেন তাঁরাই আমাদের কাছে তার যথার্থতা প্রতিপন্ন করেছেন।


এইজনই যারা তাঁকে অবলম্বন করে ঈশ্বরের কাছে উপস্থিত হয়, তাদের তিনি সম্পূর্ণরূপে পরিত্রাণ করতে সক্ষম। কারণ তিনি সর্বদা তাদের পক্ষে আবেদন করার জন্য জীবিত আছেন।


নষ্টভ্রষ্টের দল, তোমরা কি জান না যে সংসারের প্রতি আসক্তি ঈশ্বরের সঙ্গে শত্রুতারই নামান্তর? সুতরাং সংসারের সঙ্গে যে মৈত্রী স্থাপন করতে চায় সে নিজেকে ঈশ্বরের শত্রু করে তোলে।


বিশ্বাসপূর্ণ সেই প্রার্থনা রোগীকে সুস্থ করবে। প্রভু তাকে নিরাময় করবেন। সে যদি কোন পাপ করে থাকে তবে সে ক্ষমালাভ করবে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন